বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
এক মুসলিম ও এক নাস্তিক
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হৃদয় (০ পয়েন্ট)
X
লেখক:MH2.
একবার এক মুসলমান মুসাফির দেশ বিদেশ ঘুরতে বের হলেন।তার নাম অাবু উসমান।সে দেশ-বিদেশ জানতে ভালোবাসত।তাই সে অাজ মুসাফির।সে দেশ বিদেশ ভ্রমণ করে ভালোই জ্ঞান অর্জন করেছিল।তার মধ্যে ইসলামিক জ্ঞানও ছিল।
তো যখনকার কথা বলব,তখন উসমান সাহেব চীন দেশে গিয়েছিলেন।উদ্দেশ্য চীনের রাজধানী দেখবেন।পথে তার এক সঙ্গী জুটল,তার নাম ইয়াৎসু।এই ইয়াৎসু অাবার নাস্তিক।অন্যদিকে উসমান সাহেব হলেন ধার্মিক।কথায় অাছে না,"উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,তিনিই মধ্যম যিনি চলেন তফাতে"।তাই তারা সফর সঙ্গী হলেন,উদ্দেশ্য রাজধানী।ইয়াৎসু যখন জানলো উসমান মুসলিম ও ধার্মিক,তখন তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করল।তবে উসমান সাহেব ধৈর্য্যবান ব্যাক্তি,তাই ভাবলেন পরে এর জবাব দিব।ইয়াৎসু উসমান সাহেবকে নামায পড়তে দেখল।সে যদিও কিছু বোঝে নাই,তবে এর শৃঙ্খলা দেখে অভিভূত হল।তবে নাস্তিকই রইল।পথে তারা একদল লোক দেখল,যারা মদ্যপান করছিল।ইয়াৎসু তাদের সাথে যোগ দিল ও উসমান সাহেবকেও যোগ দিতে বলল।তবে উসমান সাহেব যোগ না দিয়ে তাকেও নিষেধ করলেন ও এর অপকারিতা সম্পর্কে বললেন,সাথে ধর্মের কথা।ইয়াৎসু ধর্ম না মানলেও অপকারিতাটা বুঝে সে স্থান ত্যাগ করল।ইয়াৎসু জিজ্ঞেস করল এই অপকারিতা সম্পর্কে তুমি জানলে কিভাবে,উসমান সাহেব বললেন, "অামার ধর্ম অামাকে এটা শিক্ষা দিয়েছে"।
অারেক স্থানে এসে তারা একদল দস্যুর হাতে বন্দি হল।তারা তাদের বেধে রেখে দিল।ইয়াৎসু জীবনের অাশা ছেড়ে দিল কারণ এরা মানুষখেকো।উসমান সাহেবের কাছে সে বিদায় নিল।তবে উসমান সাহেব অাশা ছাড়েননি।বললেন,"অাল্লাহ অামাদের রক্ষা কর্তা,তিনিই অামাদের রক্ষা করবেন"।ইয়াৎসু তার কথা বিশ্বাস করল না, তবে তার অাত্মবিশ্বাস দেখে অবাক হলো।এদিকে ক্লান্তিতে ও শাস্তির কারণে তারা এভাবেই ঘুমিয়ে গেল।সকালে উঠে দেখল সব দস্যু মারা গেছে অার তারা মুক্ত।তারা অবাক হল।লক্ষ্য করে দেখল যে দস্যুরা সাপের কামড়ে মারা গেছে অার তাদের কারও তরবারি পড়ে গিয়ে তাদের বাঁধন খুলে গিয়েছে।উসমান সাহেব বললেন "অালহামদুলিল্লাহ"।ইয়াৎসু বলল এর মানে কী?উসমান সাহেব বললেন অামি অাল্লাহর শোকরিয়া অাদায় করলাম কারণ তিনি অামাদের মুক্ত করেছেন।ইয়াৎসু বলল '"অাল্লাহ যে অাছেন তা তুমি কিভাবে জান?"উসমান সাহেব বললেন,"অাল্লাহ অাছেন এটা সত্য,কারণ তিনিই অামাদের বাঁচিয়েছেন,অার অামাদের মৃত্যু তার হাতেই"।ইয়াৎসু বলল,"অামি মানি না"।তখন উসমান সাহেব তার তরবারি ইয়াৎসুর গলায় ধরল।ইয়াৎসু ভয় পেল ও দিশেহারা হয়ে গেল।তখন উসমান সাহেব তরবারি ফেলে দিলেন।তখন উসমান সাহেবের গলায় তরবরি ধরল ইয়াৎসু।তবে উসমান সাহেব বিচলিত হলেন না।ইয়াৎসু পুণরায় অবাক হল।বলল,"তুমি কি ভয় পাও না?"উসমান সাহেব বললেন, "না,কারণ অামি মানি অাল্লাহই অামার রক্ষাকর্তা,অামার ভাগ্যের ভালো মন্দ তার হাতেই।প্রকৃত মুমিন কখনও ভয় পায় না।অার মৃত্যু কখন হবে তা তিনিই জানেন।অাল্লাহ অামার ভরষা।তোমার কোনো ভরষা নাই,তাই তুমি সামান্যতেই ভয় পাও।তোমার প্রশ্নের উত্তরও প্রদান করা হয়েছে অামার"।ইয়াৎসু বলল "কিভাবে?" উসমান সাহেব বললেন,"অামাদের কারও অাজ মৃত্যু লিখা ছিল না,তাই অামরা মরি নি"।উসমান সাহেবের যুক্তিপূর্ণ কথা অার অাত্মবিশ্বাস তার মনে ভাবান্তর ঘটালো।সে অারও কিছু জানতে চাইলে উসমান সাহেব ধর্মীয় ব্যাখ্যা দিলেন।অাল্লাহ তখন ইয়াৎসুর মনে কি ঘটালেন জানি না,তবে সে তখনই ইসলাম কবুল করল।
শিক্ষা::ইসলাম ধর্মের যুক্তি দ্বারা সকল প্রশ্নের জবাব দেওয়া সম্ভব।এর সামনে কোনো নাস্তিকতা বা বেদ্বীনতা চলে না।অাল্লাহ অামাকে ও সবাইকে ইসলামি জ্ঞান অর্জন করতে সাহায্য করুন।(অামিন)
[বি:দ্র: :এটা অামার প্রথম জিজে তে লেখা।গল্পটা মৌলিক এবং এটা অামার কল্পনা হতে লেখা।জানি না কেমন লাগল,তবে এর শিক্ষাটা সত্য।অাশা করি সবাই অামার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।উৎসাহ পেলে অারও গল্প লিখব ভবিষ্যতে।অাল্লাহ হাফেজ]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now