বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি রাতে একাএকাই ঘুমাই* আমার জীবনে ভৌতিক ঘটনা কয়েক মাস আগে ঘটেছে* ঘটনাটি এই- আমি একমাঝরাতে কোন এক sobdeঘুম ভেঙে গেল | হাতের পাশেই লাইট ছিল খুজলাম পেলাম না| কিছুসময় পর বুঝলাম কেউ আমাকে বলল- তুই এত ঘুমাস কেন বল? আমি দেখলাম আমার সামনা সামনি একটি মেয়ে দারিয়ে আছে, দেখতে খুবই ভয়ানক বিশেষ করে ওর চোখ দুটি,চোখ দুটি লাল রঙের,খুবই ভয়ংকর দেখতে | আবার বলল- তুই এত ঘুমাস কেন, রাত জাগতে পারিস না? আমার মত রাত জাগবি আর আমার মত পোরাকপালিদের golpoলিখবি? মেয়েটির কথা গুলো অনেক দূর থেকে বলার মত লাগছিল| আমিতো ভয়ে ভয়ে মেয়েটির কথা শুনছি| শীতের দিনেও আমি ঘেমে গেলাম | তবু আমি বললাম- কেন তোমার কি হয়েছিল? মেয়েটি বলতে লাগলো- আমার কথা কেউ জানতে চায় না তুমি জানতে চাইলে তবে শুনো- আমি দেখতে খুবই niceছিলাম ও পরালেখায়ও খুবই ভাল ছিলাম| আমি পরালেখায় সবসময় ভালো করতাম| এর ভেতরেই এক ছেলে আমাকে ভালোবাসার কথা বলে আমি তাকে likeকরতাম না| আমাকে নানা ভাবে ছেলেটি জালাতে লাগলো| কিছু দিন পর Examতাই ছেলেটিকে কিছু বলতাম না| একদিন ছেলেটি আমাকে তুলে নিয়ে গেল আমার সবকিছু শেষ করে দিল, এসবের কারনে লেখাপরায় ভালো হতে পারছিলাম না তাই Examএ খুব খারাপ ফল আসলো চারিদিক থেকে আমাকে অপমান করতে থাকে| একদিক থেকে আমার পরিবার,একদিক থেকে school,আর সেই ছেলেটি চাপের মুখে ফেলে দেয়| তাই একদিন সিলিং Fanএর সাথে.....? আজ আমার এই পরিনতি হল,সেদিন ওই সব ঘটনা না হতো তবে হয়তো আজও আমি বেঁচে থাকতাম| আমার কত আশা ছিল সব ভেঙে গেল| আমার মত কত মেয়ের সাথে এইসব ঘটনা ঘটছে আমরা কি পারিনা এই সব closeকরতে| তাহলে কত মেয়ে এই পথে আসতো না? তুই আমাদের মত মেয়েদের golpoলিখবি এই নে কলম এই বলে মেয়েটি যেন হারিয়ে গেল| পরে দেখলাম যে লাইটি খুজছিলাম সেই লাইটি এই মেয়ের দেয়া কলমিই আমার সেই লাইটটি|
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now