বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সম্মোহিত জিজে (সকল জিজেবাসিকে পড়ার অনুরোধ করছি)

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X আমরা মানুষ অযাচিত স্মৃতি তৈরি করে বড্ড ভালবাসি।স্মৃতি নিয়েই আমাদের বেচে থাকা।স্মৃতি ছাড়া আমরা মানুষরা খুবই অসহায়।তাইতো অসহায়ত্ব দূর করতে স্মৃতির বীজ বপন করি।জিজেতেও আমরা তার ব্যতিক্রম কিছু করছিনা।সেজন্যই হয়তো আড্ডা,আড্ডা এবং আড্ডা নিয়েই আমরা মাতোয়ারা। আড্ডা নিয়েই মেতে আছি।।অথচ জিজের যে একটা স্বপ্ন আছে,উদ্দেশ্য আছে তা কি আমরা ভাবছি? আমরা কি বেখেয়ালি নই?? . যাহোক সিদ্ধান্ত নিয়েছিলাম জিজেতে লিখবোনা আর। পাঠক হয়ে থাকবো।আপাদমস্তক একজন পাঠক হয়েই থাকবো। তবে তা আর পারলাম কই।লিখতে বসলাম।একরকম বাধ্য হলাম।যে বিষয়ে লিখতে যাচ্ছি সে বিষয়ে @শাকিম ভাই খুবই চমৎকার ভাবে লিখে গেছেন।আমরা লেখা মোটেও তার লেখার সাথে তুলনাযোগ্য হবেনা।তরা লেখার সার্থকতা অর্জনের চেষ্টায় আমার এই ছোট্ট প্রয়াস। . আমি জিজেতে খুব বেশিদিন আগে সদস্য হয়নি। আগামি মাসে দুই বছর পূর্ণ হবে হয়তো।জিজেতে যখন নতুন এসেছিলাম তখন এখানে একটা রমরমা ব্যাপার ছিল।যেন উৎসব হচ্ছে,মেলা বসেছে।আহ্ কি ভালোই না লাগতো।তখন অবাক করা ব্যাপার ছিল সদস্য খুব বেশি না হলেও অনেকে গল্পে মন্তব্য করতো।সে নতুন হোক কিংবা প্রবীণ।তারা তাদের নিজ নিজ জ্ঞানে খুবই চমৎকারভাবে যেকোনো গল্পে গল্পের প্রতি তাদের ভালোলাগা মন্দলাগা টা ফুটিয়ে তুলতো।এমনভাবে বলতো লেখক হাসিমুখে মেনে নিতে বাধ্য। কিন্তু বর্তমানে সে চিত্র বিলুপ্তপ্রায়। অন্তত আমার চোখে তো পড়েই না। কারণটা আমি খুজে পাইনি। . . গল্পে মন্তব্য নিয়ে কিছু কথা মনে দানা বেধেছিল।এবার দানাগুলো চূর্ণ করার চেষ্টা করি।.... জিজেতে গত কয়েকটা মাস খুব দারোয়ানি করেছি।নজর রেখেছি বেশ কয়েকটি বিষয়ের উপর। প্রকাশিত প্রত্যেকটি গল্প পড়ার চেষ্টা করেছি।চোখ বুলিয়েছি মন্তব্যগুলোতেও। আমার চোখে যেটা বারম্বার আঘাত হেনেছে তা হলো মন্তব্য বিষয়টা।অধিকাংশ গল্পেই প্রায় একই মন্তব্য "ভালো" "ভালো হয়েছে" "নাইস" "দারুণ" "ভালো লিখেছেন" "সুন্দর হয়েছে" এসব। মন্তব্যগুলো দেখে আমার মাথায় কয়েকটি প্রশ্ন জাগলো, *পাঠকরা কি সব একইরকম ভাবে? * সব গল্পের অনুভূতি কি একই? *লেখক কি লেখায় পাঠককে বুঝাতে অক্ষম? *এমন মন্তব্য করে কি লেখককে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে? যদি তাই হয় তাহলে এমন মন্তব্যের দ্বারা লেখক কি তার ত্রুটি চ্যুতিগুলো ধরতে পারছে? এরকম আরো কয়েকটি প্রশ্ন। আমি এখনো উত্তর পাইনি। কারোর জানা থাকলে জানানোর অনুরোধ করছি।... . আমার প্রিয় স্যার শহিদুল স্যারের কাছে একটা ছোট্ট গল্প শুনেছিলাম,গল্পটা এমন; একটা ছোট বাচ্চা ধুলো নিয়ে মাটির রাস্তায় খেলা করছে। এমন সময় জমকালো পোষাক পড়া একটা ভদ্রলোক ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটি বাচ্চাটার পাশ বরাবর আসতেই বাচ্চাটা এক মুঠো ধুলো লোকটির গায়ে ছুড়ে দিলো।জমকালো পোষাকটা ধুলোয় ছেয়ে গেল। তবুও লোকটা বাচ্চটিকে কিছুই বললোনা।