বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেষ বিকালের আকাশ

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X শেষ বিকালের আকাশঃ নাফিজ আহমেদ,, নিরব নিস্তব্ধ পরিবেশে ধীরে ধীরে বেড়ে ওঠা ছেলেটি। সে যেন সকলকে এড়িয়ে চলে নিরবতাকেই কাছের করে নিয়েছে। ছেলেটি দৈনন্দিন নিজের সমস্ত অগোছালো কাজগুলো সুন্দর করে সমাপ্ত করে হারিয়ে যায় প্রকৃতির মাঝে। প্রকৃতির সাথে এক অন্য রকম সম্পর্ক গড়ে তোলে ছেলেটি। সে নিজের জন্য জনমানব শূন্য এক নতুন জগৎ সৃজন করে নিয়েছে। যেই জগতের একটাই মানুষ আর সেটা সেই। তার কল্পনার জগৎ এক বিশাল। ছেলেটি যখনই অবসর সময় পায় ছুটে চলে যায় পুকুরের ধারে। সেখানে বসে থাকতে সে অধিক পছন্দ করে। নীল আকাশটা দিয়ে এক ঝাঁক শালুক মুক্ত বাঁতাসে ডানা মেলে উড়ে যাচ্ছে কোন এক অজানা ঠিকানায়। ছেলেটি সেই সমস্ত পাখিগুলোকে এক নজরে দেখে যাচ্ছে,চক্ষু অগোচর না হওয়া পর্যন্ত। নিজের পাশে পরে থাকা ইটের ছোট্ট ছোট্ট টুকরাগুলোকে পুকুরে নিক্ষেপ করছে এবং সৃজনকৃত ঢেউগুলো মিছে গোনার চেষ্টা করছে কিন্তু বারংবার হেয় হারিয়ে ফেলছে । নিজেই নিজের করা এক অজানা কল্পনায় বিভোর হয়ে যাচ্ছে সর্বদা। এ যেন এক অদ্ভুত পৃথিবী। যেই পৃথিবীটাতে সেই সব। মাঝে মাঝে শেষ বিকালের আকাশটাতে এক অন্য রকম রৌদ্র অবলোকন করে সে। শেষ বিকালের আকাশে অবস্থিত ঐ রঙিন সূর্যটাকে দেখে সে খুবই আনন্দিত হয়। ছেলেটি যেন নিজের ভাষায় বলতে চাই, তোমাকে দেখতে পেয়ে এই বিশাল ভূমন্ডলে যা কিছু আছে সবকিছুকে সাময়িকের জন্য ভুলে থাকতে ইচ্ছে করে, আমি শুধু তোমাকেই দুচোখে অবলোকন করতে চাই হে, শেষ বিকালের আকাশ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৭৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now