বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবাই মিলে জঙ্গলে ঢুকতে লাগল। আর ঢোকার সময় তাদের হাতের ব্যাট দিয়ে জঙ্গলের আগাছা পরিষ্কার করে ঢুকছে। তাই তাদের ঢোকার পথে আলাদা করে রাস্তার মতো হয়ে যাচ্ছে। জঙ্গলে ঢুকেই সবাই রানা রানা করে ডাকতে লাগল। কিন্তু রানার কোনো সাড়া শব্দ নেই। সবাই জঙ্গলের আরো কিছুটা ভেতরে ঢুকল। তারপরো রানার কোনো খবর নেই। সকলে বেশ ভয় পেয়ে গেল, হঠাৎই একজনের চিৎকার শোনা যায়। রাজিব চিৎকার করছে। সকলে তার চিৎকার শুনে ওদিকে গিয়ে দেখলো রানা একটা জলাশয়ের পাশে উপুড় করে পড়ে আছে। সবাই দেখে আতংকিত হয়ে উঠল। তারা রানাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে এল। সোজা গ্রামের ডাক্তার বাবুর কাছে নিয়ে গেল। ডাক্তার বাবু রানাকে দেখে বলল রানা আর নেই। সকলে বসে পড়ল অনেকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আকাশ জিজ্ঞেস করে, "ও কিভাবে মারা গেল ডাক্তার বাবু?" ডাক্তার বাবু বললেন সেটা তো এক্ষুনি বলা সম্ভব না। আরো কিছু সময় পরে বলতে পারবো। কিছু পরিক্ষা করতে হবে তারপর বোঝা যাবে। রানার বন্ধুরা সবাই এসে ওই মাঠের পাশে বসে থাকলো। কারো মুখে কোনো কথা নেই। সৈকত বলে উঠল,
-- এই জঙ্গলে নিশ্চয় কিছু আছে!
সুমন বলল,
-- কি থাকবে বিভিন্ন জন্তু জানোয়ার ছাড়া।
-- জন্তু জানোয়ারে মারলে তো রক্ত বের হতো।
সাকিব বলল, এখানে নিশ্চয় কোনো অশরীরী আছে
সকলে বলল হুম ঠিকই বলছিস। নিশ্চয় কোনো অশরীরী আছে এখানে।
আকাশ বলল, অশরীরী বলে কিছু হয়না। নিশ্চয় অন্য কোনো কারণে রানার মৃত্যু হয়েছে।
সৈকত বলল, "অশরীরী ছাড়া আর কে মারতে পারে? ওখানে তো আমরা কাউকেই দেখিনি।"
সন্ধ্যা হয়ে এলে সকলে চলে যায়। শুধু আকাশ, সুমন, আর রাজিব বসে আছে। তাদের ভাবনায় কোনো অশরীরী নেই। তারা ভাবছে রানা কি করে মরতে পারে? সত্যিই কি কোনো অশরীরী মেরছে ওকে? না এটা মানা যায় না। অশরীরী বলে তো কিছু হয় না। তো তারা কিভাবে মারবে তাকে। আকাশ বলল, "আমাদের জানতে হবে রানার মৃত্যু কিভাবে হয়েছে?"
সুমন বলল, "হুম দেখি কি করা যায়। এখন সন্ধ্যে হয়ে গেছে, বাড়ি চলে যাওয়াটা ভালো হবে। এখানটা নিরাপদ না হাজার হোক একটা সমস্যা তো হয়েছে এখানে। রাজিব বলল, "ঠিক বলেছিস। চল এখন যাই পরে দেখবো কি করা যায়!" আকাশরা সেদিনকার মতো যে যার বাড়ি চলে গেল।
(চলবে ইনশাআল্লাহ)
আমি এখানে নতুন। গল্প লিখছি ঠিকই কিন্তু তেমন কিছু জানি না। ভুল ত্রুটি হলে প্লিজ মাফ করবেন আর ধরিয়ে দিবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now