ঘটলো অন্য ঘটনা। পকেট থেকে পাঁচটা টাকা বের করে বাচ্চাটির হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। বাচ্চাটি ভাবলো গায়ে ধুলো দিলে হয়তো পাঁচ টাকা পাওয়া যায়। এই ধারণা নিয়েই ধুলো নিয়ে রাস্তায় প্রস্তুত হয়ে থাকলো। পরবর্তীতে আরেকটি লোক বাচ্চটির কাছে আসতেই বাচ্চাটি লোকটার গায়ে ধুলো ছুড়লো। তারপরই হাসতে হাসতে হাত বাড়ালো। কিন্তু এবার ঘটলো হিতে বিপরীত। লোকটা কষে একটা থাপ্পড় দিলো।..এখন আমার প্রশ্ন বাচ্চাটার এই থাপ্পড়ের জন্য দায়ী কে?? আগের ঐ লোকটা নয়কি?? জিজেতেও প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা।শুধু কাহিনী আর গল্পের দ্বিতীয় দৃশ্যটা ভিন্ন। অনেক গল্পে নানারকম ভুলত্রুটি থাকা সত্তেও পাঠকরা ভুলগুলো না ধরিয়ে দিয়ে ভালো হয়েছে,সুন্দর হয়েছে বলতে ব্যস্ত।গল্পটির ভালো মন্দ,গল্পটিতে কোনো ঘাটতি আছে কিনা,আরো কিছু সংযোজন,বিযোজন,পরিবর্তন,পরিবর্ধন প্রয়োজন আছে কিনা তা বলছেননা মোটেও। যে কারণে লেখক তার গল্পের ভুলগুলো অনুধাবন করতে পারছেনা।যার দরুন তারা বারম্বার ভুল করতেই থাকছে। তাহলে কি সামান্য ঐ অনুপ্রেরণার মাধ্যমে তারা পতিত হচ্ছেনা? ধ্বংস হচ্ছেনা?.. আচ্ছা মাত্র লিখতে বসা লেখকগুলো কি চাইনা সচ্ছ লেখক হতে? আদর্শ লেখক হতে? সত্যিকারের লেখক হতে?.. আমরা কেন একটুও ভাবছিনা একজন লেখককে কি করে সত্যিকারের লেখক বানানো যায়! কেন আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিনা? গঠনমূলক মন্তব্য করছিনা?? গঠনমূলক মন্তব্য করে ত্রুটি দেখিয়ে উৎসাহ,অনুপ্রেরণা দিচ্ছিনা??আপনাদের কাছ থেকে উত্তর আশা করছি। . . আসি অন্য প্রসঙ্গে, "নতুন লেখক নতুন লেখা,পুরাতন লেখক নতুন লেখা" বিষয়টি নিয়ে নিজের সাথেই নিজের একটা দ্বন্দ্ব লেগেছিল।এখনো ঘুচাতে পারিনি। বর্তমানে আমার চোখে আরেকটি পরিলক্ষিত বিষয় হলো নতুন লেখকদের গল্প ও পুরাতন লেখকদের গল্পে মন্তব্যের ব্যবধান। নব্য লেখকদের গল্পে খুব জোর ৫/৭টা মন্তব্য ভেসে বেড়ায়। অথচ বিপরীতে ২০০/৩০০ বা ৪০০ এর অধিক মন্তব্যে ছেয়ে যায় গল্প। ছেয়ে যায় পয়েন্ট টেবিল।..এখনকার পাঠকদের চোখে চেনামুখ গুলোর গল্প ছাড়া অন্যের গল্প চোখেই পড়েনা মনে হয়।নতুন লেখকদের গল্প উপেক্ষা করে আনন্দে গদগদ হয়ে ঝাপিয়ে পরে চেনাপাত্রের গল্পে। সেখানে চলে তুমুল আড্ডা।নিয়মকরে নাস্তা পানির ব্যবস্থাও করা হয়।কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক'শ মন্তব্য হয়ে যায়। আর ওদিকে মন্তব্য শুন্যতায় ভোগে বেচারা নতুন লেখকের গল্প।সেইসাথে নতুন লেখকটা একমুঠো দুঃখ নিয়ে নতুন গল্প লিখবে নাকি লিখবেনা ভাবতে ভাবতেই কলম হারিয়ে ফেলে। নতুন লেখকটার ঝরেপড়ার পেছনা দায় টা কার বা কাদের? উপেক্ষা করা পাঠক নয়তো?? নতুন লেখদের গল্প পড়লে বুঝতে পারবেন তারা গল্পে ভিন্নতা আনার চেষ্টা চালাচ্ছে পাঠকদের নজরে আসবে বলে কিন্তু তা আর হচ্ছে কই? উত্তর জানাবেন। . . প্রসঙ্গ পাল্টাচ্ছি, এবার আসি অতিরিক্ত মন্তব্য বা আড্ড বিষয়ে। আপনারা কি একটুও খেয়াল করেছেন জিজেতে নতুন সদস্যের মন্তব্য কোনো গল্পে পড়ছে কিনা? আমি তো পেলামনা।