বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পের ঝুড়ির বন্ধুত্ব

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল-মামুন আলম আরজু (০ পয়েন্ট)

X আমি মোঃ আল-মামুন আলম আরজু গল্পের ঝুড়ির কিছু স্মৃতি শেয়ার করছি, গল্পের ঝুড়িতে আজ দীর্ঘ ৮ বছরের বন্ধুত্বের খুনশুটি গুলো খুবই মজার মুহূর্ত ছিলো তা আজো মনে পড়ে। - লেটস গো টু দ্যা স্টোরি---- একসময় একদল গল্পপ্রেমী মানুষ একসাথে হয়েছিলো একটা অনলাইন জায়গায় নাম ছিল “গল্পের ঝুড়ি”। এই ওয়েবসাইটে সবাই নিজের লেখা গল্প, কবিতা, কিংবা ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করতো। কেউ ভালোবাসার গল্প লিখত, কেউ জীবনের কষ্ট, কেউ আবার হেসে ওঠার মতো মজার গল্প। ধীরে ধীরে এই গল্পের ঝুড়ি একটা পরিবারের মতো হয়ে গেল। তাদের মধ্যে ছিল রুবেল, যিনি সবসময় হাসির গল্প লিখতেন। তন্ময়, যার প্রতিটি গল্পেই দার্শনিক ছোঁয়া থাকত। রিমা, যিনি দুঃখের গল্প লিখলেও শেষে আশার আলো দেখাতেন। আর ছিল আলমামুন ভাই, যিনি প্রতিটি লেখকের গল্পে মিষ্টি একটা মন্তব্য দিয়ে সবার মন ভালো করে দিতেন। প্রতিদিন রাত হলে তারা ওয়েবসাইটের চ্যাটরুমে বসে আলাপ করত “আজ কে কী গল্প লিখলে?” “তোর চরিত্রটা দারুণ ছিল!” “এই লাইনটা পড়ে মনে হলো আমি নিজেই গল্পের ভেতরে চলে গেছি।” ধীরে ধীরে বন্ধুত্বটা বাস্তবের চেয়েও গভীর হয়ে উঠল। কেউ অসুস্থ হলে বাকিরা খোঁজ নিত, কেউ নতুন গল্প দিলে সবাই লাইক ও মন্তব্যে ভরে দিত। একদিন গল্পের ঝুড়ি হঠাৎ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় — সার্ভার সমস্যা। তখনই সবাই টের পেল, এই ছোট্ট অনলাইন জায়গাটাই আসলে তাদের জীবনের এক টুকরো সুখ। সার্ভার ঠিক হতেই সবাই ফিরে এলো, আর প্রথমেই রুবেল লিখল— “গল্পের ঝুড়ি বন্ধ হতেই মনে হলো যেন বন্ধুরা হারিয়ে গেছে। এখন বুঝি, আমাদের গল্প শুধু লেখা না, আমাদের বন্ধুত্বও একটা গল্প।” সবাই মুগ্ধ হয়ে হাসল। তারপর থেকে তারা ঠিক করল — গল্পের ঝুড়ি শুধু গল্প নয়, এটা আমাদের বন্ধুত্বের আশ্রয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now