বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সম্মোহিত জিজে (সকল জিজেবাসিকে পড়ার অনুরোধ করছি)

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X আমরা মানুষ অযাচিত স্মৃতি তৈরি করে বড্ড ভালবাসি।স্মৃতি নিয়েই আমাদের বেচে থাকা।স্মৃতি ছাড়া আমরা মানুষরা খুবই অসহায়।তাইতো অসহায়ত্ব দূর করতে স্মৃতির বীজ বপন করি।জিজেতেও আমরা তার ব্যতিক্রম কিছু করছিনা।সেজন্যই হয়তো আড্ডা,আড্ডা এবং আড্ডা নিয়েই আমরা মাতোয়ারা। আড্ডা নিয়েই মেতে আছি।।অথচ জিজের যে একটা স্বপ্ন আছে,উদ্দেশ্য আছে তা কি আমরা ভাবছি? আমরা কি বেখেয়ালি নই?? . যাহোক সিদ্ধান্ত নিয়েছিলাম জিজেতে লিখবোনা আর। পাঠক হয়ে থাকবো।আপাদমস্তক একজন পাঠক হয়েই থাকবো। তবে তা আর পারলাম কই।লিখতে বসলাম।একরকম বাধ্য হলাম।যে বিষয়ে লিখতে যাচ্ছি সে বিষয়ে @শাকিম ভাই খুবই চমৎকার ভাবে লিখে গেছেন।আমরা লেখা মোটেও তার লেখার সাথে তুলনাযোগ্য হবেনা।তরা লেখার সার্থকতা অর্জনের চেষ্টায় আমার এই ছোট্ট প্রয়াস। . আমি জিজেতে খুব বেশিদিন আগে সদস্য হয়নি। আগামি মাসে দুই বছর পূর্ণ হবে হয়তো।জিজেতে যখন নতুন এসেছিলাম তখন এখানে একটা রমরমা ব্যাপার ছিল।যেন উৎসব হচ্ছে,মেলা বসেছে।আহ্ কি ভালোই না লাগতো।তখন অবাক করা ব্যাপার ছিল সদস্য খুব বেশি না হলেও অনেকে গল্পে মন্তব্য করতো।সে নতুন হোক কিংবা প্রবীণ।তারা তাদের নিজ নিজ জ্ঞানে খুবই চমৎকারভাবে যেকোনো গল্পে গল্পের প্রতি তাদের ভালোলাগা মন্দলাগা টা ফুটিয়ে তুলতো।এমনভাবে বলতো লেখক হাসিমুখে মেনে নিতে বাধ্য। কিন্তু বর্তমানে সে চিত্র বিলুপ্তপ্রায়। অন্তত আমার চোখে তো পড়েই না। কারণটা আমি খুজে পাইনি। . . গল্পে মন্তব্য নিয়ে কিছু কথা মনে দানা বেধেছিল।এবার দানাগুলো চূর্ণ করার চেষ্টা করি।.... জিজেতে গত কয়েকটা মাস খুব দারোয়ানি করেছি।নজর রেখেছি বেশ কয়েকটি বিষয়ের উপর। প্রকাশিত প্রত্যেকটি গল্প পড়ার চেষ্টা করেছি।চোখ বুলিয়েছি মন্তব্যগুলোতেও। আমার চোখে যেটা বারম্বার আঘাত হেনেছে তা হলো মন্তব্য বিষয়টা।অধিকাংশ গল্পেই প্রায় একই মন্তব্য "ভালো" "ভালো হয়েছে" "নাইস" "দারুণ" "ভালো লিখেছেন" "সুন্দর হয়েছে" এসব। মন্তব্যগুলো দেখে আমার মাথায় কয়েকটি প্রশ্ন জাগলো, *পাঠকরা কি সব একইরকম ভাবে? * সব গল্পের অনুভূতি কি একই? *লেখক কি লেখায় পাঠককে বুঝাতে অক্ষম? *এমন মন্তব্য করে কি লেখককে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে? যদি তাই হয় তাহলে এমন মন্তব্যের দ্বারা লেখক কি তার ত্রুটি চ্যুতিগুলো ধরতে পারছে? এরকম আরো কয়েকটি প্রশ্ন। আমি এখনো উত্তর পাইনি। কারোর জানা থাকলে জানানোর অনুরোধ করছি।... . আমার প্রিয় স্যার শহিদুল স্যারের কাছে একটা ছোট্ট গল্প শুনেছিলাম,গল্পটা এমন; একটা ছোট বাচ্চা ধুলো নিয়ে মাটির রাস্তায় খেলা করছে। এমন সময় জমকালো পোষাক পড়া একটা ভদ্রলোক ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটি বাচ্চাটার পাশ বরাবর আসতেই বাচ্চাটা এক মুঠো ধুলো লোকটির গায়ে ছুড়ে দিলো।