বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুকুর, মোরগ আর শিয়ালের গল্প

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X এক কুকুর ও তার বন্ধু মোরগ- একবার ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে রাত হয়ে যাওয়ায় তারা আশ্রয়ের জন্য গভীর বনের মধ্যে চলে এল। মোরগ চড়ে বসল এক গাছের উঁচু ডালে আর কুকুর সেই গাছের নীচে ঘুমিয়ে পড়ল। ভোর হলে মোরগ অভ্যাসবশত কোঁকড়-কো বলে ডেকে উঠল। মোরগের আওয়াজ শুনে বনের এক শিয়াল মনে মনে ভাবল- সকালের নাস্তাটা আজ মোরগের দিয়ে সেরে ফেললে মন্দ হয় না। তাই আর দেরি না করে শিয়াল ওই গাছের ডালটার নীচে চলে এল আর নানাভাবে মোরগের মিষ্টি গলার আওয়াজের সুখ্যাতি করে তার সাথে দোস্তি পাতাতে চাইল। শিয়াল বলল: “তুমি রাজী থাকলে আজকের দিনটা তোমার সাথে কাটাতে চাই। তোমার সঙ্গ পেলে আমার খুব ভাল লাগবে।” এ প্রস্তাব শুনে মোরগ বলল, “পণ্ডিত মশাই, এক কাজ করেন, একটু এগিয়ে এই গাছের গোড়ায় চলে যান। আমার মালপত্র যে টানে- সে ওইখানে ঘুমিয়ে আছে। তাকে ডেকে তোলেন, সে আপনাকে এখানে আসার জন্য দরজা খুলে দিবে।” গাছের নিচ থেকে কুকুর- মোরগ আর শিয়ালের সব কথা শুনছিল। শিয়ালের মতলব বুঝতে পেরে কুকুর শিয়ালের আগমনের অপেক্ষা করছিল। শিয়াল গাছের নিচে আসামাত্রই কুকুর এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মোরগকে নিজের ফাঁদে ফেলতে গিয়ে উল্টো কুকুরের ফাঁদে পড়ে জীবন দিল ধূর্ত শিয়াল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০০৮ জন


এ জাতীয় গল্প

→ কুকুর, মোরগ আর শিয়ালের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now