অথচ এখন জিজেতে সদস্য সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে। এত সদস্য থাকা সত্তেও সদস্যদের মন্তব্য না করার কারণটা কি? একটা বছর আগেও তো এমনটা হতোনা। ব্যাপার কি?.. প্রবীণ/ওল্ড জিজেদের কাছে প্রশ্নগুলোর উত্তর খুজতে বের হয়েছিলাম।সর্বাধিক পাওয়া উত্তর হলো বিরক্তিকর নোটিফিকেশন।একটা কমেন্ট করে অসহ্য শত শত নোটিফিকেশনের যন্ত্রণা। আমার প্রশ্ন হলো এতো নোটিফিকেশন কেন আসছে?কই নতুন কেউ তো জিজেতে মন্তব্য করেনা,করে হাতে গুনা কয়েকজন মাত্র।তাহলে?তাহলে কি করে এত নোটিফিকেশন? উঠে আসা কারনটি হলো গল্পে আড্ডা। এই অস্বস্তিকর নোটিফিকেশনের কারণেই মন্তব্য করার সৎ ইচ্ছা হারিয়ে ফেলেছে অনেকে।কিন্ত আপনারা কি তা মোটেও ভাবছেন? . এখন আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন গল্পে আড্ডা না দিলে দিবো কোথায়? চ্যাটরুম তো বন্ধ। ..আমি যতদুর জানি বেশ আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিদিন গেষ্ট ইউজার হয়ে কেউ একটা গল্প দিবে এবং সেখানে নিয়মকরে আড্ডা হবে। পাশাপাশি এডমিনকে সবাই মিলে অনুরোধ করে চ্যাটরুম চালু করার ব্যবস্থা করা। তাহলে দুই ক্ষেত্রেই আড্ডা দেওয়া সম্ভব। সবকিছু ঠিকঠাক থাকলে আমার ক্ষুদ্র মস্তিষ্ক মতে এদিক দিয়ে পয়েন্ট টেবিলটাও স্বচ্ছ হবে। . রেটিং বিষয়টা স্কিপ পরলাম।এ নিয়ে অনেক মতবিরোধ আছে বলে বিষয়টা তুললাম না।রেটিং জিনিসটা আমারো পছন্দের।আমার মতে এতে গুণ,মান বিচার করা সমৃভব। কেউ যদি এবিষয়ে জানতে চান তো @শাকিম ভাইয়ের পোষ্টটা দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। @শাকিম ভাইকে অনুরোধ জানাচ্ছি পোষ্টটা চোখে পড়লে একটা মন্তব্য করিয়েন। সর্বোপরি, Many men many minds. ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চিন্তাধারা হবেই।হতে বাধ্য। আমারও ভিন্ন। . অনেক কিছুই হয়তো বলে ফেললাম।তবে আরো কিছু লেখার ইচ্ছা আছে কেননা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি,করতে পারিনি।যাহোক কথাগুলো কাউকে আঘাতও করতে পারে।কাউকে কষ্টও দিতে পারে।ক্ষমা করা গেলে ক্ষমা করবেন। ভালো থাকবেন,ভালো রাখবেন। লেখক পাঠক সম্পর্ক সুদৃঢ় হোক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৬৫৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • মেহেরাজ হাসনাইন
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    লিং শিয়ার এর মাধ্যমে কি জিজে এর অবমূল্যান হচ্ছে না তো..?? সাধারণত এক সাইটে অন্য সাইটের লিং দেওয়াটা স্পাম হিসেবে ধরা হয় , আগে কপি গল্প দিলে উৎস এর নাম করা হতো । কিন্তু এখন লিং শিয়ার বিষয়টি আসলো । আমিও হটাৎ এই উদ্বেগ এর তাৎপর্য বুঝলাম না । সবাই তো আর লেখক না যে নিজের গল্পই দিবে । gj জিজে কে বলা হত শিক্ষণীয় সাইট , অনেক ভালো ভালো লেখক ই শিক্ষণীয় বিষয় নিয়ে গল্প দিয়েছেন যা তাদের লেখা নয় , অবশ্যই তা প্রসংশনিয়। কিন্তু এই উদ্বেগ সাইটের এই শিক্ষণীয় দিকটি পুরপুরি স্তব্ধ করবে বলে আমি মনে করি.. gj (নিজস্ব মতামত দিলাম শুধু , ভুল বললে অবশ্যই ক্ষমাপ্রার্থী )

