বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯-এ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন।
বাবার নাম তমিজউদ্দিন আহমেদ,মায়ের নাম জয়নাবুন্নেছা।
স্কুলের লেখা পড়া শেষে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে।
ভালোছাত্র হিসেবে অল্পদিনেই সুনাম অর্জন করেন এবং আর্ট স্কুলের শিক্ষা শেষে সেখানেই শিক্ষকতা করেন।
১৩৫০ সালে বাংলায় প্রচন্ড বড় দুর্ভিক্ষ দেখা দেয়। তৎকালিন শাসকদের অবহেলার কারনে এ দুর্ভিক্ষ হয়েছিল।
জয়নুল আবেদিন ঐ দুর্ভক্ষ সম্পক্যে কালো কালিতে অনেক ছবি আকলেন।
পরবর্তি কালে ঐ ছবিগুলোই হলো দুর্ভিক্ষের ছবি।
বাংলার মানুষ তাকে ভালোবেসে তার নাম দিয়েছিলেন শিল্পাচার্য।
শিল্পাচার্যের শ্রেষ্ঠ কাজগুলোর মদ্ধ্যে উল্লেখযৌগ্যগুলো হচ্ছেঃ-
দূর্ভিক্ষের চিত্র ১৯৪৩,সংগ্রাম,গরুর গাড়ি,গুনটানা,সাওতাল,প্রসাধন,নবান্ন,মনপুরা-৭০ ইত্যাদি।
এই অমূল্য চিত্রগুলোকে সংরক্ষিত আছে ঢাকার জাদু ঘরে ও ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালায়।
১৯৭৬ সালের ২৮-শে মে এই মহান শিল্পি ৬২ বছর বয়সে পরোলোক গমন করেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now