বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কংকাবতি

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sabil Arefin (০ পয়েন্ট)

X এক দেশে বাস করতো একজন রাজকুমার। নাম তার আনুয়ার। সে ভালোবাস তো কংকাবিতকে। তাদের পিতামাতা তাদের বিবাহ ঠিক করেছে। সবাই খুব খুশি।তারপর হলো এক বিপদ যা কেউ কল্পনা করতে পারিনি। কংকাবতি বসে তাদের বিবাহের কথা বলছিল। তখন এক রাক্ষস তা শুনতে পাই।সে তাকে নিয়ে একটা গভির বনে বন্দি করে রাখে। সবাই খুব চিন্তা করতে লাগল। তখন রাজকুমার এসে বল্ল সে রাজকুমারীকে বাচাবে। তখন সে ঘোড়া নিয়ে বের হয়ে যায়। অনেক ঘুরাঘুরির পর সে এক দরবেশকে দেখতে পেল। দরবেশ তাকে বলেন এই পথ দিয়ে সুজানগর যেতে। তারপর তাকে দেখা করতে হবে এক জ্ঞানি লোকের সাথে। সে তাকে বলবে কোন দিকে এগিয়ে যেতে হবে। কথা মতো রাজকুমার গেল। সে জ্ঞানী ব্যক্তির সাথে কথা বলে জেনে নিল কোনদিকে এগিয়ে যেতে হবে। তারপর সে আগিয়ে গিয়ে দেখতে পেল এক বন। সেখানে গিয়ে দেখে একটা গুহা। সেখানে গিয়ে সে গুহার দরজা খোলার চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ হয়। তারপর সেই রাক্ষস টা এলো। সে মন্ত্র উচ্চারণ করে ভিতরে ধুকল। তার পিছনে রাজকুমারও ধুকল । সেখানে গিয়ে সে রাজকুমারীকে দেখতে পেল। রাক্ষস যাবার পর সে রাজকুমারীর সাথে কথা বল্ল। সে রাজকুমারীর কাছে বল্ল রাক্ষসের মৃত্যুর কথা জানতে । রাজকুমারী সেই মতো রাক্ষসের কাছ থেকে তার মৃত্যুর কথা জেনে রাজকুমারের কাছে বল্ল। সে বল্ল সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেলে একটা পুকুর পাবে সেখানে একটি বক্স পাবে। তার ভিতরে আছে একটা ডালিম। তার ভিতর রাক্ষসের জান। সে মতো রাজকুমার গেল। সেখানে গিয়ে দেখতে পেল একটা বিশাল তিমি। তারপর রাজকুমার ছুরি দিয়ে তিমিটাকে মারল। সেই সাথে রাক্ষস ও মারা যায়। তখন সে রাজকুমারীকে নিয়ে ফিরে গেল তার রাজ্যে। সেখানে ধুমধাম করে তাদের বিবাহ হলো। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।৷৷৷৷৷৷৷৷ সবাই দোয়া করবেন যাতে আমি এস এস সি তে ভালু রেজাল্ট করতে পারি।।।।।।।।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫৯ জন


এ জাতীয় গল্প

→ কংকাবতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now