বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সাফল্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Roshni hima (০ পয়েন্ট)

X পিছিয়ে পড়ার মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়। প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই, বেঁচে থাকাটা মূল্যহীন হয়ে যাওয়া নয়।এক দরজা থেকে ফিরিয়ে দেয়ার মানেই, সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়।কারণ, জীবনের খেলায় কেউ দু-চার দিনে অল-আউট হয় না। লাইফের টিভি সিরিয়াল, আট-দশটা এপিসোড হয়েই বন্ধ হয়ে যায় না।এক সাবজেক্ট বা এক সেমিস্টারের রেজাল্ট দিয়ে অনার্স-মাস্টার্সের ওভারঅল সিজিপিএ নির্ধারিত হয় না। অাপনার ব্যর্থতার মানে,অাপনার ভূল শুধরানোর সুযোগ তৈরি হওয়া।অাপনার পিছিয়ে পড়ার মানে,অাপনাকে স্কিল ডেভেলপ করতে উদ্বুদ্ধ করা। অাপনাকে ধোঁকা দেয়ার মানে,বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ দেয়া।পরীক্ষায় বাম্বু খাওয়ার মানে, পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হতে সতর্ক করে দেয়া।চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হওয়ার মানে,পরের বার ইন্টারভিউর জন্য ১০গুন ভালো প্রিপারেশন নিতে ইঙ্গিত দেয়া।জীবনে ধোঁকা খাওয়া,বোকা হওয়া সমস্যা না।পরীক্ষায় লাড্ডু পাওয়া,ছ্যাঁকা খাওয়াও সমস্যা না।সমস্যা হচ্ছে সাময়িক ব্যর্থতা দেখে দমে যাওয়া।আশানুরূপ ফল না দেখে,রাস্তা ছেড়ে দেওয়া।ক্লান্ত হয়ে লক্ষ ভূলে যাওয়া। দৌড়ে যে প্রথম হচ্ছে তার সাথে নিজেকে তুলনা করে হতাশ হবেন না।অাপনার বাসায়, পকেটের টাকায়,মনের জানালায় হাজারটা সমস্যা থাকতে পারে।রাতের গরমে,ছারপোকার কামড়ে অাপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। অাপনার বন্ধুদের প্রেমিক / প্রেমিকা সহ ফুচকা খাওয়ার ছবি দেখে অাপনার অন্তর হাহাকার করে উঠতে পারে।তবে আজকের দিনটা চলে গেলে,ক্যালেন্ডারের পাতাটা উল্টে গেলে,পাওয়া-না পাওয়ার হিসেব কিন্তু লেখা হয়ে যাবে।জীবন বেশি উপভোগ করতে গিয়ে,অনুশোচনা করবেন না।এক্সট্রা মজা নিতে গিয়ে,এক্সট্রা সাজা জুটিয়ে ফেলবেন না।আনন্দ আর ইফোর্ট এর মধ্যে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন ।একদিন রিলাক্স করে, আড্ডা মেরে,ছয়দিন ফুল স্পিডে কাজ করার এনার্জি সঞ্চয় করে নিন।লেগে থাকুন দেখবেন শত শত লাথি উষ্ঠা খেয়েও ঠিকই ঘুরে দাড়িয়ে গেছন।অামরা ট্রল করতে পছন্দ করি,অামাদের নিজেদের কিছু করার ক্রিয়েটিভিটি নেই কিন্তু কেউ কোন নাটক, মুভি,বা অন্য কিছু তৈরি করলে সেটার ভূল বের করতে ব্যস্ত হয়ে পরি।দিনে দিনে অামরা ট্রলময় জাতীতে পরিনত হচ্ছি।অামরা ইয়ং জেনারেশন যারা অাছি প্রেম করতে পছন্দ করি,অাড্ডা,চিল করতে পছন্দ করি, একটা মেয়েকে শিস্ দিতে পছন্দ করি হোক সেটা নিজের বোনের বয়সী! যে ছেলেটা/মেয়েটা এক সাথে তিন চারটা রিলেশনশিপ চালিয়ে যায় সেও নিশ্চয়ই চাইবে না তার নিজের ছেলেটা/মেয়েটা এমন হোক।অামার কথা হলো অাপনি করেন না এসব!একটু লিমিটেশন রেখে করেন।তার পাশাপাশি একটু ভাবেন নিজেকে নিয়ে,অাপনার বাবা মাকে নিয়ে।যে বাবা বাজার গিয়ে তরতাজা বড় মাছটি না কিনে ছোট মাছ নিয়ে বাসায় ফেরে শুধু অাপনার জন্য কিছু টাকা সেভ করার জন্য,যে মা বছরের পর বছর হার্টের সমস্যা নিয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে দিন পার করছে শুধু অাপনার জন্য!কারণ অপারেশন করাতে গেলে অনেক টাকার প্রয়োজন।সেই টাকাটা অাপনাকে দিচ্ছে পড়াশোনা করার জন্য। পরিশেষে-- সবার প্রতি অাহব্বান থাকবে অামরা কি এমন একটি দেশের স্বপ্ন দেখতে পারি না?যে দেশের প্রতিটি মা তার প্রতিষ্ঠিত ছেলের দ্বারা হার্টের অপারেশন টা শেষ বয়সে হলেও করাতে পারবে!বাবা বাজারে গিয়ে তর তাজা বড় মাছটা কিনে বাসায় ফিরতে পারবে।মনে রাখবেন অাপনি যে ২৫০ গ্রাম চালের ভাত খান সেটা উৎপাদন করতে একজন কৃষকের মাথার ঘাম পায়ে পড়ে সেই চালের ভাত খেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলে নষ্ট করবেন না। অাজ এখন,এই মূহুর্তে অাপনার জীবনের লক্ষ ঠিক করুন ২,৩,৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান।সে অনুযায়ী নিজের মেধা,পরিশ্রম অার ধৈর্য নিয়ে লড়ে যান।অাপনি পারবেন,অাপনাকে দিয়েই হবে এমন অাত্নবিশ্বাস রেখে,বুক চেপে সংগ্রাম করে যান। "অাপনার জীবনের একটি সাফল্যই পারে অাপনার সমালোচনাকারী মানুষগুলোকে উচিত জবাব দিতে #collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৮৫ জন


এ জাতীয় গল্প

→ সাফল্য নিয়ে বিখ্যাত মনিষীদের সেরা উক্তি
→ সাফল্য
→ সম্পদ,সাফল্য ও ভালবাসা
→ সাফল্যের চাবিকাঠি পর্ব {01}
→ ``সাফল্য তোমাকে ঠিকই খুঁজে নিবে``
→ জীবনে সাফল্য লাভের উপায় (সম্পূর্ণ )
→ সাফল্য
→ সাফল্য
→ সাফল্যের ইতিকথি
→ সাফল্য লাভের রহস্য
→ জীবন,ভাগ্য,সাফল্য
→ চেষ্টা সাফল্যর মুল
→ যেখানে ভালোবাসা,সেখানেই সাফল্য
→ নাসরিনের সাফল্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Roshni hima
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    Thank you for your nice comment..

  • Nira anam
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    কথাগুলো বর্তমান সমাজের জন্য খুবই উপকারী