বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
>মেয়েটির ডাইরী:-
বিয়ের প্রতি কোন কালেই আমার আগ্রহ ছিলোনা ৷ বিয়ে মানে নিজের স্বাধীন জীবন অন্যের অধীনে চলে যাওয়া ৷ অর্থাৎ পরাধীন হয়ে পরা ৷ কিন্তু তারপরও মা বাবার জোরাজোরিতে বিয়েটা করতেই হলো ৷ তবে বাসর রাতেই স্বামীকে জানিয়ে দিয়েছি যে বিয়েতে আমার মত ছিলোনা ৷ বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে ৷ সুতরাং অামার সামনে যেন স্বামীর অধিকার ফলাতে না আসে ৷ কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেও বল্লো এই বিয়ের প্রতি তারও নাকি কোন আগ্রহ নেই ৷ বলেই বালিশ নিয়ে গিয়ে সোফায় শুয়ে পরলো ৷
মেয়েটির ডাইরী:-
আজ প্রচন্ড বৃষ্টি হয়েছিল ৷ বৃষ্টি হলেই না ভিজলে আমার ভালোলাগে না ৷ তাই আজও ভিজছিলাম ৷ তখনি সে এসে বল্লো বৃষ্টিতে যেন না ভিজি ৷ কারন জ্বর হলে কে দেখবে ৷ এই জন্যই বিয়ে করতে চাইনি ৷
.
মেয়েটির ডাইরী:-
আজকে আমার প্রচন্ড জ্বর এসেছে ৷ একটু আগে সে (স্বামী) এসে ঝারি দিয়ে গেলো আমাকে ৷ তারপর নিজের হাতে খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে চলে গেলো ৷ রাতেও খুব জ্বর ছিলো ৷ শীতে খুব কাপছিলাম ৷ তখনি সে এসে আমার গায়ে চাদর দিয়ে গেলো ৷ ভালোই সেবা যত্ন করেছে আমার ৷
.
মেয়েটির ডাইরী:-
আজকে অনেকটা সুস্থ্য আমি ৷ সম্পূর্ন ক্রেডিট তার (স্বামী).... তাই ভাবলাম তার জন্য নিজের হাতে কিছু রান্না করি ৷ মায়ের কাছ থেকে তার পছন্দের কিছু খাবারের নাম জেনে সেগুলো রান্না করলাম ৷ রান্না কেমন হলো বুঝলাম না ৷ কারন খাওয়ার পর তার কোন রিএকশান দেখলাম না ৷
.
মেয়েটির ডাইরী:-
আজকে আমার জন্য সে (স্বামী) এক জোড়া পায়েল নিয়ে এসেছে গাধাটা ৷ পায়েল গুলো এনে আমার হাতে দিলো ৷ পায়ে পড়িয়ে দিলে কি হতো ৷
.
মেয়েটির ডাইরী:-
আমি আজ খুব খুশি ৷ কারন সে (স্বামী) আজ আমাকে প্রপোজ করেছে ৷ জীবনে অনেক ছেলেই প্রপোজ করেছে আমাকে ৷ সবাইকে ফিরিয়ে দিয়েছি ৷ ভাবছি এই প্রপোজটা গ্রহন করবো ৷
.
কয়েকদিন পর :-
এখন অার তারা দুইটি ডাইরীতে নিজের গল্প লিখে না ৷ এখন তারা একটি ডাইরীতে নিজেদের গল্প লিখে ৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now