বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
১ম অংশেরর পর থেকে।
আমি এখন কি করবো ভেবে পাছিলাম না। সেই দিন শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালাম। মা কে যদি এখন ফোন করি তাওলেও বিপদ। তাহলে কি করবো আমি। এই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক কাচ্ছিল। খুব খিদে পেয়েছিলো। তার পর একটি খাবার দোকানে গেলাম। সেসব খাবারের নাম জানি না, বলবো কি করে এটা দেন ওটা দেন। কিন্তু হঠাৎ দোকানি আমায় জিজ্ঞেস করলো কি নিবে ভাই? আমি শুনে অবাক। তারপর আমি বললাম ভাই আপনি বাঙালি। তা বলতেই হেসে দিলেন তিনি। হ্যা ভাই আমি বাঙালি। তার পর আমার যেগুলো জিনিস খেতে মন চায় সেগুলো নিলাম। তার পর টাকা দেওয়ার সময় তিনি বললেন আমাকে টাকা দিয়ে লজ্জা দিবে না। তারপর উনার সাথে কিছুক্ষন আলাপের পর তিনি আমায় বললেন আমার একটি ছোট ঘর আছে দুই দিন আপনি থাকতে পারবেন। আমি আর না বলি কীভাবে। বিদেশে গিয়ে একটা বাঙালির সাথে দেখা হলে কত যে ভালো লাগে তা আমি ছাড়া কেউ বুঝবে না। রাত ১২টা নাগাদ তার দোকান বন্ধ করলেন। তার পর তার বাড়ির পথে
আমি রওনা দিলাম। এরকম বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল। তার বাড়িতে গিয়ে দেখি করুণ অবস্থা।
★★পাটক বন্ধুরা এর পরের অংশ কালকে দেওয়া হবে★★
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now