  • তাবাসসুম ধ্রুবা
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    আমার মতামত একটা। চ্যাটরুম চালু হোক এবং বাকি সব আগের মত থাকুক gj

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জ্বি আপু.. সবারই মতামত ভিন্ন থাকাই স্বাভাবিক । আর যার যার মতামত তার তার কাছে সঠিক বলে মনে হওয়াও স্বাভাবিক । আপনিও আপনার মতামত প্রকাশ করতে পারেন ।

  • Rehnuma Ahmed
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    সবার কাছেই যার যার নিজস্ব মতামত সঠিক বলে মনে হয়। যাই হোক ধন্যবাদ । জিজের জন্য শুভকামনা।

  • তাবাসসুম ধ্রুবা
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    কত বড় বড় কমেন্ট!!

  • ইস্কান্দার আলী খান
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    এখানে আমার একটা কথা আছে?

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    হুম। আর শেয়ার করার কি আছে? যারা গল্প পড়ে তারা বিখ্যাত লেখকদের গল্প তো অনলাইনে অহরহ পাওয়া যায় সার্চ দিয়ে । তাছাড়া বইতো তো আছেই। আপনি বললেন ভালো গল্প শেয়ার করার কথা। হ্যা আপু আপনি যদি এটা করেন দেখবেন তখন আরও অনেকেই এটা করবে । ফলে জিজেতে আলাদা বৈশিষ্ট্য থাকবেনা। কিন্তু আপনি শেয়ার করার জন্য আরেকটা কাজ করতে পারেন, আপনি লিংক দিতে পারেন। যারা পড়তে আগ্রহী তারা অবশ্যই লিংকে গিয়ে পড়বে। এখানে শেয়ার করতে হবেনা । আর আপনি যদি নিজের লেখা না দেন তাতেও কোনো সমস্যা নেই আমরা সবাই সদস্য সো আমরা যারা লিখবোনা তারা নাহয় পাঠক হবো । আর যারা লিখবে তারা লেখক। এরকম হলে জিজের আলাদা একটা বৈশিষ্ট্য ফুটে উঠবে। ভালো লেখক খুঁজে পাওয়া যাবে । @রেহনুমা আহমেদ আপু ---ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই

  • Rehnuma Ahmed
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ সাজীব। জিজের সমসাময়িক কিছু সমস্যা তুলে ধরেছো.. সমাধানে মতামত ও দিয়েছো। ভালো লাগলো।

  • Rehnuma Ahmed
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    শুধু নিজের লেখা ই যদি দিই... তবে জিজেতে এত বিখ্যাত লেখকের নাম যুক্ত করা আছে। কেউ তো তবে আর তাদের গল্প দিবে না!.. আর আমরা সবাই তো সবসময় গল্প লিখিনা। ভালো কোনো গল্প ভালো লাগলে সেটা শেয়ার করার ইচ্ছে হতেই পারে।.. @কাব্য

  • মুন্না
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    একদম ঠিক বলেছেন ভাই। আপনার সাথে আমিও একমত।