জমকালো পোষাকটা ধুলোয় ছেয়ে গেল। তবুও লোকটা বাচ্চটিকে কিছুই বললোনা।ঘটলো অন্য ঘটনা। পকেট থেকে পাঁচটা টাকা বের করে বাচ্চাটির হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। বাচ্চাটি ভাবলো গায়ে ধুলো দিলে হয়তো পাঁচ টাকা পাওয়া যায়। এই ধারণা নিয়েই ধুলো নিয়ে রাস্তায় প্রস্তুত হয়ে থাকলো। পরবর্তীতে আরেকটি লোক বাচ্চটির কাছে আসতেই বাচ্চাটি লোকটার গায়ে ধুলো ছুড়লো। তারপরই হাসতে হাসতে হাত বাড়ালো। কিন্তু এবার ঘটলো হিতে বিপরীত। লোকটা কষে একটা থাপ্পড় দিলো।..এখন আমার প্রশ্ন বাচ্চাটার এই থাপ্পড়ের জন্য দায়ী কে?? আগের ঐ লোকটা নয়কি?? জিজেতেও প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা।শুধু কাহিনী আর গল্পের দ্বিতীয় দৃশ্যটা ভিন্ন। অনেক গল্পে নানারকম ভুলত্রুটি থাকা সত্তেও পাঠকরা ভুলগুলো না ধরিয়ে দিয়ে ভালো হয়েছে,সুন্দর হয়েছে বলতে ব্যস্ত।গল্পটির ভালো মন্দ,গল্পটিতে কোনো ঘাটতি আছে কিনা,আরো কিছু সংযোজন,বিযোজন,পরিবর্তন,পরিবর্ধন প্রয়োজন আছে কিনা তা বলছেননা মোটেও। যে কারণে লেখক তার গল্পের ভুলগুলো অনুধাবন করতে পারছেনা।যার দরুন তারা বারম্বার ভুল করতেই থাকছে। তাহলে কি সামান্য ঐ অনুপ্রেরণার মাধ্যমে তারা পতিত হচ্ছেনা? ধ্বংস হচ্ছেনা?.. আচ্ছা মাত্র লিখতে বসা লেখকগুলো কি চাইনা সচ্ছ লেখক হতে? আদর্শ লেখক হতে? সত্যিকারের লেখক হতে?.. আমরা কেন একটুও ভাবছিনা একজন লেখককে কি করে সত্যিকারের লেখক বানানো যায়! কেন আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিনা? গঠনমূলক মন্তব্য করছিনা?? গঠনমূলক মন্তব্য করে ত্রুটি দেখিয়ে উৎসাহ,অনুপ্রেরণা দিচ্ছিনা??আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি। . . আসি অন্য প্রসঙ্গে, "নতুন লেখক নতুন লেখা,পুরাতন লেখক নতুন লেখা" বিষয়টি নিয়ে নিজের সাথেই নিজের একটা দ্বন্দ্ব লেগেছিল।এখনো ঘুচাতে পারিনি। বর্তমানে আমার চোখে আরেকটি পরিলক্ষিত বিষয় হলো নতুন লেখকদের গল্প ও পুরাতন লেখকদের গল্পে মন্তব্যের ব্যবধান। নব্য লেখকদের গল্পে খুব জোর ৫/৭টা মন্তব্য ভেসে বেড়ায়। অথচ বিপরীতে ২০০/৩০০ বা ৪০০ এর অধিক মন্তব্যে ছেয়ে যায় গল্প। ছেয়ে যায় পয়েন্ট টেবিল।..এখনকার পাঠকদের চোখে চেনামুখ গুলোর গল্প ছাড়া অন্যের গল্প চোখেই পড়েনা মনে হয়।নতুন লেখকদের গল্প উপেক্ষা করে আনন্দে গদগদ হয়ে ঝাপিয়ে পরে চেনাপাত্রের গল্পে। সেখানে চলে তুমুল আড্ডা।নিয়মকরে নাস্তা পানির ব্যবস্থাও করা হয়।কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক'শ মন্তব্য হয়ে যায়। আর ওদিকে মন্তব্য শুন্যতায় ভোগে বেচারা নতুন লেখকের গল্প।