বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রথম দেখা...

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rihan Bhuiyan (০ পয়েন্ট)

X বন্ধুরা আমি আজ তোমাদের মাঝে আমার জীবনের ঘটে যাওয়া প্রথম ভালোবাসার কথাটি বলতেছি,আশা করি তোমাদের ভালো লাগবে... (১)প্রথম পর্ব.... আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বের কথা। তখন আমি সবেমাত্র আলিম পড়ি, একদিন আমার প্রান প্রিয় শিক্ষক আমাকে তার এলাকায় টিউশনি করার জন্য বলেন, শিক্ষকের কথা মতো সেখানে গেলাম,সে এলাকার পরিবেশ আমাকে মুগ্ধ করলো,অনেক সুন্দর একটি এলাকা,তার মাঝে আকাঁবাকা সরুপথ,এবং পাশে ছোট ছোট খাল বিল,এবং বিশাল জায়গা নিয়ে মাঠ প্রান্তর,আমার কাছে মনে হলো এ যেন সৃষ্টিকর্তা অন্যরকম ভাবে সৃষ্টি করেছেন। অন্যান্য এলাকা থেকে এই এই এলাকাটা সম্পূর্ণ আলাদা। এ এলাকার মানুষগুলোর কথা বার্তা, চলাফেরা,আচার-ব্যবহার,আমল-আখলাক আমাকে মুগ্ধ করে দিয়েছে। এ এরাকার মধ্যেখানে একটি আলিয়া মাদ্রাসা আছে,এবং তার উত্তর দিকে কিছুদূরে একটি সরকারি বিদ্যালয় রয়েছে। যাইহুক ,পরদিন সকাল বেলা আটটার দিকে একটু রাস্তায় আসলাম,রাস্তাটি বারির মাঝে একদম সুজা,রাস্তার পাশে একটি ছোট দোকান রয়েছে,,সেই দুকানটিতে বসলাম, কিন্তু এমন সময় দোকানটি বন্ধ ছিলো, একাকি বসে রইলাম,হঠাৎ দেখি একটি মেয়ে হাতে বই নিয়ে এদিকে আসছে,আমিতো অবাক,এ কি দেখতেছি, এটা মানষ নাকি জান্নাতের হুর কিছুই বুঝতে পারছি না, এতো সুন্দরী মেয়ে এ এলাকায় বাস করে ভাবতেও অবাক লাগে, যেমন এলাকা তেমন এলাকার মানুষও, তিকে প্রথম দেখাতেই আমার কেমন যেন লাগলো,তার প্রতি আমার একধরনের টেনশন অনুভব করলাম,দেখি সে সুজা মাদ্রাসার দিকে যাচ্ছে , কিন্তু তাকে চিনতে পারলাম না,কে,কোথায় তার বারি কিছুই জানতাম না,,, সারা দিন আমার কাজ কর্ম ছেরে তার অপেক্ষায় রইলাম,,কিন্তু তাকে আর পাইলাম না.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬০ জন


এ জাতীয় গল্প

→ প্রথম দেখা...

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now