বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক পিপাসীত কাক দূর হইতে জলের কলসি দেখতে পেল,আহাদিত হইয়া ঐ কলসির নিকটে আসিল এবংজলপান করিতে যাইয়ে কলসির ভেতর মাথা ঢুকিয়ে দিল; তবে কলসিতে জল ছিল খুবই নিচে,তাহার কারনে কোন মতেই পান করিতে পারিল না। তখন কাকটি1মে ভাঙিয়া ফেলিবার মতলব করিল; পরে কলসিটি উলটিয়ে দিয়ে জলপান কিতে চাইলো। অবশেষে কতকগুলি নুরি পাথর সেই খানে পরিয়া আছে দেখিয়া,একটি একটি করে পাথর গুলি কলসির ভেতরে ফেলিল। এইভাবে ধিরেধিরে জল কলসির মুখে এসে গেল,তখন কাকটি জলপান করিয়া পিপাসা নিবারন করিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now