সেইসাথে নতুন লেখকটা একমুঠো দুঃখ নিয়ে নতুন গল্প লিখবে নাকি লিখবেনা ভাবতে ভাবতেই কলম হারিয়ে ফেলে। নতুন লেখকটার ঝরেপড়ার পেছনা দায় টা কার বা কাদের? উপেক্ষা করা পাঠক নয়তো?? নতুন লেখদের গল্প পড়লে বুঝতে পারবেন তারা গল্পে ভিন্নতা আনার চেষ্টা চালাচ্ছে পাঠকদের নজরে আসবে বলে কিন্তু তা আর হচ্ছে কই? উত্তর জানাবেন। . . প্রসঙ্গ পাল্টাচ্ছি, এবার আসি অতিরিক্ত মন্তব্য বা আড্ড বিষয়ে। আপনারা কি একটুও খেয়াল করেছেন জিজেতে নতুন সদস্যের মন্তব্য কোনো গল্পে পড়ছে কিনা? আমি তো পেলামনা।অথচ এখন জিজেতে সদস্য সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। এত সদস্য থাকা সত্তেও সদস্যদের মন্তব্য না করার কারণটা কি? একটা বছর আগেও তো এমনটা হতোনা। ব্যাপার কি?.. প্রবীণ/ওল্ড জিজেদের কাছে প্রশ্নগুলোর উত্তর খুজতে বের হয়েছিলাম।সর্বাধিক পাওয়া উত্তর হলো বিরক্তিকর নোটিফিকেশন।একটা কমেন্ট করে অসহ্য শত শত নোটিফিকেশনের যন্ত্রণা। আমার প্রশ্ন হলো এতো নোটিফিকেশন কেন আসছে?কই নতুন কেউ তো জিজেতে মন্তব্য করেনা,করে হাতে গুনা কয়েকজন মাত্র।তাহলে?তাহলে কি করে এত নোটিফিকেশন? উঠে আসা কারনটি হলো গল্পে আড্ডা। এই অস্বস্তিকর নোটিফিকেশনের কারণেই মন্তব্য করার সৎ ইচ্ছা হারিয়ে ফেলেছে অনেকে।কিন্ত আপনারা কি তা মোটেও ভাবছেন? . এখন আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন গল্পে আড্ডা না দিলে দিবো কোথায়? চ্যাটরুম তো বন্ধ। ..আমি যতদুর জানি বেশ আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিদিন গেষ্ট ইউজার হয়ে কেউ একটা গল্প দিবে এবং সেখানে নিয়মকরে আড্ডা হবে। পাশাপাশি এডমিনকে সবাই মিলে অনুরোধ করে চ্যাটরুম চালু করার ব্যবস্থা করা। তাহলে দুই ক্ষেত্রেই আড্ডা দেওয়া সম্ভব। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ক্ষুদ্র মস্তিষ্ক মতে এদিক দিয়ে পয়েন্ট টেবিলটাও স্বচ্ছ হবে। . রেটিং বিষয়টা স্কিপ পরলাম।এ নিয়ে অনেক মতবিরোধ আছে বলে বিষয়টা তুললাম না।রেটিং জিনিসটা আমারো পছন্দের।আমার মতে এতে গুণ,মান বিচার করা সমৃভব। কেউ যদি এবিষয়ে জানতে চান তো @শাকিম ভাইয়ের পোষ্টটা দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। @শাকিম ভাইকে অনুরোধ জানাচ্ছি পোষ্টটা চোখে পড়লে একটা মন্তব্য করিয়েন। সর্বোপরি, Many men many minds. ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারা হবেই।হতে বাধ্য। আমারও ভিন্ন। . অনেক কিছুই হয়তো বলে ফেললাম।তবে আরো কিছু লেখার ইচ্ছা আছে কেননা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি,করতে পারিনি।যাহোক কথাগুলো কাউকে আঘাতও করতে পারে।কাউকে কষ্টও দিতে পারে।ক্ষমা করা গেলে ক্ষমা করবেন। ভালো থাকবেন,ভালো রাখবেন। লেখক পাঠক সম্পর্ক সুদৃঢ় হোক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৬৫৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    আমিও কতগুলো অহেতুক গল্প দিয়েছি! কয়েকটি ডিলিট দিয়েছিলাম।

