বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটি ছেলে আর একটি মেয়ের
কাহিনী বলছি......
ছেলেটির নাম 'আদিত্য' আর
মেয়েটির নাম হলো 'রাফি'
রাফিঃআমি যদি পড়ে যাই
তুমি কি আমাকে তুলবে??
আদিত্যঃনা!!
রাফিঃআমি যখন দুঃখ পাব
তুমি কি আমার
কান্না মুছিয়ে দেবে??
আদিত্যঃনাহ!!
রাফিঃআমাকে দেখতে যদি কখনো খারাপ
লাগে তখনোকি আমাকে ভালবাসবে??
আদিত্যঃ না!!
রাফিঃযাই হোক!! কমপক্ষে সত্য
বলার
সৎ সাহস তোমার আছে!! এজন্য
তোমাকে ধন্যবাদ!!
আদিত্য তখন
রাফিকে কাছে টেনে নিয়ে বললঃ
আমি তোমাকে পড়ার পর
তুলবো না!!
কারন, আমি তোমাকে পড়ার
আগেই
ধরে ফেলব!!
আমি তোমার দুঃখের
কান্না মুছে দিবো না!! কারন,
আমি তোমার কাছে কোন
দুঃখকে আসতে দেবো না!!
যখন তোমাকে দেখতে খারাপ
লাগে তোমাকে সে সময় ভালবাসব
না!!
কারন ওই সময় আমার কখনোই
আসবে না,তুমি সব সময় আমার
কাছে সুন্দর!!
আমি তোমাকে অন্য সব কিছুর
চেয়ে ভালোবাসি!! সবসময়
এবং সর্বদা!!
** হয়ত কথাগুলো মুখের কথা **
কিন্তু ,সত্যি আমি রাফিকে ঠিক
এভাবেই ভালবাসতে চাই
যেটা হবে অসাধারন!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now