বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনুভবে "না বলা কথা বুঝে নিতে হয়"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MK MOSRAKUL ISLAM MONDOL (০ পয়েন্ট)

X ছেলেঃকি রে কি করিস.......... মেয়েঃএইতো ঘুম থেকে উঠলাম।তুই কি করিস......... ছেলেঃরেডি হইতেছি........কলেজে যাইতে হবে না........ আয় তারাতাড়ি....... মেয়েঃ হুম যাইতেছি...... মাঃনাস্তা করে যা.. মেয়েঃঃসময় নাই মা যাইতে হবে...চল জলদি.... ছেলেঃ এতক্ষণে তোর আসার সময় হইলো...... অপেক্ষা করতে করতে পা লেগে গেল.... মেয়েঃ হইছে বাবা এর পর থেকে আর এমন হবে না....... চল এবার তাদের সম্পর্ক টা অনেক দিন থেকেই এভাবেই চলতেছে মূলত ফাস্ট ইয়ার থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক....... কিন্তু ছেলেটি মোটেও এটা চাইনি...ফাস্ট ইয়ারের প্রথম দিনই মেয়েটিকে দেখে ভালোবেসে ফেলে ছেলেটা....... তাই নানান কৌশলে প্রতিদিন পটানোর চেষ্টা করে...... কিন্তু ভাগ্য বিড়ম্বনায় মেয়েটি ছেলেটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পর থেকে তারা একে অপরের খুব ভালো বন্ধু।তারা একে অপরের সাথে এমনভাবে জরিয়ে আছে যে একজন অপরজনের সঙ্গে কথা না বলে একটা মুহুর্ত কল্পনা করা খুব কঠিন।দিনের বেশির ভাগই তারা একসাথে থাকে.......এভাবেই চলতে থাকে তাদের জীবন........অনেক বছরের বন্ধুত্বের মধ্যে মেয়েটাও বুঝতে পেরেছিল যে........তাকে ছাড়া তার এক মুহুর্ত কল্পনা করা কঠিনই নয় এটা অসম্ভব। কিন্তু তারা দুজনেই একে অপরকে মনের কথাটা বলারই সাহস পাচ্ছিলোনা এই ভেবে যদি এর কারণে তাঁদের মধ্যে ভুল বুঝাবুঝির তৈরী হয়। মেয়েঃশোন......তোর সাথে আমার কিছু কথা আছে........ ছেলেঃকি কথা রে...যার জন্য এত তলব করলি মেয়েঃ বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে.... ছেলেঃ ভালো তুই কি তাতে রাজি আছিস মেয়েঃহুম...কি আর করবো কেঁদে কেঁদে ছেলেঃকাদছিস কেন?????? ভালোইতো বা মা ঠিক করেছে হয়তো........নিজেও কেঁদে কেঁদে। মেয়েঃকিন্তুু আমি এই বিয়েটা করতে চাচ্ছি না..... ছেলেঃকেনো তুই কি কাউকে ভালোবাসিস......আগে বলিস নি তো..... মেয়েঃহটাৎ জরিয়ে ধরে...... সকল কথা কি মুখে বলতে হয়.....অনুভবেও কিছু কথা বুঝে নিতে হয়


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৭৪ জন


এ জাতীয় গল্প

→ অনুভবে "না বলা কথা বুঝে নিতে হয়"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now