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    হুম ফিরে পাবে প্রাণ, বিজয়ের গান ... সত্য পথের দিশা, লিখবে লেখক, মনের কথ্যক. . সম্মানের নদীতে যাবে ভাসা। ভেসে ভেসে গল্পের শেষে.. . আমরা পাবো দাম .. মান সম্মত লেখার উপহার .. মুখে মুখে উচ্চারিত হবে সুনাম। ----রূপচাঁন

  • সাজীব বাবু
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ @ধ্রুবা আপু।.. আপনাদের এমন অনুপ্রেরণাদায়ী মন্তব্যে সত্যি অনুপ্রাণিত হয়,উৎসাহ পায়।..আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একই সিদ্ধান্তে আসতে পেরেছেন দেখে অনেক ভালো লাগছে।মনে হচ্ছে এবার হয়তো আমরা নতুন কিছু উপহার পাবো।নতুনত্ব সৃষ্টি করতে পারবো। gj gj

  • ¤-বকুল রায়-¤
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    এটা করলে ভালোই হয় !

  • কাব্য-চৌধুরী [রূপচাঁন]
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    সবার নিচে লেখা আছে *আমাদের সাথে যোগাযোগ * ওখানে শূণ্যস্থান পূরণ করে সাবমিট,করলেই হবে

  • samia
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    আমি তো কোনো নিয়ম জানিনা কার আইডি তে মেসেজ দিতে হবে

  • কাব্য-চৌধুরী [রূপচাঁন]
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    তারপর সবাই নিজের গল্প দিবে। এডমিন সাইমন ভাই লেখার উপর পদবি দিবে।

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ভাই তারপর সিস্টেমটা কী হবে বলেন তো দেখি??/

  • কাব্য-চৌধুরী [রূপচাঁন]
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    যারা যারা নিজের লেখা গল্প দিতে চান তারা কুইকলি এডমিনের কাছে মেসেজ দিয়ে নিজের নাম পেশ করুন

  • samia
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    সত্যি অসাধারণ গল্পটা

  • তাবাসসুম ধ্রুবা
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    বাহ,,গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। গল্পে কোনো ত্রুটি ছিলো না। আমার খুবই ভালো লেগেছে। অনেক কিছু জানতে ও পেরেছি।

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    অসংখ্য ধন্যবাদ সাইমন ভাই gj

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    Oke.. যারা লেখক হতে চান তারা এডমিনে মেসেজ দেন ... তবে প্রফাইলে তাদের নিজের দেওয়া গল্প থাকতে হবে ... আমি তাদের প্রফাইল চেক করে জিজে রাইটার উপাধি দিয়ে দিব এবং তাদের প্রফাইল বিশেষ ভাবে সো করবে ...

  • Jubayer Ahmed
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    Hmm. Vlo idea

  • M.M[Mofizul]
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জিজে পরিবার কে সুন্দর করতে যা যা করার দরকার করব।।নিয়ম মেনে চলার চেষ্টা করব যদিও সবসময় হয় না।। আর হ্যা আড্ডা দেওয়ার মতো জায়গা লাগবে আর গল্প সম্পর্কে সঠিক কিছু ধারণা যা মনে আসে তা দিতে হবে বা কমেন্ট করতে হবে

  • M.M[Mofizul]
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জিজে পরিবার কে সুন্দর করতে যা যা করার দরকার করব।।নিয়ম মেনে চলার চেষ্টা করব যদিও সবসময় হয় না।। আর হ্যা আড্ডা দেওয়ার মতো জায়গা লাগবে আর গল্প সম্পর্কে সঠিক কিছু ধারণা যা মনে আসে তা দিতে হবে

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    তাছাড়া আপনি বললেন যে,বঞ্চিত হওয়ার কথা। আপনি লিংক দিতে পারেন সবাইকে। তখন ওগুলো পড়েও পাঠকরা লেখার উৎসাহ পাবে gj

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ঠিক বলেছেন সজিব ভাই। তবে একটু ভাবুন যদি একজন অন্যের গল্প কপি-পেস্ট করে ..তবে সবাই চাইবে এটা করতে। ফলে অলসতা বাড়বে লেখায়। যিনি কপি করবে ধরুন আমিই করলাম। পাঠকরা তখন আসল লেখককে ধন্যবাদ দিবে নাকি আমাকে? ধরুণ আসল লেখককে। তবে এতে আমার সম্মান কি? কিছু না। অতএব, আমার মত ভিন্ন। আর যদি সবাই নিজের গল্প দিই অন্যরকম একটা উৎসাহ পাওয়া যাবে। সবাই যার যার মত প্রকাশ করুন ।

