বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সখি ভালবাসা,ভালবাসা!!!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইলোরআ রশিদ(guest) (০ পয়েন্ট)

X নিউ ইয়ারের দিন সকালবেলা ইরার চোখ আটকে গেল ফোনের স্ক্রিনের ওপর। মেসেজ। তাও আবার নির্ঝরের। প্রথম দেখাতেই নির্ঝরকে ভালবেসে ফেলেছিল ইরা। এক্কেবারে love at first sight যাকে বলে। কখনো কাউকে বুঝতে দেয়নি। ফ্রেন্ডদেরও বলে নি ও। নীরবে ভালবেসে গেছে পারলে ছোটখাট উপকার করে গেছে। সেই নির্ঝর আজ মেসেজ দিল। লেখা:happy new year and waiting for the reply.থমকে যায় ও।কি করবে। ভাবতে ভাবতে পেরিয়ে যায় কয়েক ঘন্টা। এরপর ইরা সাধারনভাবে কিছু লিখে দেয়। পরদিন আবার নির্ঝরের মেসেজ। এরপর থেকে ওদের প্রায়ই মেসেজের মাধ্যমে কথা হয়। বেশিরভাগই পড়াশুনা সংক্রান্ত। কত যে কথা। ক্লাসে গেলে সব বন্ধ। মনে হয় চেনেই না ইরাকে। ইরা কাউকে কিছু না বললেও অনেকেই বোঝে ওর ভালোবাসার মানুষ কে। পেছনে পেছনে অনেক দুস্টামি করে ফ্রেন্ডরা ওদের নিয়ে। সামনে কিছু বলে না।স্কুলে ওরা ফ্রেন্ডের মতোই মেশে। অনেক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহন করে। কত কথা বলে। কিন্তু বলাহয় না অনেক কথাই। রয়ে যায় সবার অগোচরে। একদিন নির্ঝর মেসেজ পাঠায়:সারারাত স্বপ্ন দেখে কত ছবি মন আকে। এমন সময় স্বপ্নের রাজা আমায় বলে দিল টাটা। মা এসে দিল ডাকি। খুলতে হল দুটি আখি। জেগে দেখি নাই রাত। তাই বলি সুপ্রভাত। ইরার যেন বুঝেও বুঝতে পারেনা। না ও কিছু ভাবতে পারছে না। ওকে বললে যদি কিছু মনে করে। এভাবে আর বলা হয় না। এস এস সি পরীক্ষার রেজাল্ট দেয়। দুজন আলাদা কলেজে ভর্তি হয়। বেশি যোগাযোগ হয় না ওদের। কিন্তু ইরা এখনো ওকে ভুলতে পারে নি। হয়তো কখনো পারবেও না। আজ একটা গানই ওর প্রানে বাজে :সখি ভালবাসা ভালবাসা,সখি ভালবাসা কারে কয় । সে কি কেবলি যাতনাময়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬৪ জন


এ জাতীয় গল্প

→ সখি ভালবাসা,ভালবাসা!!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now