বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অমীমাংসিত তদন্ত ২

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nira anam (০ পয়েন্ট)

X গ্যারেথ উইলিয়ামের মৃত্যু বিশ্বের নামকরা এবং জাঁদরেল গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের এমআই সিক্স-এ কাজ করতেন গ্যারেথ উইলিয়াম। ঘটনার সময় তার বয়স ছিল ৩০ বছর। এক সময় আমেরিকায় পোস্টিংয়ে ছিলেন। ২০১০ সালে লন্ডনের নিজ ফ্ল্যাটে এই তরুণ ও চৌকস গোয়েন্দা কর্মকর্তার লাশ পাওয়া যায় একটি প্যাডলক ব্যাগের মধ্যে। মেট্রোপলিটন পুলিশ, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু করে পুলিশের প্রায় সব বিভাগই উইলিয়ামের মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত করে। কিন্তু এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে এর সঠিক কারণ। সবশেষে মোটাদাগে উপসংহার টানা হয়Ñ গ্যারেথ উইলিয়াম হয়তো নিজ ফ্ল্যাটে একাকী নীরবে নিজেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু রহস্য ধীরে ধীরে আরও বেশি জট পাকাতে থাকে। সংবাদ মাধ্যম বিশেষ করে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানায়, গ্যারেথ উইলিয়াম আমেরিকায় কর্মরত থাকা অবস্থায় প্রেসিডেন্ট ক্লিনটনের কিছু গোপন তথ্য হস্তগত করেছিলেন এবং এগুলো নিয়ে ব্রিটেনে চলে এসেছিলেন। অনেকের মতে, ওই ঘটনার জের ধরেই হয়তো একটি সুনিপুণ খুনের শিকার হয়েছেন তিনি। ২০১২ সালে বিশেষজ্ঞ ফিওনা কক্স এক উদ্ধৃতিতে বলেছিলেন, ‘উইলিয়ামের মৃত্যু নিয়ে আমরা এখনো কোনো সন্তোষজনক উপসংহারে উপনীত কিংবা সঠিক ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। ’ পুলিশ উইলিয়াম হত্যার সঙ্গে তৃতীয় পক্ষ জড়িত থাকার সন্দেহ করলেও ২০১৩ সালে স্কটল্যান্ড ইয়ার্ড দাবি করে, উইলিয়াম নিজেই নিজেকে লক করে হত্যা করেছেন। এই মৃত্যু নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো থিওরি আলোচিত হয়েছে। এসবের মধ্যে রয়েছে যৌনতা, বিদেশি গোয়েন্দা সংস্থার কাজ, গৃহবিবাদ ইত্যাদি। প্রকৃত রহস্যের কূলকিনারা এখনো হয়নি। বিশে^র অন্যতম জাঁদরেল গোয়েন্দা সংস্থা যদি নিজেদের কর্মীর হত্যা রহস্যই উন্মোচন করতে না পারে, তবে সংগত কারণেই তাতে রহস্য আরও বাড়ে। Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৭৯ জন


এ জাতীয় গল্প

→ অমীমাংসিত তদন্ত ৪
→ অমীমাংসিত তদন্ত ৩
→ অমীমাংসিত তদন্ত
→ অমীমাংসিত তদন্ত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • SIAM The Deadman
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    জ জেনে ভালো লাগলোyes

  • Roshni hima
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    Oshadharon!