বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই যে চারিদিকে কি খুজো? (মহিলা পুলিশের গলা)
চারিদিক চোখটা বুলিয়ে নিচ্ছিলাম। কারন এর আগে তো কখনও থানায় আসিনি। তাই সামনে কে আছে দেখিনি।
- কিছু না (আমি)
- তোমার নাম নিলয় না?
- হুমম.... কিন্তু আমাকে কেনো এখানে এনেছেন?
ঠিক তখনি আমি মহিলা পুলিশটির দিকে চোখের দিকে তাকালাম। চোখ দুটো দেখেই আমি চুপ হয়ে গেলাম। কারন, এই চোখদুটি আমার খুব চেনা। এই চোখের মায়াতে আমি আগেও পড়েছি। তবে চোখের মালিককে কোনোদিন দেখিনি। চোখজোড়াও আমার দিকে নিঃশপলক ভাবে তাকিয়ে আছে। যেনো বোঝাতে চাচ্ছে একটা চাপা রাগ। কিন্তু আমি কি করলাম তখনও মাথায় আসছে না।
- এই কী দেখছো..?
পুলিশটির কথা শুনে চমকে উঠলাম। কি করেছি ভাবছিলাম আর তখনি এনার হুংকার। আচ্ছা ছেলেরা পুলিশ হলে মেয়েদের জন্য কেনো পুলিশিনী হয় না? ভাবছি কথাটা জিঞ্জাস করবো কিনা।
- এই ছেলে কথা কানে যাচ্ছে না?
ধমক খেয়ে আবারো কথা হারিয়ে ফেললাম। একটু চুপ থেকেই বললাম..
- আচ্ছা ম্যাম. আমি কি করেছি একটু যদি বলতেন।
- অনেক বড় অপরাধ করেছো।
- কিন্তু কী সেটা বলবেন কি?
- এতদিন কোথায় ছিলে?
- মানে...? আপনাকে তো আমি চিনিই না। আর কোথায় ছিলাম মানে?
- ওহ তাই..? আমাকে সত্যিই চিনো না?
- হুমম আজই তো প্রথম দেখছি। আর চিনবো কি করে? আমি কি রোজ থানায় আসি??
- ঐ চুপ বেশি কথা বলো.(ধমক)
- কিন্তু আমি কি করেছি? (নরম হয়ে)
- ঠকিয়েছ তুমি।
- এ্যাঁ...কাকে? (খুব অবাক হয়ে)
- আমাকে। (পুলিশিনী)
- কি বলেন এসব? দেখুন মিস না মিসেস,,আপনার কোথায় ভুল হচ্ছে। ঠিক তখনি পিছন থেকে পিস্তল বের করে সোজা আমার কপালে ধরলো। আমি তো ভয়ে শেষ।
চলবে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now