বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাজকুমারী মেহের
-মাদিহা মৌ
এক
আবলুস কাঠের বিশাল রাজকীয় জানালাটা হাট করে
খোলা। সবে সন্ধ্যা হয়েছে। দক্ষিণা বাতাসে
উড়ছে ফিনফিনে পর্দা গুলো। সেই সাথে
উড়ছে জানালার পাশে দাড়িয়ে থাকা ফাতাহ রাজ্যের
রাজকুমারী মেহেরের রেশমী চুল। অদ্ভুত
বিষন্নতায় ছেয়ে আছে তার মুখটা। শূন্য দৃষ্টি
মেলে চেয়ে আছে দূর দিগন্তে।সূর্য ডুবে
যাওয়ায় পশ্চিম দিগন্তে রক্তিম আভা ছড়িয়ে
পড়েছে । আম্মির কথা খুব মনে পড়ছে তার্।
আকাশের এই রং দেখতে খুব ভালোবাসতেন
আম্মি।
বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারলো না
রাজকুমারী । আগামীকাল তার একমাত্র সখী
আসবে রাজপ্রাসাদে। তাকে নিয়ে কি কি করবে ;
কোথায় বেড়াতে যাবে সেসব পরিকল্পনা
করতে ব্যস্ত হয়ে পড়ল।
মেহেরের ব্যাঙ্গমাটা পাখা নাচাচ্ছে। সেও খুব
খুশি! রাজকুমারীর সখীর সাথে তার ব্যাঙ্গামীও
যে আসবে!
রাজকুমারী মেহেরের পুরো নাম মেহরিবান।
আম্মি চেয়েছিলেন মেয়ে যেন দয়ালু হয়। তাই
এই নাম। সবাই রাজকুমারীকে মেহের ডাকলেও
আব্বি সবসময়ই তাকে মেহরিবান ই ডাকেন। মা মরা
মেয়েটার জন্য মহারাজার ভাবনার অন্ত নেই। তাঁর
অসম্ভব লক্ষী মেয়েটার জন্য উপযুক্ত পাত্র
খুঁজে পাচ্ছেন না তিনি। কারন তার মেয়েটা কানে
শুনতে পায়না। কথাও বলতে পারেনা। তার বিশাল
প্রাচুর্য দিয়ে খুব সহজেই তিনি ভালো কোন
ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে পারেন;
কিন্তু তা তিনি করতে চান না। তিনি চান; এমন কেউ
আসুক , যে তার মেয়েকে গভীর ভাবে
ভালোবেসে গ্রহণ করবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now