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    তবে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা অবশ্যই লাগবে

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    @রূপচাঁন ভাইয়া লিস্ট অনুযায়ী লেখক বাছাই করে নিজস্ব গল্প দেওয়ার কথা থাকলে কি স্বাধীনতার খামতি থেকে যাবে না??স্বাধীনতা হারিয়ে যাবে নাতো?? ফেসবুকে আমি কয়েকটা লেখকের মস্ত বড় ফ্যান।খুব ভালো লাগে তাদের লেখা।ভালো লেখেনও বটে।বইমেলায়ও কয়েকটা বই প্রকাশিত হয়েছে।ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে তারা থাকাতে খুব সহজেই তাদের লেখা আমি পড়তি পারছি। এখন যদি আমি ইচ্ছা করি ওনাদের গল্প জিজেতেও শেয়ার করবো কার্টেসিসহ যাতে অন্যরাও পড়তে পারে কিন্তু আপনার ঐ লিস্ট ও নিজের লেখা ছেড়া সাবমিট দেওয়া যাবেনা এই নিয়মের কারণে কি আমি বাধাপ্রাপ্ত হচ্ছিনা?? পোষ্ট করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিনা??... আমি আপনার নিয়মের বিরোধিতা করছিনা।আমার মতামতটা বললাম আর কি। আমার মতো এমন প্রশ্রয় অনেকেই করতে পারে।নাও পারে।

  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    চ্যাটরুম চালু করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। কমেন্ট সংখ্যা বাড়ছে প্রতিদিন!gj

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জ্বি @এডমিন সাহেব ওমনটা করলেও বেশ ভালো হয়। লেখক/লেখিকা লেখার পেজে যাবে ওমনি সামনে থাকবে গল্প লেখার নিয়মের ইন্টারনাল লিংক।ছোট্ট একটা ক্লিকে মাত্র কয়েক মিনিটেই নিয়মাবলী পড়ে নিতে পারবে ইনশাল্লাহ।

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    তাহলে তুমিও শুরু করে দাও ফারহানgj।।স্বাগতম কবি ভাইgj

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ রনি ভাই gj

  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    gj অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সভা!!

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    হুমম রাইট একমত।।

  • MH2
    GJ Writer ৪ বছর, ২ মাস পুর্বে
    কিন্তু ভাই চ্যাটরূম বন্ধ থাকে,অার একটা পোষ্ট "শুধু অাড্ডা" নামে দেওয়া দরকার, তবে রিয়াদ ভাই অাপনি কে?

  • কাব্য চৌধুরী•_•নীড়-হারা-পথিক
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ #ইসরাত

  • Eshrat Jahan
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    কাব্য ভাইয়া আমি রাজি আছি।আপনার এ কথা আমার ভাল লেগেছে gj

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    যারা লেখক হতে চায় ,তাদের তালিকা নেন এবং এতে তারা নিজস্ব লেখা পোস্ট করবে। কেউ জেনো কোনো লেখকের প্রকাশিত লেখা পোস্ট না করে। নিজে থেকে লেখা না দিয়ে অন্যের লেখা দেওয়ার মাঝে কোনো সার্থকতা বা গৌরব নেই। আর সকলেই মূল্যবান কমেন্ট করার চেষ্টা করবো (অযাচিত বা ভিত্তিহীন ছাড়া) । আড্ডার জন্য চ্যাটরুম অথবা আপনি গেস্ট হয়ে বা অন্য কেউ একটা পোস্ট দিবেন। আপাতত এটুকু দিয়ে শুরু করলেই হবে । সবার মতামত নিতে পারেন ।

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    শুনি ...

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    সাইমন ভাই আমি একটা নিয়ম পেশ করতে চাই

  • shahinur
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    Hi saimon

  • shahinur
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    Hi saimon

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    আর যারা সিনয়র আছে তারা অযাচিত কিছু পেলে রিপোর্ট করে দিলে ভালো হয় ...এটার উপর একশান নেওয়া হয় ...

