বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাস্তায় দারিয়ে সিগারেট খাচ্ছিলাম,,হঠাৎ ফোনটা বেজে উঠলো,,স্ক্রিনের ওপর ভেসে আছে রিমি নামটা,,আমি তো অবাক হয়ে গেলাম এতোদিন পর হঠাৎ রিমির কল,,সবকিছু যেন অবিশ্বাস্য লাগছিলো,,যে নাম্বারটা আরো ২ বছর আগে বন্ধ হয়ে গেছিলো এতদিন পর সেই নাম্বার থেকে ফোন,,আসলে নাম্বার বন্ধ হওয়ার পরেও আমার ফোনে সেভ করাই ছিলো। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস হচ্ছিলো না রিমির নাম্বার থেকে কোনো আসবে তাও আবার এই মাঝরাতে,,(রাত তখন ২টা) । আপনারা হয়তো ভাবছেন এই রিমিটা আবার কে,,তাহলে চলুন ফিরে যাই অতীতে।
তখন আমি দশম শ্রেনিতে পড়তাম,,খুব হাসিখুসি একটা ছেলে ছিলাম আমি,,কখনো কোনো সময় মন খারাপ করতাম,,সময় খারাপ গেলেও আমি হাসিখুশি থাকতাম। কিন্তু একদিন একটা ঘটনার পর থেকে যেন আমার সব হাসি হারিয়ে গেলো। সেদিন আমার ছোট বোনের জন্মদিন ছিলো,,অনেক মেহমান আসলো আমার ভাবীর বোনও এসেছিলো। কিন্তু তখনই আমার টেনশন বেরে গেলো কারন ভাবীর বোনের সাথে ছিলো আমার চিরশত্রুতা,,ভাবীর মুখে শুনেছিলাম ওর নাম মায়াবী,,আমি আর মায়াবী কেউ কাউকে সহ্যই করতে পারতাম না,,আমি তখন আমার রুমে ঘুমিয়ে ছিলাম হঠাৎ মায়াবী আবার রুমে এসে দরজা বন্ধ করে দিলো। আমি কিছুই বঝতে পারলাম না,,সে নিজেই অর্ধনগ্ন হয়ে চিৎকার করতে লাগলো,,মিনিটের মাঝেই দরজার সামনে অনেক লোক জমা হয়ে গেলো,,মায়াবী দরজা খুলে বাইরে গিয়ে বললো আমি নাকি ওকে আমার রুমে ডেকে এনে জোড় করে ওর সাথে খারাপ কিছু করতে চাইছিলা। বাড়ির কেউ আমার কথা শুনলোই না,,অবনীর কথা বিশ্বাস করে আমাকে বাড়ি থেকে বের করে দিলো। ওদিকে অবনী মুচকি মুচকি হাসতে ছিলো। আমি বাড়ি থেকে বেড়িয়ে চলে এলাম,,মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দেওয়ায় খুব কষ্ট লাগছিলো। রাস্তায় হাঠতে হাঠতে হঠাৎ,,,,
চলবে--
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now