বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
********--------★★★★------*****
ডিয়ার হিমু,,,,
আমি ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করছো।।।।।কিন্তু মাঝপথে গিয়ে জানতে পারলাম,,,,,,, তুমি ছকিনার সাথে রিলেশনে আছো,,,,,,,মরজিনার সাথে ডেটিং করছো,,,,,,শেফালীর পেছনে লাইন মারছো তবে তাকে এখনো পটাইতে পারোনাই,,,,,,,।।।।।এত কিছু জানার পরও,,,, আমার ফিরে আসা উচিত নয়।।।। তোমার এসব বিহেভিয়ার এ আমি খুব ক্লান্ত।।।। এতোটাই ক্লান্ত যে আমি বাসায় সারাদিন লেবুর শরবত খেয়েও ক্লান্তি দূর করতে পারছিনা।।।। তুমি জ্যোৎস্না বিলাসের নাম করে যে,,,রাস্তার পাশের জোস্নার সাথে দেখা করতে যাও,,,, তা আজ আর আমার অজানা নয়।।।। তোমার বৃষ্টি বিলাসটা যে পাশের বাড়ির বৃষ্টিকে ইম্প্রেস করার বাহানা সেটাও জেনে গেছি আমি।।।।তোমার হলুদ পাঞ্জাবি পড়ে ঘোরার কারন যে তোমার ৪নাম্বার গার্লফ্রেন্ডের হলুদ রঙ পছন্দ সেটাও জেনে গেছি আমি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, টং এর দোকানে সোডিয়ামের আলোতে চা খাওয়াটা যে চায়ের দোকানের পাশের ফুলওয়ালি চামেলিকে দেখার অজুহাত,,,তা আমি আগে বুঝিনি !!!!!!!!!! আমার গায়ের নীল শাড়ি যে তোমায় গলির মোড়ের নীলার কথা মনে করিয়ে দিতো তাই বা কে জানতো,????।।।।,,,,,,,,,,,,,,কেন যে তোমার বেলী ফুল পছন্দ সেটাও তো জানতাম না,,,আমার খোপায় বেলিফুল দেখলে যে তোমার চোখে বাড়ির পেছনের বেলীর চেহারা ভেসে উঠতো সেটা তো আগে বুঝিনি ,,,,,,,,,,,,সারাদিন তোমার ময়ুরাক্ষি নদীর কথা বলার কারন যে চেয়ারম্যান সাহেবের মাইয়া নদী সেটাও আমি জেনে গেছি,,,,,,,তুমি যে রাস্তায় ঘুমানোর নাম দিয়ে রাস্তার পাশের বিল্ডিং এর ব্যালকনিতে দাঁড়ানো বিলকিসের সাথে সারারাত প্রেমের আলাপ করতে সেটা ও এখন জানি।।।।।।।।।।।
হিমু,,,,, তুমি আমার সাথে এমনটা কেমনে করলা?????? আজও মনের দুঃখে ঘুমাইতে পারিনা।।।।এতো কাদার চেষ্টা করি কিন্তু চোখে পানি আসেনা।।।।।।তাই চলে যাচ্ছি,,,,,,,আরেক হিমুর কাছে,,,,কারন এখন তো হিমুর অভাব নাই,,,,,,,,,,,,,
ইতি
দুঃখ ভারাক্রান্ত রুপা
[[[[ বি.দ্র: আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে দিইনি এটা।।।।
জিজের হিমুরা কেউ কিছু মনে করিবেন না।।।কারন ইহা আপনাদের কাউকে উদ্দেশ্য করিয়া দেয়া হয়নি।।।।কেউ আবার এটা নিয়ে আমার মত মাসুম বাচ্চাকে বকাঝকা করিবেন না।।ইহা আপনাদের নিকট আমার অনুরোধ]]]]]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now