বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি সকালে ঘুম থেকে উঠলাম । উঠে হাত মুখ ধুয়ে , অনলাইন ক্লাস করলাম । তারপর যা হলো তা বিশ্বাস করার মতো ছিল না । স্কুল থেকে পড়া দিয়েছে ও এসাইমেন্ট দিয়েছে । এসাইমেন্ট এর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম । যেদিন থেকে আমি এসাইনমেন্ট লেখা শুরু করেছি । সেদিন থেকে আমি একটু ও পড়াশোনা করলাম না ।এসাইনমেন্ট এসাইনমেন্ট বলে স্যার আমাদের মাথা খেয়ে ফেলে । সাথে স্কুলের হোম ওয়ার্ক ও এসাইনমেন্ট কী একসাথে করা যায় । সেটাই মা বাবা কে বুঝানোর জন্য অনেক চেষ্টা করি । কোন সময় হোম ওয়ার্ক করি । কোন সময় এসাইনমেন্ট করি । আমি তো সব এসাইনমেন্ট এর উত্তর দেখে দেখে লিখি । আমার বন্ধু এসাইনমেন্ট না লিখার জন্য স্যারকে বলেছে যে সে করোনা ভাইরাস এ আক্রান্ত । এই বলে সে আর এসাইমেন্ট লিখল না । কিন্তু আমি তার মতো এতো বোকা না । আমি এসাইমেন্ট না লিখার জন্য বাসা ছেড়ে পালিয়ে গেলাম । তারপর আমি পাশের গ্রামে দুদিন না খেয়ে থাকলাম । তিন নম্বর দিনে আমার এত পেটে খিদে লেগেছে বলার মতো না। আমার মা-বাবা ছাড়া খুব মন খারাপ হচ্ছিল । তাও কোন মতে দিন কাটে ফেলবো । এখন কোন কিছু না করতে আমার বোরিং লাগছে । আমার কোন কিছু করে সময় কাটানোর দরকার । বাসা থাকতে এসাইনমেন্ট লেখে সময় কাটাতাম । কিন্তু এখন কি করব আমি তো বাসা ছেড়ে পালিয়ে এসেছি । এখন আমার খুব মনে পড়ছে আমার বাবা মায়ের কথা ।তাও আমি একটি শিশু নাগরিক । তাই আমি আমার বাবা-মায়ের ফিরে যাব না । আমার পেটে অনেক খিদে লেগেছে । তাই আমি একজনের কাছ থেকে চেয়ে দুটি পাঁউরুটি খেলাম । আমি আর কী করব । তারপর আমার একটি সিলেটি লোকের সাথে কথা হল লোকটি বলল , কিতা খবর ভালা আছনি । আমি ভাবলাম কেউ মনে হচ্ছে চায়না ভাষায় কথা বলছে । তার পর আমি ওখান থেকে চলে আসলাম । তারপর আমি আবার বাসায় ফিরে আসলাম । তারপর আবার এসাইনমেন্ট এর চাপ শুরু হয়ে গেল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now