বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপূর্ণ ভালোবাসা-৬
লেখকঃ নাফিজ আহমেদ,,
একাকী নিরব নিস্তব্ধ পরিবেশে পদচারণ করছি কোন এক অচেনা প্রকৃতিতে। মনের গহিনে এক বিরল চিন্তার ধরা প্রস্ফুটিত হয়ে প্রবাহ নদীর ন্যায় বইতে থাকে অজানা গন্তব্যে। কয়েক কদম সম্মুখে পাড়ি জমাতেই অবলোকন করি আমার অচিনপুরের রাজকন্যা। কাশফুলের আড়ালে সে ভুদৌড় দিতে দিতে আসছে আমার দিকে। তার অপরুপ সৌন্দর্যে বিভোর হয়ে এক নাগারে চেয়ে আছি। তাকে দেখে নিজের অজান্তেই কখন যেন হারিয়ে গেছি রুপকথার রাজ্যে। নিজের সাথেই বলছি কোন এক বসন্তের ধেয়ে আসা বাতাসের মতো তুমি আগমন ঘটিয়েছো আমার এই ক্ষুদ্র হৃদয়ে। তোমার সাথেই কাটিয়ে দিব জীবনের বাকিটা প্রহর। আমিও একটু সম্মুখে তাকে আলিঙ্গন করে নেওয়ার জন্য হারিয়ে গেলাম। দুইজন একই সাথে পথ চলতে থাকলাম অনেকটা দূরে। এর আগে কখনও তাকে দেখিনি। হয়তো এলাকায় নতুন এসেছে। সে এখনও অবহিত না যে কেন আমি তাকে নিয়ে এত উত্তেজিত। হয়তো সে ভাবছে এইটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে কেন যেন বিষয়টা অস্বাভাবিক লাগছে। আগে কখনও কোন মেয়ের সাথে এমন সময় পার করিনি। আজ হৃদয়ের অতল গহ্বরে কি যেন এক বিশাল আনন্দের জোয়ার যশ তুলছে। আমি তাকে নিজের সমস্ত কথা ব্যক্ত করতে থাকলাম। সেও আমাকে তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন গল্প নিজ ভাষায় ব্যক্ত করল। অনেকক্ষণ বিভিন্ন কথোপকথন ইতি করে দুইজনেই আপন নীড়ে প্রত্যাবর্তণ করছি। তবে আমি অনুধাবন করতে পারছি এটা কোন সাধারণ ব্যাপার নয়। নিশ্চয় আমি তার ঐ মায়া ভরা আঁখি দেখে হারিয়ে গেছি এক অন্য জগতে। আমি কোন রকম এই দীর্ঘ রজনীকে অতিবাহিত করে তার জন্য অপেক্ষা করছি এক নিরব নিস্তব্ধ পরিবেশে। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা সম্মুখে এক বিরাট মাছে ভরা পুকুর। মাঝে মাঝে উত্তরের হৃদয় জুড়ানো বাতাস আলতো করে ছোঁয়া দিয়ে হারিয়ে যাচ্ছে আপন গন্তব্যে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সে আগমন ঘটাল এই হৃদয়ঙ্গম করা এক মনোমুগ্ধকর পরিবেশে। তার আগমনে যেন চারিদিকের পরিবেশটা শীতল হয়ে গেল। তাক দেখে আমিও ভীষণ খুশি হইলাম। তার সাথে কথা বলতে বলতে হারিয়ে গেলাম গল্পরাজ্য যেখানে শুধু সে এবং আমি। দুইজনে যেন প্রকৃতির এই সৌন্দর্যের মধ্যেখানে হারিয়ে গেছি। আমি তাকে বললাম তুমি কি করে বুঝলে যে, আমি এখানে উপবিষ্ট আছি। সে তার মতো করে বলল কেননা গতকালও তো আপনি এখানে ছিলেন,এইজন্য ভাবলাম আজও হয়তে এখানেই আছেন। তা আপনি এখানে কি করছেন আমি একটু আচমকা ভাবে বলে উঠলাম এমনেতেই একাকী থাকতে আমার খুব ভালো লাগে। এই জন্য মাঝে মধ্যে মনটা খারাপ থাকলে বা একাকী থাকলে এই নিরব পরিবেশে পদার্পণ করি। ওও, তাহলে আমি চলে গেলাম। আমি বললাম কেন কি হলো? সে বলল আপনিই তো বললেন আপনার একাকী থাকতে ভালো লাগে এইজন্য। আমি তাকে বললাম আরে না, সমস্যা নাই আজ নয় দুইজনে এক হয়েই সৃষ্টিকর্তার সৃজনকৃত এই চক্ষু শীতল করা পরিবেশকে আপনার করে আলিঙ্গন করে নিব। তাই, খুব ভালো কথা বলেন তো আপনি। আরে না, এই আর কি চলারপথে যতটুকু প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করি। গল্পের ""শেষটা অনেক কষ্টের,,, পাঠকবৃন্দ চলবে?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now