বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নাক নিয়ে নাকানি

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বাপ্পী (০ পয়েন্ট)

X এক যে ছিল কাজকুমার ৷ তার মনে কোন সুখ ছিল না ৷ কারন? কারন আর কিছুই নয় - নাক ৷ তার নাকটা ছিল অনেক....... লম্বা ৷ তাই তাকে নিয়ে সবাই হাসাহাসি করত ৷ তো একদিন সে বাড়ি থেকে বেরিয়ে গেল ৷ হাটতে হাটতে এক সন্নাসীর দেখা পেল ৷ সন্নাসীকে তার মনের দুঃখ খুলে বলল ৷ সন্নাসী তাকে বলল - বাছা, এখান থেকে সোজা উত্তরের পাহাড়ে যাবি ৷ সেখানে ডোবার মধ্যে এক ব্যাঙ থাকে ৷ তাকে গিয়ে বলবি সে তোকে করবে কি না ৷ যদি সে উত্তরে না বলে তবে তোর নাক অর্ধেক কমে যাবে ৷ সন্নাসীর কাছ থেকে বিদায় নিয়ে সে সোজা উত্তরে যাত্রা করল ৷ যেতে যেতে কত দেশ কত নদী, কত গ্রাম পেরিয়ে পাহাড়ের ওপর ডোবাটির নিকট আসল ৷ ব্যাঙটা ডোবার জলে ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকছে ৷ রাজকুমার তাকে বলল -তুমি কি আমাকে বিয়ে করবে? -না সাথে সাথে তার নাক অর্ধেক খাটো হয়ে এলো ৷ রাজকুমার আবার তাকে বিয়ের কথা বলল ৷ ব্যাঙ আবার ও না বলল ৷ রাজকুমারের নাক আবারও অর্ধেক হয়ে এল ৷ সে ব্যাঙকে যেই না আবার একই প্রশ্ন করল, সেই অমনি ব্যাঙ তো গেল ক্ষেপে ৷ হ্যা? এক কথা আর কত বার বলব ৷ আমি তোমাকে বিয়ে করব -না না না............. -


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬২ জন


এ জাতীয় গল্প

→ নাক নিয়ে নাকানি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now