বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালো আর মন্দ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রূবা ৭বছরের একটি মেয়ে । সে এখন পর্যন্ত বাইরের আলো বাতাস কিছুই দেখে নি । কিছুই সে ঠিক মত চিনেও না । তো একদিন সে তার বাবার কাছে আবদার করে যে,সে ঘরের বাইরে যাবে । রূবার সাথে তার একটি বান্ধবীও আছে । রূবার বাবা রূবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ১০০০আয়নায় তৈরী ঘরে যেতে দিতে রাজি । ঘরটি ভেতরে ১০০০টি আয়না আছে । তো রূবা আর রূবার বান্ধবী সেখানে যায় । প্রথমে রূবা ঐ ঘরে ঢুকে । প্রথমে সে চমকে যায় রূবার মতো আরও ১০০০টি রূবা ঐ ঘরের ভেতরে দেখা যাচ্ছে আয়নাতে । রূবা যেভাবে হাত তুলছে সেভাবে প্রত্যেকটি আয়নাতেও একসাথে সবাই হাত তুলছে আবার রূবার মত হাত নামিয়ে ফেলছে । এসব রূবার কাছে খুব ভালো লাগে । এরপর রূবা ফিরে আসে । আর রূবার বান্ধবী ঐ ঘরটিতে ঢুকে । সে ঢুকেও একই অবস্থা তার নিজের ১০০০টি ছবি দেখে সে ভয় পায় । আর ভূত ভূত বলে চিৎকার দিয়ে বাইরে চলে আসে । *যে কোনো জিনিস কেউ ভালো ভাবে ব্যবহার করে আবার কেউ খারাপ ভাবে ব্যবহার করে । যে যেভাবে ব্যবহার করবে সে সে অবস্থানে থাকবে ।*


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬০ জন


এ জাতীয় গল্প

→ মানুষ কেন ভালো বা মন্দ কাজ করে?
→ ইন্টারনেট দুনিয়ার ভালো-মন্দ
→ ভালো আর মন্দ
→ ভালোবাসা মন্দবাসা !!!
→ "নান্টুর পিঠে ভালো মন্দ "

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now