বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♣পাখির নিকঠ আত্মসমর্পণ♣

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHUVO SUTRADHAR (০ পয়েন্ট)

X [গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ] সাম্প্রতিক কালে মহামারী রূপ নেওয়া করোনাভাইরাস সবকিছু ধংস করে দিলেও প্রকৃতিকে দিয়েছে আনন্দ। তাই আমি প্রকৃতির আনন্দ খুঁজতে বেরিয়ে পড়লাম খোলা আকাশের নিচে। হঠাৎ দেখি একটা ময়না পাখি আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে....... আমিঃ কিহ ময়না পাখি ভাই কোথায় যাচ্ছেন এইরকম অকুতোভয় ডানা মেলে? ময়না পাখিঃ স্বাধীন প্রকৃতিতে অকুতোভয় প্রাণ নিয়ে ঘুরছি। এখন প্রকৃতিটা খুব স্বাধীন আর তার সাথে আমরাও। কারন আমরা প্রকৃতিরই একটা অংশ। আমাদের কি কখনও ডানা ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় থাকে না শুধু তোমাদের ভয় থাকে। আমিঃ তাহলে তো খুব সুখেই। ময়না পাখিঃ আাচ্ছা ভাই একটা প্রশ্ন করি তোমাকে। আমিঃ অবশ্যই। কি বলবে বল। ময়না পাখিঃ তোমার কি মনে হয় যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব? আমিঃ অবশ্যই। তাতে কি কোনো সন্দেহ! ময়না পাখিঃ আমাদের তোমার মতো চোখ আছে,মুখ আছে। আমরা চলতে পাড়ি, খেতেও পাড়ি। কিসের জন্য তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলবে কি? আমিঃ মানুষের জ্ঞান-বুদ্ধি আছে কিন্তু অন্য জীবদের নেই তার জন্য। ময়না পাখিঃ তোমি কোন জ্ঞান-বুদ্ধির কথা বলছ যে জ্ঞান-বুদ্ধি আমাদের মতো পশুপাখিদের কোনো অপরাধ বিহিন নির্মমভাবে হত্যা করে সেটি! আমি কথাটি শুনে একটু হতবম্ভ হয়ে গেলাম। কিচ্ছুক্ষণ পর...... ময়না পাখিঃ কিছু বলছ না যে। তোমরা যখন পশুপাখিদের নির্মমভাবে হত্যা কর তখন কি তোমাদের জ্ঞান-বুদ্ধি বাধা দেয়না! বাধা দেবেই বা কি করে তোমাদের তো এখন জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছ। আমিঃ অবশ্যই ঠিক কথা বলেছ ময়না পাখি ভাই। ময়না পাখিঃ তোমাদের এই নির্মম অত্যাচারের জন্য এখন পাখিজগত ডানা মেলে উড়াই ভুলে যাচ্ছে। বর্তমান পরিস্থির জন্য তোমরাই দায়ি। আমিঃ কেন? ময়নাঃ তোমাদের জন্য এই প্রকৃতিটা ধংস হবার উপকর্ম প্রায়। এই প্রকৃতির রক্ষার জন্যই বুদহয় সৃষ্টিকর্তা এই মহামারী করোনা দিয়েছেন যেন তোমরা প্রকৃতির আনন্দটাকে অনুভব করতে পার। কিন্তু আমি চাই মহামারিটি যেন শিঘ্রই চলে যায় এবং তোমাদের অতীত পরিস্থিতি চলে আসে। করোনার নির্মম হত্যার উদাহরণ হচ্ছে আমাদের হত্যার প্রতিরূপ। আর আমরা সেটা অনুভব করেছি। আমিঃ যদি করোনাভাইরাস চলে যায় তাহলে তো তোমাদের অবস্থা আগের মতো হয়ে যাবে! ময়না পাখিঃ হোক আমরা অন্যের সুখের মাধ্যমে আনন্দ খুঁজে পাই। সেই সময় অন্তত এই আনন্দটাতো করতে পারব। আমিঃ তোমরা এতটা বলিদান দিতে যান সেটা আগে যানতাম না। আমি আজ হেরে গেলাম। আমি তোমার প্রতি আত্মসমর্পিত। [আমার প্রকাশিত গল্পসমূহ সব আমার নিজের লেখা তাই দয়া করে আমার নাম ব্যাতিত লেখাগুলো কপিরাইট করবেন না]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৩০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now