বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট্ট পাখি

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sagor the gangster of king is here (crush) (০ পয়েন্ট)

X আফ্রিকার লোককাহিনী সে বহুকাল আগের কথা। আফ্রিকার ঘন জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে খাল। খালের পাশেই জঙ্গলের ভেতরে ছিল এক বড় গাছ। সেই গাছে বাস করত এক ছোট্ট পাখি। একদিন সকালে যখন সে বসে বসে ডিমে তাঁ দিচ্ছিল, গাছের পাশ দিয়ে একটা হাতি যাবার সময় তার গায়ের সাথে ধাক্কা লেগে নড়েচড়ে উঠলো গাছ। রাগের চোটে তেড়েফুড়ে ছুটে আসলো ছোট্ট পাখি - "বেকুব হাতি, গাছ নাড়াচ্ছো কেন? এভাবে তুমি গাছ নাড়ালে আমার ডিম গুলো ভেঙে যাবে না? ফের যদি গাছ নাড়াও তো তোমার একদিন কি আমার একদিন!! " শুনে তো হাতি হেসেই খুন! খুব একচোট হেসে নিয়ে হাতি বললো - "তাই নাকি রে পুঁচকে পাখি? তা কি করবি আমাকে শুনি?" বলে আবার হা হা করে হাসে সে। ছোট্ট পাখি রাগে কাঁপতে থাকে। বললো - "ফের যদি গাছ নাড়াও তো তোমাকে এমন করে বাঁধবো যে নড়ার উপায় খুঁজে পাবে না।" শুনে হো হো করে হাসতে থাকে হাতি। সে হাসি যেন আর থামার নয়। হাসতে হাসতেই বললো - "তাই নাকি? ওমা! তাহলে তো ভয়ের কথা। হা হা হা।" মাথা দুলিয়ে হেসে বনের ভেতরে চলে গেল সে। পাখি আবার ডিমে তাঁ দিতে বসে গেল। কিছুক্ষণ পর পানির তেষ্টা পাওয়ায় বনের পাশে খালের ধারে পানি পান করতে গেল সে। গিয়ে দেখে যেখানে সে পানি পান করে সেখানেই গা এলিয়ে শুয়ে আছে মোটাসোটা এক কুমির আর তার জন্য ঘোলা হয়ে আছে সেখানকার পানি। দেখে তো গেল পাখির মেজাজ বিগড়ে! রাগে গড়গড় করতে করতে বললো - "আমি এখান থেকে একটু টলটলে ঠান্ডা পানি খাই, সেও তোমার সহ্য হয় না? শুয়ে আছ চিৎপটাং হয়ে, আবার পানি ঘোলা করে রেখেছ! আর যদি এমন কর তাহলে তোমার একদিন কি আমার একদিন!" শুনে কুমির তাচ্ছিল্যের সুরে বললো - "তাই নাকি রে পুঁচকে পাখি? কি করবি আমার শুনি? আর এই খাল কি কারো একার সম্পত্তি নাকি? আমার যখন খুশি শুয়ে থাকবো, পানি ঘোলা করব।" শুনে প্রচন্ড রাগে ফুলে উঠে পাখি বললো - "তবে তোমাকেও আমি শিক্ষা দিয়ে ছাড়বো! তোমাকে এমন করে বাঁধবো যে নড়তে পারবে না এতটুকু! " শুনে 'হা হা' করে হেসে উঠে কুমির বললো - "যা ভাগ এখান থেকে। পুঁচকে পাখি কিনা আমাকে বাঁধবে! " পাখি আর কিছু না বলে উড়ে খালের আরেক পাশ থেকে পানি খেয়ে বাসায় ফিরে এল। পর দিন সকালে হাতি এসে হাঁক ছাড়লো জোরে - " কি রে পুঁচকে পাখি, কই তুই?" বলেই শুর দিয়ে গাছটাতে ঠুকে দিল। রাগে কাঁপতে কাঁপতে পাখি বলে উঠলো - "আজ তোমাকে এমন মজা দেখাব!" হেসে হাতি বললো - "মজা দেখতেই তো এলাম।" পাখি উড়ে পাশের গাছ থেকে লম্বা শক্ত এক লতা নিয়ে এসে হাতির গলায় পেঁচিয়ে দিল। হাতি ও গলা বাড়িয়ে দিয়ে হাসি হাসি মুখে বললো - "বাঁধো বাঁধো।" হাতির গলায় লতা পেঁচিয়ে পাখি বললো - "দাঁড়াও আমি পাশের খাল থেকে পানি খেয়ে আসি, তারপর টানতে বললে টানবে। দেখব তোমার কত জোর! " বলে সে মুখে সেই লতার আরেক প্রান্ত নিয়ে উড়ে গেল খালের ধারে। গিয়ে দেখল গতদিনের মতোই গা এলিয়ে শুয়ে আছে কুমির। "তোমাকে না বলেছিলাম এই পারে পানি না ঘোলা করতে? দাঁড়াও তোমাকে মজা দেখাব আজ! " - কুমির কে উদ্দেশ্য করে কথাগুলো বলেই তার গলায় মুখে করে নিয়ে আসা লতা পেঁচানো শুরু করল ছোট্ট পাখি। কুমির তার ঘার এগিয়ে দিয়ে বললো - "আচ্ছা, বাঁধবি যখন ভালো করেই বাঁধ।" বাঁধা শেষ করে পাখি বললো - "দাঁড়াও, আমি বললে তবেই টানবে।" বলে উড়ে গেল লতা টার মাঝামাঝি। গিয়ে হাতি কে বললো - "টানো এবার, দেখি কত জোর! " হাতি টানা শুরু করল লতা। ওদিকে গলায় টান খেয়ে কুমির ও দিল টান। হাতি ভাবে -"ব্যাপার কি? পাখির গায়ে এত জোর কোথা থেকে এল! " ওদিকে কুমির ও একই চিন্তা করে। হার তো মেনে নেয়া যায় না এই পুঁচকে পাখির কাছে, এই ভেবে সর্বশক্তি দিয়ে টানে দুজন দুজনের দিকে। অথচ কেউ জানে না উল্টো দিকে যে আসলে পাখি না, রয়েছে অন্য কেউ! সারা সকাল ধরে এমন টানাটানি করে দুজনেরই দম বের হয়ে যাবার দশা! ওদিকে মাঝখান থেকে ছোট্ট পাখি মজা দেখে আর হাসে! লজ্জার মাথা খেয়ে শেষমেষ কুমির বললো -"তোমার এই পুঁচকে শরীরে যে এত জোর তা তো বুঝি নি! এবারের মতো ছেড়ে দাও, আর আসব না!" পাখি খুলে দেয় বাঁধন। কুমির চলে যায় গভীর জলে আর হাতি মাথা হেট করে বনের গভীরে। ছোট্ট পাখি বাসায় এসে ডিমে তাঁ দেয় মনের সুখে। কয়েকদিন পর ফুটে বের হয় পাখির ছানা। সুখে বসবাস করতে থাকে সে ছানাপোনাদের নিয়ে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৮০ জন


এ জাতীয় গল্প

→ ছোট্ট পাখি
→ একটা ছোট্ট মিষ্টি পাখি
→ পাখির ছোট্ট আকাশ
→ ছোট্ট পাখি
→ ছোট্ট পাখির বুদ্ধি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now