  • সাইমন জাফরি
    Admin ৪ বছর, ২ মাস পুর্বে
    এটা করা যায় #সজিব ...যে গল্প লেখার সময় প্রথমেই লেখা আসবে গল্প লেখার নিয়ম জেনে নিন ... তাহলে অনেকের উপকার হবে ... আর আমরা একইসময় অনেক গল্প পাবলিশ করিনা আস্তে আস্তেই করি এইজন্যই অনেক সময় দেরি হয় ... আর আমি সপ্তাহে আসি তা কিন্তু নয় আমি প্রায় প্রতিদিনই আসি না হলে গল্প কিভাবে পাবলিশ হয় ? তবে সময় কম দেওয়া হয় ... এডমিনে যে মেসেজ গুলো পাই সেগুলো নিয়ে কাজ করা হয় ... ইনবক্স দেরিতে ধরা নয় ...

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জাতীয় কবি পরিষদ, সাহিত্য শতরূপা ইত্যাদি গ্রুপেও এডমিনের পোস্ট সবার আগে থাকে। যত পোস্ট হোক ওটা সবার উপরে থাকে। হুম এরকম পোস্ট করা দরকার এডমিন সাইমন ভাইয়ের ।

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    জানিনা এডমিন তার মূল্যবান সময়ের কিছুটা আমাদের দিতে পারবে কিনা।@ রূপচান ভাইয়া, তবে আমার মনে হয় আমাদের তদারকিতেও অনেক কিছু সম্ভব। প্রতিদিনের রুটিন না করেও আমরা সমঝোতায় আসতে পরবো হয়তো।এতে আমাদের সামান্য পরিকল্পনা যথেষ্ট বলে মনে করি। হোমপেজের একদম নিচের "গল্প লেখার নিয়ম" ও "নীতিমালা ও শর্তাবলী" টা পড়ে নিলে সকলের উপকারে আসবে। এদিক দিয়ে @এডমিনের কাছে একটা কথায় দৃষ্টিতে আসতে চাচ্ছি যে,গল্প লেখার নিয়মটা পোষ্ট আকারে ওয়েবসাইটের হোমপেজের সব গল্পের উপরে সবসময় দেখানোর ব্যবস্থা করা যায় কি? মানে ফিচার্ড পোষ্ট বা পিন পোষ্ট করে রাখা যায় কি?? এমনটা করা গেলে নতুন লেখকরা জিজেতে প্রবেশের সাথে সাথেই পোষ্টটি নজরে নিতো এমনকি পড়েও নিতো হয়তো।এতে জিজেতে লেখার নিয়মটাও সহজেই জেনে নিতে পারতো। আমার চিন্তাভাবনা ভুল হতে পারে।তবুও একটু ভেবে দেখতে অনুরোধ করছি।

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি মেনে চলি ...তবে সত্যিকারের লেখক হতে পারবো।

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    একমত হয়েছেন জেনে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি @ফারহান ভাইয়া @ইস্কান্দার ভাইয়া। ঠিকই বলেছেন আমাদের সকলের প্রচেষ্টাই প্রতিভাবান নতুন লেখক তৈরি করা সম্ভব।শুধু চায় আমাদের সকলের একটু অনুপ্রেরণা,একটু নজরদারি।ব্যাস এতেই আমরাও অন্য সবার সামনে বুক ফুলিয়ে দাড়াতে পারবো। অহেতুক গল্পগুলোতে আমরা চাইলেই অভিযোগ দিয়ে এডমিনের দৃষ্টি আকর্ষক করতে পারবো বলে আশাবাদী।

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ইনশাল্লাহ gj

  • Sajib Babu
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    ধন্যবাদ @শাহী আপু। ধন্যবাদ @মেহেরাজ ভাই। আমরা একতা সৃষ্টি করতে পারলেই সব বাধা পেরিয়ে জিজের উদ্দেশ্য সফল করতে পারবো ইনশাল্লাহ। জয় হোক বাংলার জয় হোক জিজের @ইশু আপু..ধন্যবাদ সামিয়াকেও

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    হুম গুরুত্বপূর্ণ বিষয়গুলো কে যাচাই করে দেখা উচিত gj

  • Farhan…
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    আমাদের মৌলিক বিষয় নিয়ে গল্প লেখা উচিত gj

  • ইস্কান্দার আলী খান
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    এসব বিষয় আমার কাছে ভালো লাগেনি বলে, আমি বলেছি ।

  • Mr.Mofi(Mofizul)
    Golpobuzz ৪ বছর, ২ মাস পুর্বে
    আমি ভালো হয়েছে এগুলো ই দেই চেষ্টা করি সেই বিষয়ে কিছু বলার।।এবং করেও যাব