বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পের ঝুড়ির নীতিমালা

গল্পের ঝুড়ি এর নীতিমালা পাতাটি দেখার জন্য আপনাকে স্বাগতম
গল্পের ঝুড়ি একটি অনলাইন কমিউনিটি যেখানে সকল সদস্য এবং ভিজিটরা গল্প পরতে বা লিখে থাকেন এখানে বিভিন্ন মানুষের মতামতের ব্যবস্থা থাকায় সকল সদস্যকেই কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। সকল সদস্য যাতে গল্পের ঝুড়ি কমিউনিটিকে সবার জন্য নিরাপদ ও সমৃদ্ধ করতে পারেন। গল্পের ঝুড়ি কমিউনিটি আশা করে, এখানকার প্রতিটি সদস্য নিজেদের সততা, শালীনতা ও সম্মানবোধ বজায় রেখে নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে চলবেন। কোন সদস্য কমিউনিটির নিয়মকানুনগুলো অমান্য করলে, তার বিরুদ্ধে কমিউনিটির প্রশাসন বোর্ড এক বা একাধিক ব্যবস্থা নিতে পারেন। এমনকি কোন রকম সতর্কীকরণ নোটিশ ছাড়া তার সদস্যপদ চিরদিনের জন্য বাতিলও করে দিতে পারেন। আমাদের সেবার মাধ্যমে আপনার সাথে যোগাযোগের জন্য সংক্ষিপ্ত তথ্য প্রকাশিত হবে। তাই আপনার ঠিকানা প্রদানের সময় সতর্ক থাকুন যাতে কেউ আপনার তথ্য ব্যবহার করে আপনার কোন সমস্যা সৃষ্টি না করে । এ জন্য আমাদের পরামর্শ হল আপনি আপনার সংক্ষিপ্ত ঠিকানা ব্যবহার করুন । আপনি যদি দেশের আইন অথবা আমাদের সেবা ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করেন, আপনি আপনার ব্যক্তিগত তথ্যের উপর গোপনীয়তার অধিকার হারাবেন।


→ সকল ক্ষেত্রে (অর্থাৎ প্রশ্ন, উত্তর, মন্তব্য, বার্তা আদান প্রদান ইত্যাদি) সবসময় অবশ্যই বাংলা ভাষায় বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে চেষ্টা করবেন

→ দয়া করে বাংলা সদস্যনাম ব্যবহার করুন। সদস্যনাম অবশ্যই সুন্দর ও সাবলিল হতে হবে।

→ গল্পের ঝুড়ি কমিউনিটিকে নিরাপদ, আনন্দময় ও যথাযথ কাজের করে তোলার ভার এই কমিউনিটির প্রতিটি সদস্যদের উপরই বর্তায়।

যে কোন সদস্যই আপত্তিকর কোন প্রশ্ন, উত্তর বা মন্তব্য চিহ্নিত করে আমাদের জানাতে পারেন। তাই সবার প্রতি আহবান
থাকল - যে সব পোস্ট আপনার কাছে আপত্তিকর মনে হবে, দয়া করে পোস্টের নিচের "সতর্ক কর" বাটনটি ক্লিক করে দ্রুত আমাদের জানিয়ে দিন।

→ এখানে বিভিন্ন মতালম্বীর সদস্য রয়েছেন। প্রত্যেকের ব্যক্তিসত্ত্বা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হওয়া এবং অপর সদস্যের প্রতি যথাযথ ভদ্রতা
ও শ্রদ্ধা দেখানো সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

→ কোন গল্প লেখার আগে চেক করে নিন গল্পটি আগেই দেওয়া রয়েছে কিনা

→ গল্পের ঝুড়ি এ আপনার যেকোন লেখার সকল দায়-দায়িত্ব আপনার নিজের। তবে, লেখা প্রকাশিত হওয়ার পর তা রাখা বা মুছে ফেলার

ক্ষমতা প্রশাসন বোর্ডের রয়েছে। ওয়েবসাইট কর্তৃপক্ষ, প্রশাসকগণ বা অন্য কেউ গল্পের ঝুড়ি এ প্রকাশিত আপনার লেখা সম্পর্কিত কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।
→ গল্পের ঝুড়ি কমিউনিটিতে সদস্য হওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে গল্পের ঝুড়ি থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি, ঘোষণা ইত্যাদি ইমেইল
যোগে পেতে আপনার আপত্তি নেই।

