বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবন বদলের দশটি গল্প
—মোহাম্মদ শাহজামান শুভ
মানুষের জীবনে পরিবর্তন আসে নানা অভিজ্ঞতা, উপলব্ধি ও ঘটনাকে কেন্দ্র করে। কখনো ছোট্ট একটি সিদ্ধান্ত, কখনো একটি মানুষের কথাই হয়ে ওঠে জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। মোহাম্মদ শাহজামান শুভ’র ‘জীবন বদলের দশটি গল্প’ বইটি ঠিক এমন দশটি গল্পের সমাহার, যা পাঠকের মনকে নাড়া দেয় এবং নতুনভাবে ভাবতে শেখায়।
বইয়ের প্রতিটি গল্প বাস্তব জীবনের কাছাকাছি। এখানে নেই অতিরঞ্জিত নাটকীয়তা, নেই অলীক রোমাঞ্চ; আছে কেবল জীবনের রঙিন ও ম্লান অভিজ্ঞতার নির্যাস। প্রতিটি গল্প পাঠককে নিয়ে যায় ভিন্ন ভিন্ন চরিত্রের ভেতরে—কোথাও দেখা যায় আশা ভরসায় বেঁচে থাকা একজন সাধারণ মানুষ, কোথাও আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন জীবন গড়া একজন সংগ্রামী চরিত্র। গল্পগুলোতে মানবিক বোধ, সামাজিক দায়বদ্ধতা এবং আত্মজিজ্ঞাসার শক্ত উপস্থিতি লক্ষণীয়।
লেখকের ভাষাশৈলী সরল, অথচ প্রাঞ্জল। তিনি গল্প বলেন এমন ভঙ্গিতে, যেন পাঠক চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হয়ে পড়ে। বিশেষত জীবনের বাঁকবদলের মুহূর্তগুলো তিনি এমনভাবে তুলে ধরেছেন, যা পাঠককে ভাবায়—আমাদের নিজেদের জীবনেও কি এ রকম পরিবর্তনের সম্ভাবনা নেই?
‘জীবন বদলের দশটি গল্প’ কেবল একটি গল্পগ্রন্থ নয়, বরং পাঠকের ভেতরে আত্মোপলব্ধির স্ফুলিঙ্গ জ্বালানোর মতো এক সৃজনশীল প্রয়াস। তরুণ প্রজন্ম থেকে শুরু করে জীবনের নানা অভিজ্ঞতায় ক্লান্ত পাঠক—সবার কাছেই এটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে।
সামগ্রিকভাবে বলা যায়, এই বইটি জীবনঘনিষ্ঠ সাহিত্য পড়তে আগ্রহী যে কারো জন্য এক মূল্যবান সংযোজন। এখানে গল্প আছে, পাশাপাশি আছে জীবনবোধ—যা পাঠকের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now