বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমরা সবচেয়ে বড় ধন্য
এই জন্য যে আমরা
নবী (সাঃ) এর উম্মত। তিনি
তার সমগ্র জীবনে তার
উম্মতের জন্যই হেদায়েতের কাজ করে গেছেন। তিনি তার উম্মতকে
কতটা ভালবাসতেন তা তার প্রতিটি
কাজ থেকে বুঝা যায়।
১.
যুদ্ধে যখন তায়েফবসীরা
রাসুল (সাঃ) কে পাথর মেরে , তার
পুরো শরীর রক্তাক্ত
করে দেয়। তখন তিনি অঞ্জান
হয়ে যান। এ দেখে আল্লাহ তায়ালা
তায়েফবাসীর উপর
এতটা রাগাণ্বিত হন যে , দুইজন
পাহাড়ের ফেরেশতাকে রাসুল (সাঃ)
এর কাছে পাঠান। যখন
নবীজির ঞ্জান ফিরে
আসে তখন দেখে দুইজন ফেরেশতা
দাড়ায় আছে। তাদের বললেন তোমরা
কি চাও ? তারা বলল ,
"হে আল্লাহর রাসুল (সাঃ) আমরা
পাহাড়ের ফেরেশতা। আল্লাহ
আমাদের পাঠিয়েছেন ঐ তায়েফবাসীদের
উপর পাহাড় চাপিয়ে তাদের
ধ্বংস করে দিতে। আপনি শুধু
অনুমতি দিন।"
তখন নবীজি আল্লাহর দরবারে কাঁদে
আর বলে ," হে আল্লাহ
ওরা তো অবুঝ। ওরা বোঝে না তাই
আমাকে মেরেছে। তুমি যদি
ওদের শেষ করেই দাও তবে আমি কার
কাছে দ্বীনের বাণী
পৌছাবো। আল্লাহ তুমি ওদের মাফ
করে দাও , ওদের হেদায়েত দাও।"
২.
কিয়ামতের মাঠে যখন সবাই বলবে
. . . . (to be continue)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now