বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিরণমালা সমাচার
============
শুনলাম কয়েক দিন হলো কিরণমালা সিরিয়ালের
সমাপ্তি হয়েছে। গত ৪ আগষ্ট ২০১৪
সালে শুরু হয়ে গত তথা ১৯ ডিসেম্বর
২০১৬ সাল পর্যন্ত চলছিল কিরণমালা।
মোট ৭২১ পর্ব(অণুকাহিনী/Episodes) এ এই
কিরণমালার সমাপ্তি ঘটে। একেক
পর্বে বিজ্ঞপ্তি সহ ৩০ মিনিট। তাহলে
হিসাব করলে দেখা যায় যে ৭২১ পর্ব
মিলে কিরণমালা চলতে থাকে ২১৬৩০
মিনিট।
.
আফসোস বাঙ্গালীদের জন্য। আফসোস
ভারত বাংলার মুসলিম বাঙ্গালীদের
জন্য, বিশেষ করে আমাদের সমাজের
মহিলাদের জন্য। এই নাটক দেখে ২১৬৩০
মিনিট সময় নষ্ট করলেন? হিসাব করে বলুন
তো কতটুকু লাভ বা লোকসান হল?
লোকসান তো অনেকই হয়েছে কিন্তু
লাভ কি হল?
.
কিরণমালা শুরু হত এশার ওয়াক্তের সময়।
এদিকে এশার আজান হচ্ছে, অন্যদিকে
মুসলিম ঘরে ঘরে কিরণমালা শুরু?
আফসোস! কোনো কোনো নামদ্বারী
নামাজী মহিলা 4G গতিতে এশার
নামাজ আদায় করেই কিরণমালা
দেখতে বসতো। আবার রমজান মাসে
তো তারাবীর নামাজ লম্বা, এদিকে
আজান হচ্ছে, ঘরের পুরুষ বা ছোট্ট
বাচ্চাদেরকে মসজিদে নামাজে
পাঠানোর কাজ বাদ দিয়ে
কিরণমালা(?) আবার রাতে
কিরণমালার এক পর্ব দেখতে না
পারলে কিন্তু ক্বযা আদায় করার সুযোগ
আছে। অনেকেই কোনো কারণে রাতে
মিস করলে সকালে ক্বযা আদায় করতে
ভুলেনি। অবশ্য তেমন ক্বযা হত না, সময়মত
রাতেই আদায় করে নিতেন।
.
এই কিরণমালা দেখতে গিয়ে
ভিন্নভাবে কত বাঙ্গালী বাচ্চার মৃত্যু
হয়েছে তার কি কোনো হিসাব আছে?
কত মানুষের দুর্ঘটনা হয়েছে তার
হিসাব কে দেবে? কত সংসারে আগুণ
লেগেছে তাও খবর পেয়েছি আমরা।
মারামারি, হানাহানি,
কানাকানি, গালাগালি কি কম
হয়েছে এই কিরণমালার কারণে?
.
যারা এই কিরণমালা দেখতে গিয়ে
আবেগে প্রায় কেঁদে দিতেন। দুঃখ
লাগতো, কষ্ট লাগতো। কিরণমালা
নিয়ে এতো আলোচনা করতেন যে বুঝা
যেত এটা কোথাকার বাস্তব গল্প।
তারা কি কখনও মুসলিম বিশ্বের
নির্যাতিত মুসলমানদেন জন্য
কেঁদেছিলেন? মজলুমানদের জন্য কি
কখনও দুঃখ কষ্ট প্রকাশ করেছিলেন?
তাহলে আমাদের ভালোবাসা কার
সাথে? আল্লাহর সাথে নাকি ইবলিশ
শয়তানের সাথে?
.
সাবধান হে বিশ্ববাসী মুসলমান! আমরা
সবাই জানি যে যার সাথে যার
ভালোবাসা তাঁর সাথে তাঁর হাসর
হবে। অতএব, সাবধান হয়ে যান।
কিরণমালার সমাপ্তি ঘটেছে। এবার
তৌবাহ করে নিন। আর যেন নতুন কোনো
নাটকের সাথে আপনার-আমার
ভালোবাসা না হয়। এসব তো নাটক।
তাঁরা নাটক বানিয়ে কত লক্ষ লক্ষ
টাকা ইনকাম করতেছে আর আমরা তা
দেখে কত লক্ষ লক্ষ গোনাহ ইনকাম
করতেছি। আহ! আফসোস! হে বোন, হে
ভাই এবার ফিরে আসুন। এই
জাহান্নামের পথ তো আপনার জন্য নয়।
আপনার জন্য জান্নাতের পথ অপেক্ষা
করতেছে। ফিরে আসুন জান্নাতের
পথে। জাহান্নামের পথ ত্যাগ করুন।
তৌবাহ করুন হে আমার ভাই-বোন।
.
হে আল্লাহ! আমরা তো শুধু তোমারই
এবাদত করি। শুধু তোমার কাছেই
সাহায্য প্রার্থণা করি। আমাদেরকে
সরল(জান্নাতের) পথ দেখিয়ে দাও।
আমীন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now