বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজেতে আসা আর জিজেসদের সাথে কাটানো ১ বছর

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রুবাইয়া ইসলাম (০ পয়েন্ট)

X জিজেতে আসা আর জিজেসদের সাথে কাটানো ১ বছর আমি রুবাইয়া ইসলাম।আমি এই জিজে পরিবারে একজন সদস্য। আমি ছোট থেকেই গল্পের বই ও অজানা বিষয় জানতে ভালোবাসতাম। তাই নিজের স্মার্ট ফোন হাতে আসার পর বিভিন্ন সিরিজ আর বিভিন্ন বিষয় পড়তে থাকি।সেই সূত্র ধরে ফ্রি বেসিক অ্যাপ ডাউনলোড করি।ওই যে আগে বললাম অজানা বিষয় জানেত ভালোবাসতাম। তাই ফ্রি বেসিকে কি কি আছে দেখার জন্য আরও পরিষেবা যোগ করুন সেখানে ক্লিক করে খুঁজতে খুঁজতে গল্পের ঝুড়ি মানে আমার প্রিয় জিজে আসে। তখন আমি সেটা অ্যাড করে নিই। অ্যাড করার পর গল্প পড়তাম।কিন্তু মন্তব্য করতে পারতাম না। মন্তব্য করার জন্য লগইন করা লাগবে তো আমি মন্তব্য না করেই গল্প পড়তাম। গল্প পড়তে পড়তে হঠাৎ একদিন খেয়াল করি যে সবাই মিলে আড্ডা দিচ্ছে তো সেখান থেকে আমার ইচ্ছা হয় জিজের সদস্য হতে।কিন্তু কিছুদিন দিন পর আমার HSCপরীক্ষা ছিল তাই আমি সদস্য হয় নি ভাবছিলাম পরীক্ষার পর হব। কিন্তু আমার ভাগ্য খারাপ পরীক্ষা হলো না পিছিয়ে গেল তো আমিও কিছু দিন পর সদস্য হয়ে গেলাম।coolcoolcool এতক্ষণ তো শুনলে আমার জিজেতে আসার ঘটনা এবার কাটানো দিনগুলোর কথা শুনবে নাকি??gjgjgj শুনতে রাজি থাকলে বলেন পরের পর্বে লিখে দেব। ইনশাল্লাহ এতক্ষণ ধৈর্য ধরে ভাট বকা শোনার জন্য সবাই অসংখ্য icecreamicecreamicecream


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৭২ জন


এ জাতীয় গল্প

→ জিজেতে আসা আর জিজেসদের সাথে কাটানো ১ বছর পর্ব২
→ জিজেতে আসা আর জিজেসদের সাথে কাটানো ১ বছর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now