বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যারা ভালোবাসে, তারা
কখনো সকালে
‘গুড মর্নিং’ বলে না।
তারা বলে ‘কি ব্যাপার
ঘুম ভেঙেছে?
নাকি এখনো
পড়ে পড়ে ঘুমানো হচ্ছে?"
.
যারা ভালোবাসে, তারা
কখনো ঘুমানোর
আগে ‘গুড নাইট’ বলে
ঘুমায় না।
তারা ঘুমানোর আগে
বলে, ‘তাড়াতাড়ি
ঘুমাও।
খবরদার ফেসবুকে যাবা
না, কারো সাথে
চ্যাট
করবা না! কথা না শুনলে কিন্তু খুন করে
ফেলবো!
.
যারা ভালোবাসে, তারা
কথায় কথায় ‘আই
লাভ ইউ’
বলে বলে মুখে ফেঁনা তুলে ফেলে না।
তার কিঞ্চিত
অভিমানের সুরে মিষ্টি খোঁচা মেরে
বলে, ‘তুমি আমায়
ভালোই বাসো না!’
.
যারা ভালোবাসে, তারা
কখনো কথায়
কথায় ‘আই
মিস ইউ’ বলে না।
তারা নীরবতা ভেঙে
হঠাৎ করেই বলে
ওঠে ‘আমাকে
আর মনে পড়ে না তাই
না?’
.
যারা ভালোবাসে, তারা
কথায় কথায়
‘তোমাকে খুব
সুন্দর লাগছে’ বলে না। ভালোবাসার মানুষটিকে
দেখেই তাদের
মুখটা
অনরকম এক মুগ্ধতায় ভরে যায়। কিছু কিছু
নীরবতা
হাজারো প্রশংসার
সমান!
.
যারা ভালোবাসে, তারা
কখনো ‘ও আমার
বিএফ/ও আমার জিএফ’
বলে না।
তারা নিজের
ভালোবাসার মানুষটার
কথা কারও
কাছে বলতে গেলে
কনফিউজড হয়ে যায়।
তাকে কি
বলে সম্বোধন করবে সেটা নিয়ে!
.
ভালোবাসা আর রিলেশন
করার মধ্যে
অনেক পার্থক্য। আকাশ-
পাতাল পার্থক্য
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now