বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাহাড় আমার কাছে সবকিছু

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অর্ঘ্যদীপ চক্রবর্তী (০ পয়েন্ট)

X কেউ যদি আমায় বলে নদী না সাগর ---- কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। কেউ যদি আমায় বলে মরু না জঙ্গল ---- কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। কেউ যদি আমায় বলে সূর্য না চাঁদ ----‌ কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। কেউ যদি বলে গল্প না কবিতা ---- কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। কেউ যদি আমায় বলে সৌরজগতের উষ্ণতম গ্ৰহ না শীতলতম গ্ৰহ ---- কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। কেউ যদি আমায় বলে নীল আকাশ না কালো মেঘ ভরা আকাশ ---- কোনটা পছন্দ? আমি বলব পাহাড়। ........ সে আমায় যত প্রশ্নই করুক না কেন আমার উত্তর হবে এই একটাই। সে যদি আমার এই উত্তর শুনে বাতুল হয়েও যায় তাতে আমার কিছুই করার নেই কারণ আমার কাছে তো এর বাইরে আর কোনো উত্তরও নেই তাই বলব কী? সে যদি ভাবেও যে আমি 'পাহাড়' নামক রোগে আক্রান্ত হয়েছি তাহলে সে তাই ভাবতে পারে তেমন আমি এই রোগ থেকে মুক্তি চাই না। "পাহাড় তোমায় আমি অন্ধের মতো ভালোবাসি" আমার এই কথা শুনে সে যদি মনে করে এটা আমার পাগলামী ছাড়া আর কিছুই নয় তাহলে সে তেমন মনে করতেই পারে। আমার কাছে পাহাড় বিনা পছন্দ বলতে আর কিছুই নেই পাহাড় আমার স্ত্রী পাহাড় আমার সন্তান। আসলে আমার হৃদয়ে পাহাড় ছাড়া আর কিছুই নেই আমার চিন্তায় শুধু পাহাড় আর পাহাড় আমার কাছে পাহাড় হল ঈশ্বর আমার বাবা মা আমার দয়িতা। ---- অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৫/৩/২০২৪


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now