বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক ফাহাদ,,,
আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা এই গত ১৬ ডিসেম্বর বিকেলের ঘটনা, তবে চলুন শুরু করা যাক,,
আসলে ১৬ তারিখ বিজয় দিবস তার প্রেম দিবস ও বলা জায় ঐ দিন বিকেলে বন্ধু আমাকে কল দিলো বাইরে বের হবে তার ঘুরতে জাওওয়ার শখ
আর একটা কথা বলে রাখি আমি আর আমার বন্ধু দুইজনেই সিংগেল তবে আমাকে সবাই বলে আমি মিংগেল:বাট বিশ্বাস করেন ভাই আমি একটু বেশি মোবাইল চালাই বলে আমাকে মিংগেল বলে
জাক আসল কথায় আসি তারপর গেলাম বাইরে জাওয়ার সময় আমার বাড়ির পাশেই জেলা স্টেডিয়াম ওখানে বিকেলে কিসের জন্য জেনো স্কুল কলেজের ছেলে মেয়েরা দাড়ায় আছে প্রজেক্টর এর সামনে কৌতহল বসত গেলাম দেখার জন্য কি হচ্ছে, ওমা গিয়ে দেখি হাসিনা খালায় নাকি ভাষন দিবো তাই তারা দাড়ায় আছে লাইন ধরে ত গেলাম ভিতরে গিয়ে দাড়ালাম গার্লস স্কুলের মেয়েদের লাইনের পাশে সেখানে দারাতেই বন্ধুর একটা মেয়ের উপর চোখ জায় সে তো ফিদা আাহা মেয়েও তাকে ব্যাচেলর পয়েন্টর অন্তরার মতো চোখ দিয়া টান মারছে সেও সেই টানে চলে গেছে তার কাছে মনে মনে আরকি তারপর শুরু তাদের চোখাচোখি আর ঘটনা ঘটে গেলো আমি টের ও পাইনি
চলবে,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now