বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"খুনশুটি"
আনিসুর রহমান
বাসটা অলরেডি টার্মিনাল থেকে ছেড়ে দিয়েছে। দৌড়ে কোনভাবে উঠলাম বাসে। অফিসের একটা কাজ সামলে আসতে দশ মিনিট লেট হয়ে গেলো। কপালে কী আছে আল্লাহ-ই জানেন। গন্তব্য আরেকজনের বাবার বাড়ি। ভেতরে একটা মাত্র-ই সিট খালি, তাও ওই সিটে একটা মেয়ে তার পার্স রেখে দখল নিয়ে রেখেছে;
- এক্সকিওজ মি! ব্যাগটা সরান বসবো।
- অন্য সিটে গিয়ে বসেন।
- বাসে তো আর সিট খালি নাই।
- তো আমি কি করবো? এটা আমার সিট।
.
আমি জোর করেই বসে গেলাম পার্সটা উঠিয়ে;
- আচ্ছা লোক তো আপনি, আপনায় নিষেধ করা সত্ত্বেও বসলেন কেনো?
- এমনি, দেখেন না বাসে আর একটা সিট'ও খালি নাই।
ওহ! আরেকটা কথা, আপনাকে দেখতে সুন্দর লাগছে না একদম। কপালে একটি ছোট্ট কালো টিপ পরলে ভালো লাগতো। আর এই যে গাল ফুলিয়ে রেখেছেন, কেমন যেন শাকচুন্নির মতো লাগছে। হাহাহা...
- আশ্চর্য! এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনি নাক গলাবার কে? আপনার সাহস দেখে অবাক হচ্ছি! মাই গুডন্যাস!
.
আরেকটু চেপে বসলাম;
- এই আপনি ওই দিকে সরে বসেন এইদিকে চাপেন কেন বারবার? বাসে উঠে এসব-ই করে বেড়ান? ছি!
আমি আরো চেপে বসলাম।
গাড়ি হাইওয়েতে যাত্রা বিরতি দিলো। নেমে জানালার পাশে গিয়ে বললাম, "আসেননা একটা কফি খাই, ভেতরে এসি আছে। ভালো লাগবে। কিছু সুখ দুঃখের আলাপ করি দুজনে। আপনিও একা আমিও একা।"
- আপনি খান, আমায় বলছেন কেনো? আমি এখানে ভালো আছি সুখে আছি। আর একা থাকাটাই সেফ আপাতত। প্লিজ বিরক্ত করবেন না।
.
দুইটা চিপস নিয়ে আবার গাড়িতে উঠলাম, একটা তাকে দিলাম আরেকটা আমি;
- দেখেন আমি অপরিচিত কারো দেয়া কিছু খাইনা।
বলেই আমার সামনের সিট কভারে রেখে দিলো।
আমি বললাম, "আচ্ছা আপনি এতো রাগ দেখাচ্ছেন কেনো?" বলেই ওর হাতটা ধরলাম,
সাথে সাথেই মেয়েটা উঠে দাঁড়িয়ে গেলো, জোরে চেঁচিয়ে বলে উঠলো
- আপনি আমায় তখন থেকে ডিস্টার্ব করতেছেন, লোক দিয়ে এমন ক্যালানি দিবো, ফাজলামো ছেড়ে দিবেন। ফাজিলের ফাজিল কোথাকার!
ঠিক তখনই পেছন থেকে এক লোক আমার কলার চেপে ধরলো, আমি ওই লোককে এক ঝটকায় পেছনে ঠেলে দিলাম। মেজাজটা খারাপ হয়ে গেছে, বাসে হট্টগোল কান্ড শুরু হয়ে গেল।
ও' তাড়াতাড়ি উঠে ওই লোককে বললো;
- এই আপনি উনার কলার ধরলেন কেন?
- এই শালায় আপনাকে ডিস্টার্ব করছিলো তাই।
- মুখ সামলায় কথা বলেন, আমি কি আপনাকে একবারো বলেছি যে, উনি আমায় ডিস্টার্ব করছে?
- উনার জন্য এখন দরদ উতলায় পড়ছে কেন? একটু আগেও তো চেঁচামেচি করছিলেন, উনি কি হয় আপনার?
তখন ও চিৎকার করে বললো;
- ও' আমার স্বামী!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now