বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে খুব ভালো বাসত।এক চোর রোজ এসে তার পান্তা ভাত খেয়ে যেত। তাই সে রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। সে পুকুর পার দিয়ে যাওয়ার সময় এক শিং মাছ তাকে বলল পান্তা বুড়ি কোথায় যাচ্ছ। তখন পান্তা বুড়ি বলল এক চোর এসে রোজ আমার সব পান্তা ভাত খেয়ে যাই।তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি।তখন শিং মাছ বলল ফিরে আসার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে।তখন পান্তা বুড়ি বলল আচ্ছা। তারপর বুড়ি বেল তলা দিয়ে যাওয়ার সময় এক বেল মাটিতে পরেছিল। তখন বেল বলল পান্তা বুড়ি কোথায় যাচ্ছ। তখন পান্তা বুড়ি বলল এক চোর এসে রোজ আমার সব পান্তা ভাত খেয়ে যাই। তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল ফিরে আসার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথ যাচ্ছিল।পথে সে গোবর পড়ে থাকতে দেখছিল। তখন গোবর বলল পান্তা বুড়ি কোথায় যাচ্ছ। বুড়ি বলল এক চোর এসে রোজ আমার সব পান্তা ভাত খেয়ে যাই। তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তখন গোবর বলল ফিরে আসার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল আচ্ছা। তারপর বুড়ি আর একটু এগিয়ে যেতে দেখে এক দা পরে আছে। দা বলল পান্তা বুড়ি কোথায় যাচ্ছ। পান্তা বুড়ি বলল এক চোর এসে রোজ আমার সব পান্তা ভাত খেয়ে যাই তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। দা বলল ফিরে আসার সময় আমায় নিয়ে যেও তোমার ভালো হবে। বুড়ি বলল আচ্ছা। তারপর বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজা বাড়ি নেই। তাই বুড়ি বাড়ি যাচ্ছিল যাওয়ার সময় দা,গোবর,বেল এবং শিং মাছ কে বাড়ি নিয়ে আসল দা বলল আমাকে বাগানে রেখে দাও।বুড়ি তাই করল। তারপর গোবর বলল আমাকে পিড়ির ওপর রেখে দাও।বুড়ি তাই করল।তারপর শিংমাছ বলল আমাকে পান্তা ভাতের হাড়ির ভিতর রেখে দাও।বুড়ি তাই করল। বেল বলল আমাকে উনুনের মধ্যে রেখে দাও।বুড়ি তাই করল। তারপর বুড়ি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরল।তারপর রোজ রাতের মতই চোর আসল।চোর জানেনা যে বুড়ি তার জন্য কি ফাদ পেতে রেখেছে। চোর ভাতের হাড়ির ভিতর হাত রাখতেই শিংমাছ তাকে দিল জোড়ে কামর বসিয়ে।তারপর সে চলল উনুনের কাছে হাতে তাপ দেওয়ার জন্য। উনুনের কাছে হাত রাখতেই বেল ফেটে তার মুখে গিয়ে পরল।তারপর সে দৌড় দিয়ে পালানোর সময় তার পা গোবর দিয়ে বড়ে গেল।সে গোবর মোছতে বাগানের ঘাসের উপর পা রাখতেই তার পা দা দিয়ে কেটে গেল।তারপর সে কাদতেঁ শুরু করল।তার কান্নার শব্দ শুনে লোকজন এসে জড় হয়ে তাকে মারতে শুরু করল।তারপর তাকে রাজার কছে নিয়ে গেল।তারপর বুড়ি শান্তি মনে পান্তা ভাত খেতে লাগল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now