বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি সুযোগ চাই।

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান LUCKY (০ পয়েন্ট)

X মাঃ লুবনা খেতে আয়। লুবনাঃ আসছি মা। মাঃ আচ্ছা এত বড় হইছিস এখনো খাওয়ার জন্য ডাকতে হয় কেন? হুম লুবনাঃ তুমি যতক্ষণ না ডাকো ততক্ষণ খেতে মন চায় না। মাঃ তাই বুঝি, শশুর বাড়ি গিয়ে কি করবি ওখানেই তোর মা যাবে তোর সাথে তাইনা। লুবনাঃ আবার শুরু করলে বিয়ে শশুর বাড়ি এসব কথা বলো কেন সারাদিন। মেজাজ টাই খারাপ করে দিলে। মাঃ এসব কথা রাখ এখন তাড়াতাড়ি খেতে আয়। লুবনাঃ তুমি যেতে থাকো আমি আসছি। দাদিমা, বাবা, মা, লুবনা, ছোট ভাই আরাফাত, সবাই একসাথে খেতে খাওয়া দাওয়া শুরু করল। লুবনাঃ আমি বিজনেস করতে চাই। সবাই কয় সেকেন্ডের জন্য স্ট্যাচু হয়ে গেল। দাদিঃ বিজনেস সেটা আবার কি? আরাফাতঃ দাদি বিজনেস মানে ব্যবসায়। আপু ব্যবসায় করতে চায়। দাদিঃ হা হা হা মেয়েমানুষ হয়ে ব্যবসায়। মাঃ তোর মাথায় এসব বিজনেস করার ভূত চাপাইল কে? এতদিন তো এসব কথা বলিস নাই। আরাফাতঃ আজকে বলার জন্য এতদিন বলে নাই। মাঃ তুই চুপচাপ খাবার শেষ কর। বাবাঃ সবাই পড়াশোনা করে চাকরি বাকরি করতে চায়। আরাফাতঃঃ চাকরি তো বুঝি তা বাবা বাকরি তা কি? লুবনাঃ কে কি করতে চায় জানি না। আমি বিজনেস করতে চাই এটা জানি। বাবাঃ বিজনেসের কিছু বুঝিস? না শুধু মুখ দিয়ে বলছিস বিজনেস করব। আরাফাতঃ হা হা হা বাবা তুমি যে কি বলো মুখ দিয়েই তো বলবে। মাঃ এই তুই চুপ করবি। যা তো নিজের ঘরে যা। বাবাঃ এসব ভূত ঘাড় থেকে নাবা। এবার ভালো ঘর-বর দেখে তোমার বিয়ে দেব অনেক পড়াশোনা হয়েছে। লুবনাঃ তুমি তো তোমার বাবার মতো কথা বলছ, আমার বাবার মতো না। বাবাঃ মানে!!! লুবনাঃ তুমি এযুগের বাবা। এ দেশে অসংখ্য বাবা আছে। যারা তাদের মেয়েদের উচ্চশিক্ষিত করছেন। তারা স্বাবলম্বী হচ্ছে, উচ্চপদে কাজ করছে, ব্যবসায় করছে, দেশ ও মানুষের সেবা করছে। আর দাদি নবীজির সময়েও তো।মেয়েরা শিক্ষিত হয়েছে, ব্যবসায় করেছে, যুদ্ধে অংশ নিয়েছে। তোমার চারপাশে তাকিয়ে দেখ কবি নজরুলের কথার সাথে মিলে যাবে, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাবাঃ তুই যা বলছিস সত্য কিন্তু বলা এবং করার মধ্যে অনেক পার্থক্য। লুবনাঃ আমি করেই দেখাতে চাই। আমি শুধু একটা সুযোগ চাই। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে চাই। সফল ব্যর্থ হওয়া পরের কথা প্রথমে চেষ্টা করা। আজকাল মেয়েরা সবক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছে মেয়েরাও পারে। তাহলে আমি কেন পারব না, আমি পারব পারতে আমাকে হবেই। অনেক মেয়েরা আছে যারা স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন পূরণে পরিবার তাদের সাপোর্ট করে না, তাদের পাশে পায় না। আমার স্বপ্ন পূরনের পথে তোমাদের পাশে পেতে চাই। তোমরা আমার স্বপ্ন পূরণে আমার পাশে থাকবে??? আরাফাতঃ আপু আমি থাকব। বাবাঃ তুই আমার চোখ খুলে দিছিস মা। অবশ্যই আমরা সারাজীবন তোর পাশে থাকব। আরাফাতঃ কি আপু তোমার চোখ খুলে দিছে কই আমি তো দেখছি তোমার চোখ ঠিক জায়গাতেই আছে। সবাইঃঃ হা হা হা। বাবাঃ কি বলে লুবনার মা আর দাদি?? মাঃ আমিও তোর পাশে থাকব। দাদিঃ সবাই খুশি থাকলে আমিও খুশি। লুবনাঃ এই না হলে আমার পরিবার। আমার পরিবার পৃথিবী সবচেয়ে সেরা পরিবার।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০০৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now