বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

খুদে বাহিনীর গুহা অভিযান (৯ এবং শেষ)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ᴍᴅ. ɪǫʙᴀʟ ᴍᴀʜᴍᴜᴅ (০ পয়েন্ট)

X ৯. সব বন্দী, আটক করা হেরােইন ও কোকেনের প্যাকেটগুলাে নিয়ে পুলিশ অফিসাররা চলে গেলেন। রয়ে গেলেন কমিশনার জিম হারবার্ট, সহকারী কমিশনার জন হপকিন্স, ইন্সপেক্টর ন্যাশফিল্ড ও অন্য তিন-চারজন অফিসার । হারবার্ট বললেন- : এবার এ সাহসী ছেলে-মেয়েগুলােকে বাড়ি পৌছে দিতে হয়, কী বলেন মি. হপকিন্স। হা স্যার। আমি ওদের নিয়ে যাচ্ছি । বাড়ি পৌছে দিয়ে আসি। : চলুন, আমিও যাই । খুদে বাহিনী বা গ্রুপ ফোরের সদস্যরা হপকিন্সের গাড়িতে ওঠে। সেখান থেকে তাদের দাদুর বাড়ির দূরত্ব এক কিলােমিটারেরও কম। তাই অল্পসময়ের মধ্যেই পৌছে যায় তারা। গাড়ি থেকেই দাদু বাড়ির সামনে বেশ কিছু লােক চোখে পড়ে কুর্টের । এত রাতে এত লােক! সবার আগে লাফ দিয়ে নামে কুর্ট। গেটের কাছে যেতেই দাদুকে দেখতে পায় সে। উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকাচ্ছেন তিনি। কুর্ট তার কাছে গিয়ে দাঁড়ায়। এর মধ্যে ন্যান্সি, লিন ও ডেভও এসে পৌছে । তাদের জড়িয়ে ধরেন দাদু । কুর্ট দেখে, তার গাম্ভীর্য সরে গেছে। মুখে হাসি । বলেন- : কী কা- ঘটিয়েছ তােমরা দেখেছ? আমাদের ঘুমাতে দাওনি। প্রতিবেশীরা অনেকেই খবর জেনে চলে এসেছেন। হাজির হন হারবার্ট ও হপকিন্স । হপকিন্স কুর্টের দাদুকে দেখিয়ে হারবার্টকে বলেন- : স্যার! ইনি জেফ সাদারল্যান্ড। এখানকার বিশিষ্ট ব্যক্তি। এদের দাদু। হারবার্ট করমর্দ করেন তার সাথে । বলেন- : এ সাহসী ছেলে-মেয়েগুলাে চমৎকার কাজ করেছে। পুলিশ বিভাগ ওদেরকে একটা রিসেপশন দেবে। আমরা কাল যােগাযােগ করব ওদের সাথে । ভালাে থাকুন । আমরা আসছি এখন। হপকিন্সও বিদায় নেন তার কাছ থেকে। চলে যান তারা সবাই । প্রতিবেশীরাও পা বাড়ান নিজ নিজ বাড়ির দিকে । : খুদে বাহিনী, চল ঘরে যাই আমরাও । ওদের দিকে চেয়ে বললেন দাদু। ‌ ‍(সমাপ্ত) * অ্যালান ফিনচ ১৯৬১ সালে যুক্তরাজ্যের ব্রাইটনে জন্মগ্রহণ করেন। তিনি শিশু-কিশােরদের জন্য অনেক ছােটগল্প-উপন্যাস লিখেছেন। খুদে বাহিনীর গুহা অভিযান' নামের কিশাের উপন্যাসটি তার ট্রেজার ইন দ্য কেভ' নামক ছােট উপন্যাসের রূপান্তরিত রূপ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬৮ জন


এ জাতীয় গল্প

→ খুদে বাহিনীর গুহা অভিযান (৯ এবং শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now