বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"জঙ্গল রহস্য উদঘাটন"

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md. Nurnobi (০ পয়েন্ট)

X গল্পঃ জঙ্গল রহস্য উদঘাটন পর্বঃ ০১ লেখকঃ Md. Nurnobi [পাওয়া গেল আরেকটা লাশ। এমনই একটা খবর নিয়ে এল গ্রামের এক কিশোর। এইভাবে আর কদিন চলবে? সবাই চিন্তিত হয়ে পড়লো। কি করা যায়!] একটু আগেই তারা খেলছিল মাঠের মধ্যে। ক্রিকেট খেলা। হঠাৎ জোরে বল লাগায় বলটা গিয়ে পড়লো জঙ্গলে। এখন বলটা কে আনবে? সবাই মিলে জোরাজোরি করলো রানাকে। কারণ রানার কাছ দিয়েই নাকি বলটা গিয়েছিল। রানা যেতে চায়নি কেমন একটা অজানা ভয় তাকে আঁকড়ে ধরছিল তাকে। দিনের বেলা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই জানে রাতের বেলা জায়গাটা কত ভয়ংকর রুপ ধারণ করে। কিন্তু তাই বলে দিনের বেলা ভয় পাওয়ার কোনো মানে হয়! এসব কথা মনে মনে চিন্তা করতে করতে রানা গেল বলটা আনতে। বলটা খুজতে খুজতে রানা জঙ্গলের একটু ভেতরে চলে গেল। সে বাইরের কিছু দেখতে পাচ্ছে না। এদিকে সবাই মাঠের বাইরে বসে দাড়িয়ে রানার অপেক্ষায় ছিল। কিন্তু রানা আসছেনা এখনো। কি হলো? রানা আসছেনা কেন এখনো? সে কি বল খুজে পাচ্ছে না? সবার মুখে প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা এবার চিন্তিত হয়ে পড়লো। সবাই বলাবলি করছে কি হলো রানার। সে এখনো ফিরছে না কেন? প্রায় বারো থেকে তেরো জনের দল ছিল তারা। সুমন বলল, "চল ভেতরে গিয়ে দেখি কি হলো।" কিন্তু সবাই বলল ভেতরে যাওয়া কি ঠিক হবে? এই জঙ্গলটা ভালো না। আকাশ বলল, " তো এখন কি ওকে ছেড়ে চলে যাবো নাকি? ওকে খুজতে হবে না! সবাই চল ভেতরে।" সবাই মিলে জঙ্গলে ঢুকতে লাগলো................................................................................................... (চলবে ইনশাআল্লাহ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭২১ জন


এ জাতীয় গল্প

→ "জঙ্গল রহস্য উদঘাটন" [৬ষ্ঠ পর্ব ও রহস্য উন্মোচনের ১ম পর্ব]
→ "জঙ্গল রহস্য উদঘাটন" [৪র্থ ও ৫ম পর্ব]
→ "জঙ্গল রহস্য উদঘাটন" [৩য় পর্ব]
→ "জঙ্গল রহস্য উদঘাটন" ২য় পর্ব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now