বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট্ট উপহার একটি চিরকুট

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান TahmiNa ZiNat PrOmi (০ পয়েন্ট)

X মেয়েটি দেখতে কালো,এতো লম্বা না,এতো স্মার্ট ও না,মেয়েটির নাম নিশীতা,মেয়ের বাবা মা উঠে পড়ে লেগেছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য,তাতে মেয়েটির আপত্তি নেই,কতো পাত্র ও পরিবার আসে দেখতে নিশীতা কে,পরিবার কি বলবে,পাত্র পছন্দ করলেই তো বিয়ে ঠিক হবে,অনেক অনেক পাত্র আসে যায়,বিয়ে শুধু ভেঙে যায়,কালো আর লম্বা নয় বলে,তাও নিশীতার এসব সহ্য করে দুইদিন পর পর মুখে পাউডার, ক্রীম দিয়ে,হাই হিল পড়ে পাত্র পক্ষের সামনে যায়,অনেক পাত্র আবার নিশীতার সাথে আড়ালে কথা বলে,অনেকেই নিশীতাকে জিজ্ঞেস করে সে রান্না পারে কিনা,বাড়ির কাজ কেমন পারে,এই সেই,নিশীতা ভাবে আমাকে কি তারা বাড়ির বউয়ের মর্যাদায় নিয়ে যাবে নাকি একজন চাকরানি হিসেবে,এসব বলেও ওর ভারাক্রান্ত মন বলে উঠে আমিতো স্মার্ট নই,সুন্দরী নই,আমাকে নিয়ে তো তারা এতটুকুই ভাববে,পাত্রের আসার আনাগোনা লেগেই থাকে,মেয়ে তো বিয়ে তো দিতেই হবে,মা বাবা হাল ছাড়ে না,নিশীতাও বলে কেউ কি নেই আমাকে একটু ভালবাসার চোখে দেখবে,একদিন এক পাত্র নিশীতাকে আড়ালে নিয়ে গেলো,জিজ্ঞেস করে নিশী ভার্জিন কিনা,নিশীতা কোনোকিছু মনে করে না,হেসে বলে আপনি তো ভার্জিন?তখন আর এই ছেলে কিছু না বলে চলে গেলো,এভাবেই পাত্রপক্ষ আসে যায়,হঠাৎ একদিন আরেক পাত্রপক্ষ আসে,এই ছেলে নিশীতাকে কিছু জিজ্ঞেস করে নি,নিশীও কিছু জিজ্ঞেস করে নি,ছেলেটি সম্মতি জানালো সে নিশীকেই বিয়ে করবে,পরদিন ছেলেটি নিশীর নামে একটি পার্সেল পাঠালো,অনেক বড় বক্স,নিশ্চয়ই এতে কিছু আসে,নিশী ভিতরে নিয়ে গেলো,বক্সটা খুললো,দেখলো এক জোড়া একেবারে নিচু স্লেট জুতো আর একটি চিরকুট,নিশী ভাবলো তার মন আবার পাল্টে যায় নাই তো,আমাকে এমন জুতো পাঠিয়ে কি বোঝাতে চাই,এরপর চিরকুট পড়লো এতে লেখা আছে নিশী আজকাল সৌন্দর্য দিয়ে মানুষ কে অনেকেই বিবেচনা করে,আমি করি নি তোমাকে এমন বিবেচনা,তোমার ব্যক্তিত্ববোধ আর অমায়িক আচরণ আর চেহারা দেখেই বুঝেছি যে সৌন্দর্য এর কাছে হার মানে,সৌন্দর্য ক্ষণিকের কিন্তু সুন্দর চরিত্র ও ব্যক্তিত্ববোধ চিরদিনের,কিছু মনে করো না,তোমাকে এই ছোট্ট উপহার টা দিলাম বলে,তোমাকে আর হিল পড়ে কুড়িয়ে কুড়িয়ে হাটঁতে হবেনা,আর পায়ে ফুসকা ফেলতে হবে না,আমার উপহার টা নিঃসন্দেহে ভালো ভাবে গ্রহণ করিও বিঃদ্রঃ- শুধু সৌন্দর্য দিয়ে কাউকে বিবেচনা করলে ভবিষ্যতে ঠকে যাবেন,ভালো চরিত্র আর ব্যক্তিত্বসম্পন্ন দিক দেখে,ভালবাসার দৃষ্টি দিয়ে কাউকে বিবেচনা করে দেখুন আপনার আগামী টা কতটা সুন্দর হয়-আর ধৈর্য ধরুন,সবুরে মেওয়া ফলে---★ ধন্যবাদ ★


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০০৬ জন


এ জাতীয় গল্প

→ ছোট্ট উপহার একটি চিরকুট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now