  • ইস্কান্দার আলী খান
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    আমি নিজেও গল্পে ভালো লাগলো, ভালো হয়েছে, সুন্দর এরকম কমেন্ট করি ।আড্ডায় মেতে ওঠি, আমি চেষ্টা করি গল্পে ভালো কোন বিষয়ে কথা বলতে ।[ অনেকেই গল্পে অহেতুক বিষয়ে কথা বলে ]অনেকে আবার গল্প লিখে অহেতুক বিষয়ে ।কেউ কেউ গল্পের ঝুড়িতে আসার পর এক জন আরেক জনের সাথে গড়ে তুলেছেন ভালোবাসার সম্পর্ক ।কিন্তু ভালোবাসার কথা গুলো তারা গল্প বানিয়ে আবার গল্পের ঝুড়িতে প্রকাশ করছে ।এসব তো গল্পের ঝুড়ির জন্য গ্রহণযোগ্য না ।তবুও তারা এসব করে যাচ্ছে ।

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    সাইমন ভাই! একসাথে অনেকগুলো গল্প পাবলিশ হলে পড়তে প্রবলেম হয়। কারণ আড্ডা প্রিয়রা আড্ডায় মেতে উঠি। আপনি নিজে যদি কাউকে (২-৪জন) গল্প লেখার দ্বায়িত্ব দেন, তবেই জিজে পাবে সৌন্দর্যতা। সাইমন ভাই আমি পুরাতন জিজে (রিয়াদুল ইসলাম রূপচাঁন)

  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    বেশিই বলে ফেললাম মনে হয় gj

  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    কি বলবো ভাইয়া বুঝতে পারছি না।gj কারণ প্রচুর গল্প আছে যেখানে আমি "ভালো হয়েছে" ভালো লাগলো" এ ধরনের কমেন্ট করেছি।gj আর রেটিং ঐটার কথা নাই বললামgj তবে মানতেই হবে আপনার এই কথাটি একদম সত্যি। নোটিফিকেশন এর জন্য অনেকেই এখন কমেন্ট করে নাgj আর এখানে অনেক অনেক নতুন লেখক লেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে কোনো মন্তব্য থাকে না।আর আড্ডার ব্যাপারে ঐ সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।গেষ্ট গল্পে আড্ডা দেওয়াই ভালো হবে।জিজের নতুন লেখকদের যদি আমরা অনুপ্রেরণা দিতে পারি তাহলে একদিন জিজে প্রচুর গল্পের সমাহার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। তারজন্য অবশ্য সাইমন ভাইয়ারও একটা দায়িত্ব আছে। সাইমন ভাইয়া তুমি যদি অন্তত সপ্তাহে একবার করে এখানে আসো। এবং সমস্যা গুলোর জন্য একটু সময় দাও তাহলে সমস্যা গুলো আর থাকবে নাgjgj যাইহোক এখন থেকে আমি আর ঐ কমেন্টগুলো করব না।একটু অন্য ধাঁচের কমেন্ট করবো gj গল্পটি আমার খুব ভালো লেগেছে……gj

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    জিজের অলরেডি নিয়ম রয়েছে ... যেটা অনেকেই মানেনা ... তাদের ব্যাপারে আমরা একশন নেই ...

