বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥বিশ্ব ভালোবাসা দিবস♥

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান =_= (০ পয়েন্ট)

X বিশ্ব ভালোবাসা দিবস ---- লেখাঃ- রিয়াদুল ইসলাম রূপচাঁন উৎসর্গঃ- মানব - মানবী। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন । আজ বিশ্ব ভালোবাসা দিবস । একটি বিশেষ দিন। হ্যা এই দিনটি চলুন সবাই পালন করি। তবে অন্যভাবে। কিভাবে পালন করবেন। নিজের ঘরে মা-বাবা, ভাই-বোন আছে। যারা শুধুমাত্র এই বিশেষ দিনে আপনাকে ভালোবাসে না। ভালোবাসা প্রতিদিন, প্রতিক্ষণ এবং প্রতিটি সেকেন্ডেই। আপনিও তাদেরকেই ভালোবাসেন। হিহিহি অনেকে নিজের বাড়ির লোককেই সালাম দিতে লজ্জা পায়। লজ্জা কাটিয়ে বাসায় গিয়ে মা-বাবাকে সালাম দিন। মা-বাবা সারাজীবন আপনাকে লালন করে। আপনি এই বিশেষ দিনে তাদেরকে কিছু উপহার দেন । সামর্থ্য না থাকলেও সামান্য কিছু এনে তাদের হাতে তুলে দেন। দেখবেন তাদের চোখ ছলছল করে জলরাশি গড়িয়ে পড়বে। আপনাকে বুক ভরে দোয়া করবে। আর এই দোয়াই আপনার পূন্যের খাতা ভরে যাবে। পরবর্তীতে ফল পাবেন। ছোট্ট বোনটিকে তার পছন্দের কিছু গিফট করি, যা কল্যাণকর। ছোট্ট ভাইটিকে তার পছন্দের জিনিস এনে দিই। দেখবেন এভাবেই ভালোবাসা দিবস স্মরণ হয়ে থাকবে মনের মেমোরিতে। ৳ ৳ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কথা ভাবছেন। আচ্ছা ভাবুন। কারণ ভালোবাসা দিবস তো আজ। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তবে তাকে হেদায়েতের দিকে আনেন। উদাহরণস্বরূপ--- আমি আপনার প্রেমিকাকে ভালোবেসে কিছু উপহার দিলেন। সাথে তাকে ভালো উপদেশও দেন। তাকে নামাজ কায়েম করতে বলুন, পর্দা করে চলতে বলুন। আপনার সামনেও জেনো বেপর্দা না থাকে। কারণ আপনি এখনও পর পুরুষ । বোরকা পরিধান করতে বলুন। তার হাত, শরীর স্পর্শ করবেন না। কু-মতলব বা খারাপ চিন্তা-চেতনা করবেন না। এতেই ভালোবাসা অটুট থাকে। রুমডেট, স্পর্শ, আবেগে কিছু করা অনুচিত। প্রেমিক প্রেমিকা বলে মোহের বসে অবৈধ কাজ করা যাবেনা। এটা কখনো ভালোবাসা হতে পারেনা। ভালোবাসা মানেই বিয়ের আগ পর্যন্ত সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। ইসলামি শরিয়ত মানা। অনুরূপভাবে মেয়েদেরও নিজেকে নিঃস্বার্থভাবে কারো কাছে বিলিয়ে দেওয়া যাবে না। অথবা একটা প্রতিশ্রতিতেও বিলিয়ে দেওয়া যাবে না। সময়ের কাজ সময়েই করা শ্রেয়। অতএব আপনিও আপনার ভালোবাসার মানুষকে ইসলামীকে শরিয়তে চলতে বলুন। এভাবেই ভালোবাসা স্মরণীয় হয়ে থাকবে । ★★★★★ দিবস নামে ভন্ডামী আর... চলে মোহের খেলা, ভাসিয়ে দিন, গুড়িয়ে দিন... মিথ্যার যত ভেলা। কোন সেই প্রতিশ্রুতি.. সময় সয়না মনে, কেন কর অপকর্ম... মিথ্যা ভালোবাসার জলে। খাঁটি যদি হয়গো তবে... চাইবেনা কখনো শরীর... বর্তমানের কলঙ্কিত প্রেম... ঘোর লাগিয়ে মোহ করেছে ভীড় । শতশত নারীর হনন... হচ্ছে দিবস স্মান... ওহে নারী সতর্ক হও... মনে আনো ইমান। ???????????????????????????????????? কি লিখলাম নিজেও জানিনা। ভুল-ত্রুটি মার্জনা করবেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৮৭ জন


এ জাতীয় গল্প

→ ♥বিশ্ব ভালোবাসা দিবস♥

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now