বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবচেয়ে সুন্দর হয় সে সম্পর্ক যে সম্পর্কে কোনো স্বার্থ থাকে না,থাকে অবিরাম ভালবাসা,শ্রদ্ধা ও সম্মান,না না আমি কোনো প্রেমের কথা বলছি না,অনেকেই ভালবাসা শুধু প্রেমই বুঝে,কিন্তু এটা ভুল,প্রেমের থেকেও দামি এবং স্বার্থহীন সম্পর্ক পৃথিবী তেই আছে,প্রেমে কিন্তু স্বার্থ আছে,বোঝার বয়স হয়েছে বুঝতেই পারছেন,ডোন্ট মাইন্ড"তবে অনেক নিঃস্বার্থ সম্পর্ক আছে এটার উদাহরণ আমার কাছেই আছে, বিশ্বাস হবে কি না জানি না,যে বয়সে একটি মেয়ে বয়ফ্রেন্ড থাকলে এটা সেটা হতো চিন্তা করে,আমি তা করি নাই,আজও করি না,নিজেকে বড় করতে বলছি না,কারণ সত্য বলতে মানা নেই,আমি ভাবতাম যদি একটা বোন থাকতো,নিজের রক্তের বোন ছাড়া নিঃস্বার্থ ভাবে ভালবাসবে এমন বোন বর্তমানে পাওয়া সৌভাগ্যের ব্যাপার,হাজারে এমন একটা আজকাল মিলে কি না সন্দেহ,তবে ভাগ্যটা ভালো বলে হাজারো মানুষের মাঝে থেকে ভাগ্য করে একটা বোন পেয়েছি,তার নাম তাহমিনা। এখন প্রশ্ন হবে পরিচয় কেমনে হলো?খুবই আশ্চর্যের ব্যাপার,পরিচয় টা ফেসবুকে ২০১৯ এই রমযান মাসেই হয়েছিল,এই বোন আমাকে খুব ভালবাসে,আমিও অনেক ভালবাসি,শ্রদ্ধাও করি,তবে অনেক ফ্রি আমরা,আপনি থেকে তুমি,আবার তুমি থেকে তুই,তুমি থেকে আপনি এমন চক্রাকারে ঘুর্নায়মান আমাদের দুবোনের বন্ধন,রাগ,মান অভিমানে ভরপুর আমাদের সম্পর্ক,নিঃসন্দেহে বলতে পারি আমাদের একে অপরের প্রতি কোনো স্বার্থ নেই,আছে অবিরাম ভালবাসা,রক্তের বোন না,তবে আত্নার বোন আমার,রক্তও আজকাল বেইমানি করে,আত্মার সম্পর্কগুলো ও অনেক দামি,রক্তকেও হার মানায় কিছু আত্নার আত্নীয় সম্পর্ক,আমি চেষ্টা করবো এই বোনের সাথে সারাজীবন সম্পর্কটা রাখতে,,যদি নিচের অজান্তেই হারিয়ে ও যায়,তবু কোনোদিন ভুলবো না তাকে,কারণ ভুলার মতো নয়,,কিছু সম্পর্ক এমনি হয় যাতে কোনো দাগ লাগে না,সারাজীবন স্মৃতির পাতায় জমা হয়ে থাকে"
We are not sisters by blood but we are sisters by soul ★(Promi♥Tahmina)★
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now