  • samia
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    সত্যি ভালো লাগলো সু.......স্বাগত

  • ইশিকা ইশু
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    থুক্কু, জয় জিজে। gj

  • ইশিকা ইশু
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    জয় বাংলা। gj

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    জিজেকে রক্ষা করতে একটা নিয়ম অন্তত করা জরুরি।

  • মেহেরাজ হাসনাইন
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    সত্যি বলতে বিষয়গুলো খুবই ভালো লাগলো । আমি নিজে অনেক গল্পে [ ভালো , সুন্দর হয়েছে ] এমন মন্তব্য করছি । সেই সাথে গল্প উল্লেখ্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মন্তব্য করেছি। সব সময়ই যে ই ওই টাইপের মন্তব্য দিতাম এমন কিন্তু না । আবার আড্ডা ও দিতাম । এখন যদিও গল্প পড়া কম হয় । তবে ইন শাহ আল্লাহ , জিজে এর সৌন্দর্য রক্ষার্থে যথার্থ মন থেকে চেষ্টা থাকেবে। সজীব ভাইয়া , অত্যন্ত ধন্যবাদ আপনাকে gj

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    বাটন ফোন

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    কৃতজ্ঞ এডমিন ভাইয়া।আজীবন যেন আপনাদের সাথে থাকতে পারি,দেয়া চাচ্ছি। (বাটন ফোন দিয়ে মন্তব্য করে মনের ভাব প্রকাশ করতে পারলাম না। gj )

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    এরকম বিষয়ে আমার একটা মতামত রয়েছে... মতটা হল সাইমন ভাই নিজে প্রতি সপ্তাহে আসুজ জিজেতে। একেক দিন একেক জনকে গল্প লেখার দ্বায়িত্ব দিতে। এর জন্য সাইমন ভাইকে লেখকদের একটা লিস্ট দিতে হবে। তখন আর কেউ বিনা অনুমতিতে গল্প দিবে না। তখন সবাই একটা গল্পে মূল্যবান কমেন্ট করবে। সাইমন ভাই নিজে যদি এরকম ঘোষণা করে তবেই সম্ভব। আরেকটা বিষয় জিজের প্রায় সবাই আনন্দ খুঁজে পায় আড্ডায়। তাই আড্ডার জন্য গেস্ট পোস্ট অথবা চ্যাটরুম চালু করা অত্যাবশ্যকীয়।

  • SHAHI
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়া এগুলো মেনে চলার, ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। ভবিষ্যতে এরকম হবে না ।

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    সু------------ স্বাগতম ভাই

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    কাপাকাপির কিছু নেই ... তোমার প্রতিও অবিরাম ভালবাসা ... জিজের প্রতি যাদের ভালবাসা আছে তারা জিজের খেয়াল রাখে ... তাদের আমরাও খেয়াল রাখি ... gj

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ @mofizul ভাই। সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ।

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    gj

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    কি সৌভাগ্য আমার,সাইমন ভাইয়া আপনি মন্তব্য করেছেন!! প্রথমে নোটিফিকেশন দেখে তো কাঁপতে শুরু করেছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না। ভালবাসা অবিরাম ভাইয়া।

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    কি সৌভাগ্য আমার,সাইমন ভাইয়া আপনি মন্তব্য করেছেন!! প্রথমে নোটিফিকেশন দেখে তো কাঁপতে শুরু করেছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না। ভালবাসা অবিরাম ভাইয়া।

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    হুম ভাই ঠিক কথা বলেছেন পরবর্তী তে আপনার কথা মেনে চলব।।। এবং জিজেকে সুন্দর করে গড়ে তুলব

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    খুব সুন্দর লিখেছ সজিব ... gj এটা অনেকটাই সঠিক ...