বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছাদে এসে বসলাম তারপর অনুর সাথে কথা বললাম কিছুসময়
এই ভাবেই কেটে গেল এক সপ্তাহ আজ ম্যাচে চলে যাব বিকালে ৪ টার সময় বাস
সারা দিন আজ বাসায় আব্বু আম্মুর সাথে কাটালাম আপু ও এসেছে আমি চলে যাব তাই
দেখতে দেখতে সময় হয়ে গেছে এখন বের হতে হবে না হলে বাস মিচ করবো
আমি জামা কাপুর আর কিছু বই নিয়ে ব্যাগ গুছায়ে নিলাম
আর আম্মু কিছু খাবার দিয়ে দিলো সাথে রাতে খাওয়ার জন্য
আমি সব কিছু নিয়ে বের হয়ে আসলাম আম্মু কান্না করছে এবার অনেক দিন বাসায় এসে ছিলাম
আপুর ও মন খারাপ আব্বু আমার সাথে আসলো বাস ইস্টান্ড পর্যন্ত
আমি বাসে উঠে আমার ছিটে বসলাম তারপর গাড়িটা ছেড়ে দিল আর আব্বু ও চলে গেল
আমি জানি আব্বুর ও অনেক কষ্ট হচ্ছে কিন্তু সবার মতো মুখে বলতে পারচে না
আমি চলে আসার পর বাসায় শুধু আব্বু আর আম্মু আপুও চলে যাবে তার শশুর বাড়ি
নিরিবিলি ওদের সময় কাটবে না আমি থাকলে সারাক্ষণ জালাতাম আম্মুর
এইসব ভাবতে ভাবতে মনে হলো আমি গাড়িতে উঠে পড়ছি কিন্তু অনুকে তো জানানো হয়নি
তাই অনুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম
অনু আমাকে সাবধানে যাওয়ার কথা বললো আর পৌঁছে যেন অনুকে জানায় তাই বলে কথা শেষ করে ফোন রেখে দিলো
আমার পৌঁছাতে ২.৪৫ মিনিট মতো সময় লাগবে
কাল রাতেই ম্যাচে ফোন দিয়ে বলে রাখিচি আজ আমি ম্যাচে উঠবো তাই সব যেন ঠিক করে রাখে
কিছুক্ষণ পর আমি বাস থেকে নেমে একটা রিকশা নিয়ে আমার ম্যাচে পৌঁছে গেলাম
অবশ্য ম্যাচ টা আমার কলেজের কাছেই হেটে গেলে মাত্র ১৫ মিনিট লাগে
তারপর রিকশা ভাড়া দিয়ে ব্যাগ নিয়ে ভিতরে গেলাম
রুমের ভিতরে যেতেই আকাশ এগিয়ে আসলো আমার দিকে
ওও আকাশ হচ্ছে আমার রুম মেট আমার বন্ধু আমরা এক সাথেই পড়ি কাল রাতে আকাশের কাছেই ফোন দিয়ে বলেছিলাম
যে আজ আমি ম্যাচে উঠবো তাই ও সব ব্যবস্থা করে রেখেছে
আমি রুমে ঢুকার সাথে সাথে আকাশ এসে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে রুমে রেখে দেয় আর আমাকে জড়িয়ে ধরে
তার পর ওর সাথে কিছু কথা বলে ফ্রেশ হয়ে এসে বিছানা একটু ঝেড়ে সুয়ে পড়লাম আমার আর আকাশ এর বেড আলাদা
তারপর বাসায় ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গেছি আম্মু খুব মন খারাপ করে আছে
তাই আম্মুর সাথে কিছু কথা বলে ফোন রেখে দিলাম তারপর অনুকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমি পৌঁছে গেছি
অনু আমাকে বললো আমি জেন বাইরে বেশি না ঘুরি কারোর সাথে যেন ঝামেলা না করি তারপর কথা শেষ করে ঘুমালাম
চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...