বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রথম প্রেমের কাহিনিঃ(০১)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md.Hasan Imam(Footballer) (০ পয়েন্ট)

X প্রথম প্রেমের কাহিনি ★আমি মোঃ হাসান ইমাম (ইভান)।ছেলেবেলা থেকেই আমি খুব লাজুক ছিলাম। কিন্তু,আমি যখন শিক্ষার মাধ্যমিক স্তরে পা রাখি হঠাৎ করেই আমি কেমন যেন বদলে যেতে শুরু করি।আর আমার এই বদলে যাওয়ার জন্য দায়ী ছিল একটি মেয়ে। ★আমি তখন Class 7 থেকে Class 8 এ পদার্পণ করেছি।একদিন রেজাল্ট দেওয়ার সময় আমি একটা মেয়েকে দেখলাম।আর কখনো স্কুলে দেখিনি। ★মেয়েটার পরিচয়ঃ- *নাম নদী(ডাক নাম) *বাড়ি খরকি *ওরা দুই বোন *বড় বোনের নাম মারিয়া।উনিও আমাদের স্কুলে পড়েন।সেবার Class 8 থেকে Class 9 এ পদার্পণ করেন। *নদী Class 6 এ পড়ে। ★সেদিন মেয়েটাকে চেনা চেনা লাগছিল।একদিন আমার এক বন্ধু,নাম তালহা। জিজ্ঞেস করি- আমি-কীরে,তালহা ঐ মেয়েটাকে কী চিনিস তুই ? তালহা-ভুলে গেছিস তুই!মডেল-এ থাকতে পড়ত না? আমি-ও।মনে পড়েছে। ওর নাম নদী,তাই না? তালহা-ঠিক ধরেছিস। আমি-ও তো খুব বড় হয়ে গেছে ।আমি তো চিনতেই পাড়ি নাই। তালহা-হ্যা।ক্লাস 6 এ পড়ে। আমি-ভালো।সমাপনী পরীক্ষায় রেজাল্ট হয়েছিল কেমন? তালহা-হ্যা;G.P.A 5 পেয়েছে!! আমি-খুব ভালো!!! ★একদিন জানতে পারিঃ............................................................................


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৯৫ জন


এ জাতীয় গল্প

→ প্রথম প্রেমের কাহিনিঃ(০১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now