বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লং ডিসটেন্স রিলেশনশিপ ১৬

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PRINCE FAHAD (০ পয়েন্ট)

X উনি আমার ফোন কেটে দিলো আমি সাথে সাথেই অনুকে ফোন করলাম অনু রিসিভ করলো আমি অনুকে সব বললাম অনু আমি তোমার আব্বু কে এতো চেষ্টা করেও বোঝাতে পারলাম না গো উনি আমার কোন কথা শুনলেন না গো আমি এখন কি করবো তুমি বলে দেও অনু তুমি এখন যা করতে বলবে আমি তাই করবো আমি তোমাকে ছাড়া বাচতে পারবো না অনু সত্যি পারবো না অনু তুমি যে আমার নিশ্বাস তুমি না থাকলে আমি কেমন করে বাচবো বলো অনু তুমি অন্য কারোর হলে আমি কি করে থাকবো এই পৃথিবীতে বলো অনু বলো অনু তুমি অন্য কারোর হওয়ার আগে আমাকে বলে দিও আমি কেমন করে নিশ্বাস নেব আর এ এই অনু তুই যে আমার অক্সিজেন তুই কেন বুঝতে পারছিস না আমি পারবো না তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে আমি বুক ফাটা কান্না নিয়ে কথা গুলো বলেই যাচ্ছি আর অনু শুধু তুপ করে কান্না করেই যাচ্ছে অনু যেন র্নিবাক হয়ে গেছে ওর কথা বলার শক্তি হারিয়ে গেছে হঠাৎ কেমন একটা শব্দ হলো ওপাশ থেকে অনুর কান্নার শব্দ ভেসে আসচে না আর কি হলো অনু কথা বলো কিছু বলছো না কেন প্লিজ বলো কিসের শব্দ হলো অনু কিছুই বলছে না এদিকে আমার চিন্তা আরো বেড়ে গেল কি হলো হঠাৎ কিছু সময় পর কেউ যেন বলছে এই তাড়াতাড়ি পানি আনো অনু মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেছে আমি বুঝতে পারলাম তখন অনুর হাত থেকে ফোন পড়ে যাওয়ার শব্দ হয়েছিল আর অনু অজ্ঞান হয়ে গেছে বলে কোন কথা বলতে পারিনি হঠাৎ ফোনটা কেটে গেল আমি বুঝলাম কেউ ফোন টা হাতে নিয়েছে আর সে ফোন কেটে দিয়েছে তাই আমিও আর ফোন দিলাম না পরে কথা বলবো ভেবে হাত থেকে ফোন টা বিছানার উপর রেখে আমি ফ্লোরে বসে পড়ি আজ আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরছে ছেলেদের চোখে নাকি জল মানায় না ছেলেদের যতই কষ্ট হোক তবুও নাকি শক্ত থাকতে হয় কিন্তু আমি কেন পারছি না শক্ত থাকতে আমি কেন পারছি না চোখের জল আটকে রাখতে আমি তো ভাবতেই পারছি না আমার অনু হারিয়ে যাবে হঠাৎ আম্মুর ফোন দেওয়াতে আমি কোন রকোমে নিজেকে সামলিয়ে আম্মুর সাথে কথা বললাম আম্মু বাসায় যেতে বলছে পরিক্ষা শেষ হয়ে গেছে তাই আমি আম্মুকে বললাম কিছু দিন পরে যাব আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম আমি এখন বাড়ি গেলে আম্মু আমার মুখ দেখে সব বুঝে যাবে আর আম্মু আব্বু অনেক চিন্তা করবে আমি চাই না আমার জন্য তাদের কোন সমস্যা হোক তাই আম্মু কে বললাম যে এখন বাড়ি যাব না কিছু দিন পরে যাব এইখানে থাকলে চলবে,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৭৫ জন


এ জাতীয় গল্প

→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১৩
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১২
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১১
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ১০
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৯
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৮
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৭
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৬
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৫
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৪
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ৩
→ লং ডিসটেন্স রিলেশনশিপ ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now