→ সাধারণ মানুষের জন্য গ্রহনযোগ্য নয় এমন কিছু লেখা উচিৎ না। বিশেষ কোন ব্যাক্তি, জাতি বা গোষ্ঠিকে আঘাত করে বা উষ্কানিমূলক
কিছু লেখা যাবে না। গল্পের ঝুড়ি এ নিবন্ধন করার জন্য কোন নির্দিষ্ট বয়সসীমা নেই। যে কোন বয়সের যে কেউই গল্পের ঝুড়ি এর সদস্য হতে পারে।
তাই খেয়াল রাখবেন যেন আপনার লেখা অবশ্যই সব বয়সী মানুষের পড়ার উপযোগি হয়। অশ্লীল বা অশালীন কোন লেখা, ছবি, লিংক বা অন্যকিছু পোস্ট করা যাবে না।

→ একজন সদস্য কোন অবস্থাতেই একাধিক সদস্যনাম ব্যবহার করতে পারবেনা। কোন ব্যক্তি একাধিক সদস্যনাম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল
পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলে বা একাধিক সদস্যনাম ব্যবহার করে নিজের লেখায় অবৈধভাবে ভোট দিলে - তার বিরুদ্ধে প্রশাসকগণ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

→ কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্যনামগুলো নিজের জন্য নেয়া যাবেনা। এসব সদস্যনাম পরবর্তীতে প্রশাসকগণ কোন কারণ না দর্শিয়েই মুছে দেবেন।

→ গল্পের ঝুড়ি এর প্রশাসন বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন সদস্যনাম ব্যবহার করা যাবে না।

যেমন: - অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট ইত্যাদি।

→ → মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি)
→ → বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, লিনুস, স্টিভ জবস, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি)।
অবশ্য বাস্তবিকই যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে।
→ → অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা।
→ → গল্পের ঝুড়ি এর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না।
→ → অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।

→ শুধুমাত্র 'সহমত', 'ধন্যবাদ' ইত্যাদি লিখে কিংবা 'স্মাইলি' চিহ্ন দিয়ে কোন প্রশ্ন, উত্তর বা মন্তব্য করা যাবে না। প্রতিটি প্রশ্ন, উত্তর বা
মন্তব্য অবশ্যই নূন্যতম গ্রহনযোগ্য লেখা থাকতে হবে।

→ কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না
কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না।

→ ব্যক্তিগত স্বার্থে বা ইচ্ছাকৃতভাবে কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন যৌক্তিক ও পর্যাপ্ত কারণ ছাড়া ঋণাত্মক ভোট দেয়া যাবেনা বা সতর্ক করা যাবেনা।

→ এখানে অন্য সাইটে প্রকাশিত নিজের কোন লেখা বা নিজের ওয়েবসাইটের প্রচার বা প্রসার করা যাবেনা। গল্পের ঝুড়ি এর মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ

ও জ্ঞান বিতরণ করা। এটি কোন বেচাকেনা কিংবা বাণিজ্যিক কেন্দ্র নয়। তাছাড়া লেখার সাথে অসংগতিপূর্ণ কোন লিংক বা বিজ্ঞাপন উল্লেখ করা যাবেনা,
যার সাথে ব্যক্তিস্বার্থ বা আর্থিকস্বার্থ জড়িয়ে আছে। তবে আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, কিংবা কোন বিষয়ে যদি আপনার শখ থেকে
থাকে বা কোন বিষয়ে যদি আপনার পেশাগত দক্ষতা থেকে থাকে, তবে সে বিষয়ক যেকোন প্রশ্ন, উত্তর বা মন্তব্যে বিস্তারিত তথ্যের জন্য ভাল ও তথ্য
সমৃদ্ধ যে কোন ওয়েবসাইট লিংক (সেটা আপনার নিজের ওয়েবসাইটও হতে পারে) আপনি উল্লেখ করতে পারবেন।

→ অন্য কোন সদস্যের লেখা বা লেখার অংশবিশেষ কেবল কপি-পেস্ট করে দেয়া যাবেনা। সদস্যকে যথার্থ কৃতিত্ব দিয়ে বা অনুমতি নিয়ে
লেখাটি বা লেখার অংশ বিশেষ দিতে হবে। তাছাড়া তথ্যসূত্র উল্লেখ না করে অন্যকোন ওয়েবসাইটের লেখা বা লেখার অংশ বিশেষ কপি-পেস্ট করে দেয়া যাবেনা।
তথ্যসূত্র হিসেবে অবশ্যই ওয়েবসাইটটির লিংক উল্লেখ করতে হবে। তবে কোন অবস্থাতেই গল্পের ঝুড়ি এ বিশৃংখলা বা বিদ্বেষ সৃষ্টি হতে
পারে কিংবা ভাইরাস বা ক্ষতিকারক প্রোগ্রাম রয়েছে, এমন কোন ওয়েবসাইটের লিংক দেয়া যাবেনা। ২৩। আপনি যা নন, বাহবা নেবার
জন্য দয়া করে সেভাবে নিজেকে উপস্থাপন করবেননা। গল্পের ঝুড়ি এর সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে।
এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।