বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সওদাগর বাণিজ্যে যাবার সময় লঞ্চ ডুবে
যায় ।সওদাগর একটি কিনায় এসে যায়।
এমন সময় নদীর কুমিরে তাকে খেতে
চায় ! আকাশের পরী এসে তাকে বাঁচিয়ে
নিয়ে গেল ।ওড়িয়ে নিয়ে গেল পরী জঙ্গলে তাকে নামিয়ে দিল ।সওদাগর
শাকিল পুকুরে গোসল করতে নামলো,
দেখে যে দুইটি সাপ মন মজায়ছে তারা
মিলনে ।শাকিল ডিল ছুরল এমন সময়
একটি সাপ মারা গেল। নাগটি চলে গেল
চিরতরে। এমন সময় তার সঙ্গি নাগিন,
শাকিল দৌড়াতে লাগল তার পিছনে সাপটি পিছন পিছন যেতে লাগল । সাপটি তাকে ছোবল মারার চেষ্টা করল,
এমন সময় পরী এসে ওড়িয়ে নিয়ে গেল।
এবারর শাকিলের প্রাণ বাঁচাল । আর
দুই জন গাছের ডালে ওঠে বসে থাকে ।
পরী বলল আসতাসি একখনী বলে গেল ।পরী তাকে ভালোবেসে ফেলেসে তাই তাকে গোলাপ ফুল আনতে গেয়েছিল।
এমন সময় সাপটি এসে শাকিলকে ছোবল মেরে সাপটি তাকে পেচিয়ে নিয়ে
নদীতে ফেলে দিল । ও দিকে পরী আকাশে সাজায়ে রাখছে ফুলের বাসর ।
জঙ্গলের দিকে শাকিল গেল না । তাই
পরী শাপলা পাতায় বসে সে চোখের
জল ফেলছে জল ফেলতে ফেলতে
নদীতে গেল। নদীর মাছেরা তাকে ঠুকরে
ঠুকরে গা করে রেখেছে পরী তাকে নিয়ে গেল।পরী তাকে নিয়ে লুকিয়ে রাখল । রেখে তাকে চলে গেল পরী । এমন সময়
সাপটি এসে তাকে মারতে চায়লে ,এবং
তাকে বলল আমি ভালোবাসি তোমাকে
কিন্তু শাকিল ভাসে না বাল ।এমন সময়
বেজি এসেছে সাপ আর বেজির লড়াই
চলতে লাগল ।অবশেষে সাপটি মারা গেল।আবার ওড়ে এল পরী শাকিল বলল,
আমার পিতার কাছে নিয়ে যাও ! ওড়ে নিয়ে গেল তার পিতার কাছে পিতা তার
পুত্রটাকে দেখে খুশি । এবং পরীকেও
দেখল । আর তাদের হাত মিলিয়ে দিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now