বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেন্টিমেন্টাল

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X ..........এম.আর রনি সরকার মনে আছে মিতা সেই গোধুলি সন্ধ্যার কথা..?? তুমি বলেছিলে.".রনি তুমি শুধুই আমার..আর কারোনা হুম??" আমি বলেছিলাম..পাগলিরে আমিতো শুধু তোমাকেই ভালোবাসি.. তুমি যদি আমাকে ভুলেও যাও.. কষ্টের পর কষ্টও দাও..বা অবহেলা করেও যাও আজীবন..আমি তবুও শুধু এবং শুধু তোমাকেই ভালবাসবো.. আমি আামার কথা রেখেছি মিতা.. তুমিতো আমায় ছেড়ে চলেই গেছো ভুলে গেছো সেদিনের বলা সেই কথাগুলো.. ভুলে গেছো হয়তো কোনো একদিন তুমিও বলেছিলে.."i love u rony আর কখনো কষ্ট দিবোনা তোমায়.. আর কখনো ছেড়ে যাবোনা দেখিও.." তুমি তোমার কথা রাখোনি..কিন্তু আমি?? আমি আমার কথা রেখেছি মিতা.. এখনো তোমায় ভালবাসি মিতা..আর সেটা আগের থেকেও অনেক বেশি.. মিতা তোমার কী মনে পড়ে সেই দিন গুলার কথা..তুমি কষ্টের পর কষ্ট দিয়েছো আর আমি হাসিমুখে বারবার বলেছি..i love u.. তুমি আঘাতের পর আঘাত করতে..আর আমি তোমার রাগ ভাঙাতে ব্যাস্ত ছিলাম... মিতা আমি তোমার লাইফে ফাস্ট ছিলাম না..তাই তুমি এতটুকুও গুরত্ব দাওনি আমায় খুব কষ্ট পেতাম জানো..কিন্ত কিছু বলতামনা তুমি কষ্ট পাবে ভেবে.. তুমি বারবার একটা কথাই বলতে..আমি তোমার লাইফে ততটা important না..সো আমি চাইলেই ছেড়ে যেতে পারি তোমায়.. তাতে তোমার কিচ্ছু যায় আসেনা.. পাগলিরে ছেড়েই যদি যাবো তাহলে ভালবাসলাম কেনো?? চাইলেতো আমি আগেই তোমায় ছেড়ে যেতে পারতাম.. কিন্ত ছেড়ে যাবো বলেতো ভালোবাসি নাই.. আমিতো তোমায় সেভাবে ভালবাসিনি মিতা.. আমিতো তোমায় পৃথিবীর সবথেকে পবিত্রতম ভালবাসাটাই বেসেছিলাম.. আমিতো তোমায় জোর করিনি মিতা আমায় ভালবাসতেই হবে.. কারন তোমাকে ভালবাসি মানেই যে তোমাকে আমার পেতেই হবে..এমনটা না.. না পাওার বেদনাটাওও ভালবাসা মিতা.. তুমি বাসলে বা বাসলেনা সেটা important নয় মিতা.. important হলো আমি তোমায় কতটা ভালবাসতে পেরেছি..?? তোমার শত অবহেলার পরেও আমি তোমায় কতটা ভালোবাসি..সেটাই সবথেকে important.. সেটাইতো real love মিতা.. তোমাকে পাওয়াটাই আমার কাছে সবথেকে বড় বিষয় না..তোমার সুখের জন্য কতটুকু কী করতে পারলাম..সেটাই আমার কাছে মুখ্য আমার ভালবাসা জানি তেমন বিশেষ কিছু না..নাতো তোমার কাছে আর নাতো অন্য কারো কাছে.. কিন্ত কী জানো মিতা..তোমার জন্য আমি সব করতে পারি সব.. আমার সুখ..আমার চাওয়া পাওয়া..এমন কী আমার ভালবাসাও বিসর্জন দিতে পারি তোমার ভালোর জন্য.. আর এটাই আমার ভালবাসার বিশেষত্ব মিতা.. মিতা তুমি যখন একা ছিলে তখনো আমি তোমায় ভালবাসতাম.. তুমি যখন কাউকে ভালবাসতে তখনো আমি তোমায় ভালবাসতাম.. তবে কখনো বলিনি..কেনো ভালোবাসোনা আমায়? বলিনি যে ভালো আমাকে বাসতেই হবে.. মাঝখানে এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেলে.. জীবনে এই প্রথম অনেক গুলা সপ্ন দেখেছিলাম.. দুই দিনের মুসাফির হয়ে এসে সব তছনছ করে দিয়ে গেলে.. তবু কষ্ট পাইনি মিতা.. তুমিতো তবু ভালো থাকবে এটা ভেবে মনকে সান্তনা দিয়েছি.. কখনো নিজের কথা ভাবিনি মিতা.. শুধু ভাবতাম কি করলে..কতটা ভালবাসলে তুমি হ্যাপি থাকবে.. সবসময় তোমাকে খুশি রাখার চেষ্টা করতাম.. যা যা করা সম্ভব একটা মানুষের পক্ষে তার সবই করেছি তোমাকে হ্যাপি দেখতে.. কিন্ত আমি পারিনি মিতা.. হ্যা মিতা আমি জানি যে আমি খুব ইমোশনাল.. আমি জানি খুব পাগলামো করি.. এতটা সেন্টিমেন্ট মেনে নেয়া কারো পক্ষেই সম্ভব না আমি জানি.. কিন্তু কেনো এমনটা করতাম জানো..? কারন আমি তোমায় এতটা ভালবাসতাম যে পৃথিবীর কারো পক্ষেই সেটা পসিবল না.. একদিন দেখিও এই ভালবাসাটাই খুব মিস করবে তুমি.. সেদিন বুঝতে পারবে কতটা পাগলের মতো ভালবাসতাম আমি তোমায়.. ........... ................. মিতা তুমিতো অনেক ভালো কাউকে পেয়েছো.. শুনেছি অনেক ভালবাসে সে তোমায়.. আমার থেকেও অনেক অনেক বেশি.. ভালোই আছো হয়তোবা.. হয়তোবা ভুলেও গেছো আমায়.. কিন্ত আমি আজো বদলাতে পারিনি মিতা.. এখনো তোমার উচ্চারিত প্রতিটা শব্দ কানে বাজে.. এখনো মেসেজ আসলে বুকটা কেঁপে ওঠে জানো.. এখনো অপেক্ষায় থাকি কবে তুমি একটা ম্যাসেজ বা একবার ফোন দিবে সেই আশায় দিবেনা জানি..তবুও অপেক্ষায় থাকি প্রতিটা মুহূর্ত এখনো হঠাৎ ঘুমটা ভেঙে যায়..আর হু হু করে কেদে উঠি আনমনে. জানিনা কেনো এমনটা হয়..? কিন্ত বিশ্বাস করো মিতা..আজও তোমায় পাগলের মতো ভালবাসি.. আমি আজও এতটা সেন্টিমেন্টাল মিতা.


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬০ জন


এ জাতীয় গল্প

→ সেন্টিমেন্টাল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now